কলকাতা, 5 জানুয়ারি: আগামী 24 ঘণ্টায় বড় পরিবর্তন নেই সর্বনিম্ন তাপমাত্রার । যদিও রবিবার থেকে দক্ষিণবঙ্গে আগামী তিনদিনে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে । উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে 2-3 ডিগ্রি সেলসিয়াস । দিন ও রাত, দুইয়ের তাপমাত্রাই বাড়বে । ফলে আরও ‘কাঁপুনি’র আশঙ্কায় যারা ভুগছিলেন, তাঁরা আপাতত স্বস্তিতে ৷
পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া । বঙ্গোপসাগর থেকে বাড়ছে পূবালী হাওয়ার দাপট । ফলে বছরের প্রথম সপ্তাহান্তেই ‘উষ্ণতা’র ছোঁয়া । শনিবারই আগের দিনের চেয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে । আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলাতেও ।
|
কুয়াশার সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় । নতুন বছরের প্রথম দিন থেকে শীতের আমেজ মিললেও ফের তাতে বিরতি । তবে আবহাওয়া দফতর বলছে, এই বিরতি দীর্ঘায়িত হবে না । বুধবারের পর থেকে ফের শীত ফিরবে তার নিজস্ব ছন্দে । ফলে পৌষ মাসের শেষ ধাপে বঙ্গে শীতের আমেজ ফের মিলবে বলেই আশা করা যায় ।
আজ রবিবার দিনের আকাশ ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলায় পরিষ্কার হবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে । শনিবার কলকাতা এবং শহরতলি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 91 শতাংশ, সর্বনিম্ন 66 শতাংশ ।