পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

আগে আমি ভাবতাম আরএসএস মানে ত্যাগী..., দাঁতনের সভায় মন্তব্য মমতার - Mamata Banerjee - MAMATA BANERJEE

Mamata Banerjee: বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেই সভা থেকে একাধিক ইস্যুতে সরব হন ৷ বিজেপিকে আক্রমণ করেন ৷ নাম না করে সমালোচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ পাশাপাশি আরএসএস নিয়ে মন্তব্য করেন তিনি ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 2:31 PM IST

Updated : Apr 25, 2024, 2:48 PM IST

দাঁতন, 25 এপ্রিল: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-কে আগে ত্যাগী বলে মনে করতেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছেন ৷ তিনি বলেন, ‘‘আগে আমি ভাবতাম আরএসএস মানে ত্যাগী ৷’’

এ দিন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে নির্বাচনী জনসভা করে তৃণমূল কংগ্রেস ৷ সেই সভার মূলবক্তা ছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ ওই সভার মঞ্চ থেকেই এই মন্তব্য করেন তৃণমূল নেত্রী ৷

তিনি বলেন, ‘‘আমি শুনেছি কেশিয়াড়িতে আরএসএস-এর একটা বড় স্কুল আছে ৷ ওরা অনেক সম্পত্তি করেছে ৷ আগে আমি ভাবতাম আরএসএস মানে ত্যাগী ৷ ওদের মধ্য়ে কিছু ভালো লোক ছিল ৷ আজকে ভোগ করতে করতে এমন ভোগী হয়ে গিয়েছে যে ত্যাগ ছেড়ে দিয়েছে ৷ আজকে ভোগকে আশ্রয় করেছে ৷ যার জন্য বিজেপি এত নোংরামি করছে ৷ এত নোংরা খেলা খেলছে ৷ এত অসভ্যতামি করছে ৷ এত বর্বরতা করছে ৷’’

এ দিন ভাষণ দেওয়ার সময় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির সমালোচনায় সরব হন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও একবার বঞ্চনার অভিযোগ তুলে সরব হন ৷ নাম না করে একাধিক ইস্যুতে নিশানা করেন শুভেন্দু অধিকারীকে ৷ তারই মাঝে আরও দু’বার আরএসএস-এর প্রসঙ্গ তোলেন ৷ একবার অভিযোগ করেন যে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে আরএসএস ৷ আবার ভাষণের শেষের দিকে মমতা অভিযোগ করেন, ভোট কিনতে টাকা ছড়াচ্ছে আরএসএস ৷

এ দিন যেখানে সভা হয়, সেই এলাকা মেদিনীপুর লোকসভার অধীনে ৷ 2019 সালে মেদিনীপুরে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ ৷ তাঁকে এবার সেখানে প্রার্থী করেনি বিজেপি ৷ তিনি প্রার্থী হয়েছেন বর্ধমান-দুর্গাপুরে ৷ আর বিধায়ক অগ্নিমিত্রা পালকে বিজেপি মেদিনীপুরে প্রার্থী করেছে ৷ সেই নিয়ে প্রশ্ন তোলেন মমতা ৷ মঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্য়ে প্রশ্ন ছুঁড়ে দেন, গতবারের বিজয়ী দিলীপ ঘোষকে বিজেপি কেন সরিয়ে দিল ?

আরও পড়ুন:

  1. ঊনিশের তুলনায় উত্তরপ্রদেশে এবার কম আসন পাবে বিজেপি, দাবি মমতার
  2. রাজনাথ-গড়করির মতো ভদ্রলোক প্রধানমন্ত্রী হলে আপত্তি ছিল না: মমতা
  3. তৃণমূলের ভোট ভাগ হলে বিজেপির লাভ, দাবি মমতার
Last Updated : Apr 25, 2024, 2:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details