হাওড়া, 5 মার্চ: রেল নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, ভারতীয় রেলকে বিজেপি নিজের স্বার্থে ব্যবহার করছে ৷ মঙ্গলবার মেদিনীপুর থেকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাড আসেন মুখ্যমন্ত্রী ৷ সেখান থেকে তিনি চলে যান নবান্নে ৷ তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তখনই তিনি রেল নিয়ে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করেন ৷
কেন তিনি এই অভিযোগ করেন ? আসলে আগামী 10 মার্চ (রবিবার) তৃণমূল কংগ্রেস ব্রিগেড সমাবেশ করবে ৷ যে সমাবেশের পোশাকি নাম জনগর্জন সভা ৷ মমতার অভিযোগ, সেই সভায় উত্তরবঙ্গ থেকে কর্মীদের আনার জন্য ট্রেন ভাড়া করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে ৷ রেলের তরফে অগ্রিম নিয়েও পরে তা বাতিল করা হয়েছে ৷
আর সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী ৷ তিনি বলেন, ‘‘আমিও রেলমন্ত্রী ছিলাম, তাই রেলের ব্যবস্থা জানি । অগ্রিম টাকা নিয়ে তারা কিভাবে ট্রেন বাতিল করতে পারে ? বিজেপি নিজের স্বার্থে রেলকে ব্যবহার করছে । যাতে 10 তারিখ ব্রিগেডের মাঠে উত্তরবঙ্গের লোকেরা তাদের বঞ্চনার কথা না বলতে পারে ।’’