লাহোর, 31 ডিসেম্বর: ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে শহিদ ভগৎ সিংয়ের লেখা চিঠি, তাঁর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সর্বসাধারণের দেখার ব্যবস্থা করল পাকিস্তানের পঞ্জাব সরকার ৷ সোমবার লাহোরের ঐতিহাসিক পুঞ্চ হাউসে ভগৎ সিং গ্যালারিটির উদ্বোধন করেছেন পঞ্জাব প্রদেশের মুখ্যসচিব জাহিদ আখতার জামান ৷ এই গ্যালারিতে ভগৎ সিংয়ের হাতে লেখা চিঠি, সংবাদপত্র, বিচার প্রক্রিয়ার বিস্তারিত নথিপত্র এবং তাঁর জীবন সংক্রান্ত নানা জিনিস সংগৃহীত রয়েছে ৷
এই প্রসঙ্গে মুখ্যসচিব জাহিদ আখতার জামান বলেন, "পর্যটকদের জন্য গ্যালারি খুলে দেওয়া হল ৷ পঞ্জাব সরকারের শিল্প ও বাণিজ্য দফতর এবং পর্যটন দফতরের মধ্যে একটি চুক্তি করে এই গ্যালারি খোলা হয়েছে ৷" তিনি জানান, শহিদ ভগৎ সিংয়ের জীবদ্দশায় পুঞ্চ হাউজ যেমন ছিল, সংস্কার করে ঠিক সেরকমটিই করা হয়েছে ৷ এই গ্যালারিতে স্বাধীনতা সংগ্রামীর ব্রিটিশ বিরোধী লড়াইয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে ৷
1929 সালের 8 এপ্রিল ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইন সভায় বোমা ছোড়েন ৷ এই ঘটনায় কেউ আহত হননি ৷ এরপর তাঁরা সেখানে লিফলেটও ছড়িয়ে দেন ৷ এরপরই গ্রেফতার হন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত ৷ এর আগে 1928 সালের 17 ডিসেম্বর ব্রিটিশ পুলিশের উচ্চাধিকারিক জেপি সন্ডার্সকে হত্যা করেন ভগৎ সিং ও শিবরাম রাজগুরু ৷ এই ঘটনা ইতিহাসে লাহোর ষড়যন্ত্র মামলা বলেই পরিচিত ৷ এই মামলায় পুলিশ ভগৎ সিংকে খুঁজছিল ৷ লাহোর ষড়যন্ত্র মামলার বিচারে দোষী সাব্যস্ত হন ভগৎ সিং, রাজগুরু, সুখদেব ৷ 1931 সালের 23 মার্চ লাহোরে ভগৎ সিং-সহ বাকিদের ফাঁসি দেওয়া হয় ৷
2018 সালে পাকিস্তানের পঞ্জাব আর্কাইভ ডিপার্টমেন্ট প্রথম বার কিংবদন্তি বিপ্লবী ভগৎ সিংয়ের বেশ কিছু ঐতিহাসিক সমগ্রী প্রকাশ করে ৷ এর মধ্যে মামলার ফাইল, তাঁকে ফাঁসি দেওয়ার শংসাপত্র, চিঠি, ছবি এবং খবরের কাগজের টুকরো ছিল ৷ 1931 সালে 23 বছর বয়সি ভগৎ সিংকে ফাঁসি দেওয়া সংক্রান্ত ঐতিহাসিক নথিপত্র সাজানো রয়েছে গ্যালারিতে ৷
1930 সালে তিনি কোর্টের অর্ডার পাওয়ার জন্য অনুরোধ করেছিলেন ৷ 1929 সালের 31 মে তিনি তাঁর বাবার সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন, সেই সব নথি রাখা আছে পুঞ্চ হাউজের গ্যালারিতে ৷ তাঁর বাবা সর্দার কিষাণ সিং ছেলের ফাঁসির সাজা রদের জন্য আবেদন জানিয়ে মামলা করেছিলেন ৷ সেই নথি এখনও রাখা আছে ৷ ভগৎ সিং মেমোরিয়াল ফাউন্ডেশন চেয়ারম্যান আইনজীবী ইমতিয়াজ রশিদ কুরেশি সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "শাদমান চৌক-এর (যেখানে ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল) নাম ভগৎ সিংয়ের নামে করার জন্য সরকারকে জানাব ৷"