মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর কলকাতা, 2 ফেব্রুয়ারি:ঝাড়খণ্ডের প্রাক্তনমুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ার পরে ভয় পেয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানেন যে, তাঁরও একই পরিণতি হতে চলেছে ৷ মুখ্যমন্ত্রীকে আজ এই ভাষাতেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে আজ নির্বাচন কমিশনের দফতরে হাজির হন তিনি ৷
গত 22 জানুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে যেমন রয়েছে একাধিক ভুয়ো ভোটারের নাম তেমনই বহু ন্যায্য ভোটারের নাম বাদও দেওয়া হয়েছে । এই অভিযোগ নিয়ে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব । এই মর্মে তাঁরা মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে ডেপুটেশনও জমা দেন ।
ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, তেমন 22 জনকে সঙ্গে নিয়ে আজ কমিশনে যান শুভেন্দু অধিকারী । তিনি বলেন যে,
এঁরা সকলেই বিজেপির সক্রিয় কর্মী । এটা হিমশৈলের চূড়ামাত্র । বিডিও, এসডিও এবং রিটার্নিং অফিসাররা এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেন তিনি । তাঁর কথায়, এ বারের ভোটার তালিকায় যেভাবে সংগঠিত ভাবে চুরি হয়েছে, সেটা গোটা ভূ-ভারতে কখনও হয়নি ।
তিনি মনে করিয়ে দেন যে, কেন্দ্রের তরফে বলা হয়েছিল, যদি তালিকায় কোনও মৃত ব্যক্তির নাম থেকে যায়, বা কোনও চুরি হয়, তার দায় যাবে জেলাশাসকের উপর । তারপরও কোনও পরিবর্তন নেই । তাই বিজেপির তরফে আজ দাবি জানানো হয়েছে যে, যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের নাম আবার নথিভূক্ত করার ব্যবস্থা করতে হবে । সবাই কমপ্লেইন করবে না । কিন্তু এটা কমিশনের দায়িত্ব, এঁদের সবার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা ।
এ দিন নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিরোধী দলনেতা । তিনি বলেন, "ডায়মন্ড হারবার তো মডেল । সেখানে চোর মমতা আর ভাইপো এই চুরি করছে । গোটা রাজ্যজুড়ে চুরি চলছে । চোর মমতা ভোটারও চুরি করেছে । এটা কোন পশ্চিমবঙ্গ ?" আজ শুভেন্দু অধিকারী বলেন যে, "মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তিনি চুরি করেছেন । আর তাঁর পরিণতিও হবে হেমন্ত সোরেনের মতো ।"
এছাড়াও বিজেপির প্রশ্ন, একই পদে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব কী করে ছ'বছর থাকতে পারেন ? যদিও শুভেন্দু জানান যে, এই কথা তিনি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এলে তাঁদের কাছেও জানাবেন । এমনকি এখানে উপর থেকে নিচ তলা পর্যন্ত সকলেই পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশন তৃণমূলের লোক বেছে বেছে পাঠিয়েছে । এখান থেকে ভোটের আগেই তৃণমূল কর্মচারী ফেডারেশনের লোকদের সরাতে হবে । নাহলে কী করে এঁদের সরাতে হবে সেটা বিজেপি দেখিয়ে দেবে ।
আজ শুভেন্দু এও অভিযোগ করেন যে, কমিশনের নিয়ম না মেনে পোস্টিং হচ্ছে একাধিক আধিকারিকের । বিজেপির কাছে সব তথ্য রয়েছে বলেই দাবি করেন তিনি । তিনি বলেন, পুলিশ ওয়েল ফেয়ার বোর্ডকে কাজে লাগিয়ে ভোটের আগের দিন পর্যন্ত যত অপকর্ম হবে, সেগুলো করানোর ব্যবস্থা হয়েছে । বাছাই করা আধিকারিকদের সাইডলাইনে পোস্টিং করা হয়েছে, যাতে তাঁদের দ্বারা নির্বাচন পরিচালনা করতে পারে শাসক দল ।
মুখ্যমন্ত্রীর ধরনাকে কটাক্ষ করে এ দিন বিরোধী দলনেতা বলেছেন, "মুখ্যমন্ত্রী ধর্নায় বসবেন বলে রেড রোড থেকে এসএলএসটি-সহ অন্যান্য আন্দোলনকারীদের তুলে দেওয়া হয়েছে । তাঁরা তাঁদের হকের জন্য ধরনায় বসেছিলেন কিন্তু তাঁদের তুলে দেওয়া হল । মুখ্যমন্ত্রী ড্রামাবাজি করছেন ভোটের জন্য । কোচবিহার থেকে মালদা হেঁটে বুঝেছেন বাজার খারাপ ।"
বিধানসভা থেকে সাসপেনশন উঠে যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারী জানান যে, "তা তো এমনিতেই উঠত । সেশন শেষ হয়ে গিয়েছে, তাই আমার সেই সেশনের জন্য সাসপেনশন উঠে গিয়েছে নিয়ম অনুযায়ী । তবে যতদিন পর্যন্ত অশোক লাহিড়ীকে পিএসি-এর চেয়ারম্যান করা হবে না, ততদিন সর্বদলীয় বৈঠকে বিজেপি যাবে না ৷ রাজনৈতিক প্রভাবিত সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ । মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, অশোক লাহিড়ীকে তৃণমূলে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাঁকে অর্থমন্ত্রী করতেন ।"
গণতন্ত্র ফেরাতে বিজেপি এবার কোমর বেঁধে মাঠে নামছে । যাঁরা সামনে থেকে ভোট সুষ্ঠু ভাবে হতে লড়াই করবেন, তাঁদের নিরাপত্তা দিতে প্রস্তুত বিজেপি ।
আরও পড়ুন:
- ধরনামঞ্চ থেকেই হেমন্ত সোরেনের 'পাশে দাঁড়ানোর শপথ' মমতার
- হেমন্ত সোরেনকে 5 দিনের ইডি হেফাজতে পাঠাল আদালত
- হেমন্ত সোরেনের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন গ্রহণই করল না সুপ্রিম কোর্ট