ETV Bharat / sports

অজিদের দরকার 91, ভারতের 7 উইকেট ! সিডনি টেস্ট কার ঝুলিতে ? - IND VS AUS SYDNEY TEST

WTC ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ ভারতের কাছে কার্যত ‘ডু অর ডাই’ ৷ কার্যত হারতে বসা ম্যাচে ত্রাতার ভূমিকায় সেই বোলাররা ৷

India vs Australia Sydney Test
সিডনি টেস্ট কার ঝুলিতে ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 5, 2025, 7:39 AM IST

সিডনি, 5 জানুয়ারি: বোর্ডে দেখাচ্ছে, অজিদের জয়ের জন্য দরকার 162 রান ৷ মাঠে নেই টিম ইন্ডিয়ার সেরা তূণ জসপ্রীত বুমরা ৷ সবে শুরু হয়েছে তৃতীয় দিনের খেলা ৷ ফলে মনে হয়েছিল, খুব সহজেই সিডনি টেস্ট পকেটে পুরবে অস্ট্রেলিয়া ৷ যদিও প্রসিদ্ধ কৃষ্ণার আগুনে স্পেলে খানিক ধাক্কা খেয়েছে অজিরা ৷ ফিরে গিয়েছেন স্যাম কনস্টাস, মার্নাস লাবুসেন ও স্টিভ স্মিথ ৷

সিডনিতে ভারতের ব্যাটিং বিপর্যয়, বুমরার চোটে না-থাকায় অ্যাডভান্টেজ অজিরা হলেও ক্রমশ ম্যাচে ফিরছে ভারত ৷ ম্যাচ জিততে টিম ইন্ডিয়ার দরকার আর 7 উইকেট, অস্ট্রেলিয়াকে করতে হবে 91 রান ৷ ক্রিজে রয়েছেন তারিখ উসমান খোয়াজা ও ভারতের ‘মাথাব্যথা’ ট্রাভিস হেড ৷ তারমধ্যেই চোটের কারণে মাঠ ছেড়েছেন স্ট্যান্ড-ইন অধিনায়ক জসপ্রীত বুমরা ৷ ফলে ম্যাচের পাল্লা এখনও অজিদের দিকে ভারী হলেও অসাধ্যসাধন করতে বদ্ধপরিকর প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজরা ৷

ক্যাঙারুর দেশে টিম ইন্ডিয়ার ব্যাটিং ব্যর্থতা চলছেই ৷ প্রথম ইনিংসে অজিদের 181 রানে গুটিয়ে দিয়ে ব্যাটারদের জন্য় মঞ্চটা তৈরি করে গিয়েছিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷ ফের তার সদ্বব্যবহার করতে ব্যর্থ শুভমন গিল, বিরাট কোহলিরা ৷ ব্যাট না-চলায় সিডনি টেস্টের আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ যদিও তাতে ভারতের পারফর্ম্যান্সে বিশেষ তফাত চোখে পড়েনি ৷

দ্বিতীয় দিনের শেষে 141 রানে ছয় উইকেট হারিয়ে খেলতে নামা ভারত তৃতীয়দিনে অল-আউট হল 157 রানে ৷ অর্থাৎ, 162 রান করলেই সিরিজ ও শেষ টেস্ট মুঠোয় পুড়বে অজিরা ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ ভারতের কাছে কার্যত ‘ডু অর ডাই’ ৷ হারলে ছুটি, জিতলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের দিকে ৷ তার আগে নিজেদের কাজটা সুষ্ঠুভাবে করতে চাইছে টিম ইন্ডিয়া ৷

আরও পড়ুন

সিডনি, 5 জানুয়ারি: বোর্ডে দেখাচ্ছে, অজিদের জয়ের জন্য দরকার 162 রান ৷ মাঠে নেই টিম ইন্ডিয়ার সেরা তূণ জসপ্রীত বুমরা ৷ সবে শুরু হয়েছে তৃতীয় দিনের খেলা ৷ ফলে মনে হয়েছিল, খুব সহজেই সিডনি টেস্ট পকেটে পুরবে অস্ট্রেলিয়া ৷ যদিও প্রসিদ্ধ কৃষ্ণার আগুনে স্পেলে খানিক ধাক্কা খেয়েছে অজিরা ৷ ফিরে গিয়েছেন স্যাম কনস্টাস, মার্নাস লাবুসেন ও স্টিভ স্মিথ ৷

সিডনিতে ভারতের ব্যাটিং বিপর্যয়, বুমরার চোটে না-থাকায় অ্যাডভান্টেজ অজিরা হলেও ক্রমশ ম্যাচে ফিরছে ভারত ৷ ম্যাচ জিততে টিম ইন্ডিয়ার দরকার আর 7 উইকেট, অস্ট্রেলিয়াকে করতে হবে 91 রান ৷ ক্রিজে রয়েছেন তারিখ উসমান খোয়াজা ও ভারতের ‘মাথাব্যথা’ ট্রাভিস হেড ৷ তারমধ্যেই চোটের কারণে মাঠ ছেড়েছেন স্ট্যান্ড-ইন অধিনায়ক জসপ্রীত বুমরা ৷ ফলে ম্যাচের পাল্লা এখনও অজিদের দিকে ভারী হলেও অসাধ্যসাধন করতে বদ্ধপরিকর প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজরা ৷

ক্যাঙারুর দেশে টিম ইন্ডিয়ার ব্যাটিং ব্যর্থতা চলছেই ৷ প্রথম ইনিংসে অজিদের 181 রানে গুটিয়ে দিয়ে ব্যাটারদের জন্য় মঞ্চটা তৈরি করে গিয়েছিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷ ফের তার সদ্বব্যবহার করতে ব্যর্থ শুভমন গিল, বিরাট কোহলিরা ৷ ব্যাট না-চলায় সিডনি টেস্টের আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ যদিও তাতে ভারতের পারফর্ম্যান্সে বিশেষ তফাত চোখে পড়েনি ৷

দ্বিতীয় দিনের শেষে 141 রানে ছয় উইকেট হারিয়ে খেলতে নামা ভারত তৃতীয়দিনে অল-আউট হল 157 রানে ৷ অর্থাৎ, 162 রান করলেই সিরিজ ও শেষ টেস্ট মুঠোয় পুড়বে অজিরা ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ ভারতের কাছে কার্যত ‘ডু অর ডাই’ ৷ হারলে ছুটি, জিতলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের দিকে ৷ তার আগে নিজেদের কাজটা সুষ্ঠুভাবে করতে চাইছে টিম ইন্ডিয়া ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.