ETV Bharat / state

বইমেলাতেও দ্রোহের উৎসব ! আরজি করের নির্যাতিতাকে নিয়ে বইয়ের চাহিদা তুঙ্গে - INTERNATIONAL KOLKATA BOOK FAIR

48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার 8 এবং 9 নম্বর গেটের কাছে লিটল ম্যাগাজিনের স্টল । সেখানেই মিলছে আরজি করের নির্যাতিতাকে নিয়ে একাধিক বই ।

BOOK ON RG KAR VICTIM
আরজি করের স্মৃতি বাঁচিয়ে রাখতে বই বিক্রি হচ্ছে বইমেলায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2025, 1:47 PM IST

বিধাননগর, 9 ফেব্রুয়ারি: আজ আরজি করের নির্যাতিতার 32তম জন্মদিন । তাঁর এই জন্মদিনে কেক কেটে উদযাপন নয়, বরং উঠছে ধর্ষণ ও খুনের বিচারের বাণী । যার আঁচ পড়েছে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় । তরুণী চিকিৎসকের স্মৃতি বাঁচিয়ে রাখতে তাঁকে নিয়ে একাধিক বই বিক্রি হচ্ছে ৷ সেই বইয়ের চাহিদা তুঙ্গে বইমেলায় ৷

প্রসঙ্গত, 9 অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার ঘর থেকে উদ্ধার হয় ওই তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ । অন্যের জীবন বাঁচাতে এসে নিজের কাজের জায়গাতেই ধর্ষণ ও খুন হতে হয় তাঁকে । তারপর কেটে গিয়েছে অনেকটা সময় । বারে বারে 'উই ওয়ান্ট জাস্টিস', এই দাবি তুলছেন প্রতিবাদীরা । আরজি করের তরুণী চিকিৎসকের ন্যায়বিচারের জন্য গলা ফাটাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষজন ।

বইমেলাতেও দ্রোহের উৎসব (ইটিভি ভারত)

কাকতালীয়ভাবে ঠিক 6 মাস পর, ফেব্রুয়ারি মাসের সেই অভিশপ্ত 9 তারিখেই আরজি করের নির্যাতিতার জন্মদিন ৷ কিন্তু এখনও বিচার নিয়ে হতাশ সমাজের একাংশ । তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে গেলেও এখনও জিইয়ে রয়েছে বিচারের দাবি । আর সেই দাবি এবার উঠে এল কলকাতা বইমেলায়ও । বইমেলার 8 এবং 9 নম্বর গেটের কাছে লিটল ম্যাগাজিনের স্টল । সেখানে গেলেই চোখে পড়বে আরজি করের নির্যাতিতাকে নিয়ে একাধিক বই ।

কল্পসামাজিক সর্বজনীন পত্রিকার সদস্য সুমিত সরকার বলেন, "আরজি করের ঘটনা সারা বাংলায় ছাপ ফেলেছিল । ঘটনার প্রতিবাদে মহিলাদের একটা বড় অংশ রাস্তায় নেমেছিল । ফলে এই বড় আন্দোলনের ছাপ তো সাংস্কৃতিক জগতে পড়বেই । বইমেলা হল এমন স্থান যেখানে সংস্কৃতির চর্চা হয় । তাই এখানে গল্প, লেখায় আমরা এই ইস্যুকে তুলে ধরেছি । কারণ এখনও বিচার অধরা ।"

BOOK ON RG KAR VICTIM
আরজি করের নির্যাতিতাকে নিয়ে বই (নিজস্ব ছবি)

আই রাইস নামে একটি প্রকাশনী সংস্থার সদস্য রিমি বলেন, "আমরা আরজি করের ঘটনার প্রতিবাদে 9 অগস্ট থেকে রয়েছি । সেই ছাপ রয়ে গিয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলাতেও । এই নিয়ে বিভিন্ন পোস্টার পড়েছে । আলোচনা চলছে । কিন্তু এখনও আমাদের দাবি পূরণ হয়নি । কিন্তু আন্দোলনের স্ফুলিঙ্গ কমেনি । সেই চিত্র দেখা যাচ্ছে বইমেলায় ।"

BOOK ON RG KAR VICTIM
আরজি করের নির্যাতিতাকে নিয়ে বইয়ের চাহিদা তুঙ্গে বইমেলায় (নিজস্ব ছবি)

লিটল ম্যাগাজিনের বেশকিছু জায়গায় ছড়িয়ে পড়েছে আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদের বই । রয়েছে বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা স্লোগান । সিউ পত্রিকার আফরোজা খাতুন বলেন, "দ্রোহের উৎসব বইমেলায় খুব ভালোভাবে রয়েছে । আন্দোলন শেষ হয়ে যায়নি । যেগুলো হয়েছে তার ছাপ আছে বইমেলায় । কারণ এই আন্দোলনকে কেন্দ্র করে বইগুলো বইমেলায় শুরুর 2 দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল । আবার নতুন করে ছাপাতে হয়েছে আমাদের ।"

BOOK ON RG KAR VICTIM
আরজি করের আন্দোলন বইমেলায় (নিজস্ব ছবি)

লিটল ম্যাগাজিন ছাড়া যুবশক্তি, ছাত্রসংগ্রাম এবং গণদাবির স্টলেও রয়েছে আরজি করের নির্যাতিতাকে স্মরণ করে বই । এই বই কিনেছেন বহু সাধারণ মানুষ । যাতে আরজি করের নির্যাতিতা স্মৃতিতে থেকে যায় সারাজীবন । এই আন্দোলন সংক্রান্ত একটি বই কিনছেন আইজ্যাক সাহা । তিনি বলেন, "আমি রাস্তায় ছিলাম আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের জন্য । তাই স্মৃতি হিসাবে আমি এই বইটা কিনে রাখছি ।"

বিধাননগর, 9 ফেব্রুয়ারি: আজ আরজি করের নির্যাতিতার 32তম জন্মদিন । তাঁর এই জন্মদিনে কেক কেটে উদযাপন নয়, বরং উঠছে ধর্ষণ ও খুনের বিচারের বাণী । যার আঁচ পড়েছে 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় । তরুণী চিকিৎসকের স্মৃতি বাঁচিয়ে রাখতে তাঁকে নিয়ে একাধিক বই বিক্রি হচ্ছে ৷ সেই বইয়ের চাহিদা তুঙ্গে বইমেলায় ৷

প্রসঙ্গত, 9 অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার ঘর থেকে উদ্ধার হয় ওই তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ । অন্যের জীবন বাঁচাতে এসে নিজের কাজের জায়গাতেই ধর্ষণ ও খুন হতে হয় তাঁকে । তারপর কেটে গিয়েছে অনেকটা সময় । বারে বারে 'উই ওয়ান্ট জাস্টিস', এই দাবি তুলছেন প্রতিবাদীরা । আরজি করের তরুণী চিকিৎসকের ন্যায়বিচারের জন্য গলা ফাটাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষজন ।

বইমেলাতেও দ্রোহের উৎসব (ইটিভি ভারত)

কাকতালীয়ভাবে ঠিক 6 মাস পর, ফেব্রুয়ারি মাসের সেই অভিশপ্ত 9 তারিখেই আরজি করের নির্যাতিতার জন্মদিন ৷ কিন্তু এখনও বিচার নিয়ে হতাশ সমাজের একাংশ । তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে গেলেও এখনও জিইয়ে রয়েছে বিচারের দাবি । আর সেই দাবি এবার উঠে এল কলকাতা বইমেলায়ও । বইমেলার 8 এবং 9 নম্বর গেটের কাছে লিটল ম্যাগাজিনের স্টল । সেখানে গেলেই চোখে পড়বে আরজি করের নির্যাতিতাকে নিয়ে একাধিক বই ।

কল্পসামাজিক সর্বজনীন পত্রিকার সদস্য সুমিত সরকার বলেন, "আরজি করের ঘটনা সারা বাংলায় ছাপ ফেলেছিল । ঘটনার প্রতিবাদে মহিলাদের একটা বড় অংশ রাস্তায় নেমেছিল । ফলে এই বড় আন্দোলনের ছাপ তো সাংস্কৃতিক জগতে পড়বেই । বইমেলা হল এমন স্থান যেখানে সংস্কৃতির চর্চা হয় । তাই এখানে গল্প, লেখায় আমরা এই ইস্যুকে তুলে ধরেছি । কারণ এখনও বিচার অধরা ।"

BOOK ON RG KAR VICTIM
আরজি করের নির্যাতিতাকে নিয়ে বই (নিজস্ব ছবি)

আই রাইস নামে একটি প্রকাশনী সংস্থার সদস্য রিমি বলেন, "আমরা আরজি করের ঘটনার প্রতিবাদে 9 অগস্ট থেকে রয়েছি । সেই ছাপ রয়ে গিয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলাতেও । এই নিয়ে বিভিন্ন পোস্টার পড়েছে । আলোচনা চলছে । কিন্তু এখনও আমাদের দাবি পূরণ হয়নি । কিন্তু আন্দোলনের স্ফুলিঙ্গ কমেনি । সেই চিত্র দেখা যাচ্ছে বইমেলায় ।"

BOOK ON RG KAR VICTIM
আরজি করের নির্যাতিতাকে নিয়ে বইয়ের চাহিদা তুঙ্গে বইমেলায় (নিজস্ব ছবি)

লিটল ম্যাগাজিনের বেশকিছু জায়গায় ছড়িয়ে পড়েছে আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদের বই । রয়েছে বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা স্লোগান । সিউ পত্রিকার আফরোজা খাতুন বলেন, "দ্রোহের উৎসব বইমেলায় খুব ভালোভাবে রয়েছে । আন্দোলন শেষ হয়ে যায়নি । যেগুলো হয়েছে তার ছাপ আছে বইমেলায় । কারণ এই আন্দোলনকে কেন্দ্র করে বইগুলো বইমেলায় শুরুর 2 দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল । আবার নতুন করে ছাপাতে হয়েছে আমাদের ।"

BOOK ON RG KAR VICTIM
আরজি করের আন্দোলন বইমেলায় (নিজস্ব ছবি)

লিটল ম্যাগাজিন ছাড়া যুবশক্তি, ছাত্রসংগ্রাম এবং গণদাবির স্টলেও রয়েছে আরজি করের নির্যাতিতাকে স্মরণ করে বই । এই বই কিনেছেন বহু সাধারণ মানুষ । যাতে আরজি করের নির্যাতিতা স্মৃতিতে থেকে যায় সারাজীবন । এই আন্দোলন সংক্রান্ত একটি বই কিনছেন আইজ্যাক সাহা । তিনি বলেন, "আমি রাস্তায় ছিলাম আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের জন্য । তাই স্মৃতি হিসাবে আমি এই বইটা কিনে রাখছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.