কলকাতা, 29 ডিসেম্বর: 2024-এ 52 সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 43টি ছবি । এমন একটা সময় ছিল, যখন বাংলা ছবি রিলিজের সংখ্যা 100-র ঘরে পৌঁছে যেত ৷ আর এখন সেই সংখ্যা বছরের সপ্তাহ সংখ্যার থেকেও কম । তবে, ইতিমধ্যেই বেশকিছু ছবি 2025 সালে মুক্তির অপেক্ষায় ৷ যার মধ্যে একটি তথাগত মুখোপাধ্যায়ের 'রাস'। সম্প্রতি সামনে এসেছে এই ছবির চরিত্রদের লুক ।
'রাস' হল হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে পুনরুদ্ধার করার একটি গল্প । এই ছবির মাধ্যমেই প্রথমবার জুটি বাঁধছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার । এই ছবির আরেকটি উল্লেখযোগ্য দিক হল, ছবিটিতে 32 জন জুনিয়র আর্টিস্ট ছাড়াও 50 জন প্রাপ্তবয়স্ক অভিনেতা রয়েছেন । আর প্রত্যেকটি দৃশ্যেই একসঙ্গে 24-25 জনকে দেখা যাবে । ছবিটিতে তথাগত মুখোপাধ্যায়ের শৈশবের স্মৃতি জড়িয়ে আছে । এটি আংশিক আত্মজীবনীমূলক ।
'রাস' হারানো বাঙালি জীবনের একটি গল্প । যৌথ পরিবারের আনন্দ, উদযাপন এবং দৈনন্দিন জীবনযাপন সবই আছে এই ছবিতে । বাঙালির হারিয়ে যাওয়া মূল্যবোধ, প্রতিবাদী সত্তা এবং অতীতের কালজয়ী প্রেমের গল্প আজকের বিশ্বের পটভূমিতে তুলে ধরেছেন তথাগত মুখোপাধ্যায় ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় (সোমনাথ), দেবলীনা কুমার (রাই), অনির্বাণ চক্রবর্তী (দ্বৈপায়ন), অনসূয়া মজুমদার (অলকানন্দা), শঙ্কর দেবনাথ (সুকান্ত), অর্ণ মুখোপাধ্যায় (রক্তিম), রণজয় (সৌমিক), পারিজাত চৌধুরী (সাঁঝ), দেবাশিস (ভোম্বল দা), সুদীপ মুখোপাধ্যায় (রজত), দেবপ্রসাদ হালদার (প্রেম কুমার), প্রতিম চট্টোপাধ্যায় (বিশ্বজিৎ) প্রমুখ ।
ছবির গল্প কিছুটা এই রকম ৷ মাণিকপুরের গোটা চক্রবর্তী বাড়ি জুড়ে আজ সাজো রব ৷ বাড়িতে রাস উৎসবের প্রস্তুতি আর ঝুলনের আয়োজনে মেতে উঠেছে সকলে । তবে বহু বছর পর ছেলে বাড়ি ফিরলে উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে যায় ৷ বাড়ির ছেলে সোমনাথের বাবা চাকরি সূত্রে দিল্লিতে । মা আর সোমনাথের জীবন কাটছিল রূপকথার মতো । গ্রামের স্কুল, পুকুর, আমগাছ, বৃষ্টিতে ফুটবল, দিদার আচার, কোলে শুয়ে দেশ বিদেশের গল্প শোনা, সে যেন এক চব্বিশ ঘণ্টার উৎসব ।
যৌথপরিবারের সবার ভালোবাসায় বেড়ে ওঠা সোমনাথের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল দিদিমা । সময়ের চেয়ে ঢের গুণে এগিয়ে থাকা, স্পষ্টবক্তা, বাড়ির কর্ত্রী অলকনন্দা দেবী সোমনাথের সবচেয়ে বড় বন্ধু ।
এছাড়াও সোমনাথের আর একজন প্রিয় বন্ধু রাই । রাইয়ের সঙ্গে সোমনাথের রসায়ন কেমন জমে সেটাই দেখার । গল্পের মোড় ঘোরে সোমনাথের মায়ের আকস্মিক মৃত্যুতে ৷ তারপর ? জানা যাবে ছবি মুক্তির পর ।
ছবির গল্প ও পরিচালনা তথাগত মুখোপাধ্যায়ের । আর্ট ডিরেক্টর আনন্দ আঢ্য । ছবি মুক্তির দিনক্ষণ জানা যায়নি এখনও । তবে, 2025 সালেই 'রাস' আসবে দর্শকের দরবারে ।