ETV Bharat / entertainment

ম্যাচিং করা অফ-হোয়াইট শেরওয়ানি-লেহেঙ্গায় শ্বেতা-রুবেল, মাতলেন রিসেপশনে - SHWETA RUBEL MARRIAGE

রিসেপশনে রুবেলের বাহুডোরে শ্বেতা ৷ ব্যাকগ্রাউন্ডে বাজছে রূপকথার গান ৷ ছোট পর্দার চেনা জুটির বিয়েতেও ফিল্মি ছোঁয়া। দেখুন ভিডিয়ো ৷

SHWETA RUBEL MARRIAGE
শ্বেতা-রুবেল মাতলেন রিসেপশনে (মেকআপ সজ্জা শিল্পী রুদ্র সাহা (ইনস্টাগ্রাম))
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 10:32 PM IST

কলকাতা, 21 জানুয়ারি: রবিবাসরীয় সন্ধ্যায় চার হাত এক হয়েছে রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্যর। টলি দুনিয়ার দুই অভিনেতার আজ রিসেপশন ৷ আজ তাঁদের লাগছে রূপকথার রাজ্যের 'রাজা-রানি'র মতো ! বিয়েতে লাল বেনারসিতে যেমন লাল টুকটুকে বউ লাগছিল তেমনই আজ অফ হোয়াইট লেহেঙ্গায় একেবারে রানির মতো লাগছে ৷ ম্যাচিং করেই বর রুবেল পড়েছেন অফ হোয়াইট শেরওয়ানি ৷

মঙ্গলবার প্রীতিভোজের আয়োজনে তাঁদের লুক আগের দিনের মতো শেয়ার করেছেন মেকআপ সজ্জা শিল্পী রুদ্র সাহা ৷ তিনি বর-কনের রিলস বানিয়ে পোস্ট করেছেন তাঁর ইনস্টায়, যা দেখে নেটাগরিকরা কমেন্ট করেছেন প্রচুর ৷ রিসেপশনে অফ-হোয়াইট লেহেঙ্গার সঙ্গে সিলভার নেকলেস ও মানানসই দুল বেছে নেন টলি অভিনেত্রী ৷ গলাবন্ধ শেরওয়ানিতে তার সঙ্গে পাল্লা দিচ্ছিলেন রুবেল ৷

বাঙালি বিয়ের নিয়ম অনুযায়ী বউভাতের দুপুরে ভাতকাপড়ের নিয়ম থাকে সব পরিবারেই। রুবেল ও শ্বেতার ভাত-কাপড় অনুষ্ঠানে তার অন্যথা হয়নি ৷ একেবারে থালা সাজিয়ে খাবার পরিবেশন করা হয় দাস পরিবারের নববধূকে ৷ বউভাতের সকালে শ্বেতা সেজেছিলেন গাঢ় তুঁতে রংয়ের শাড়িতে ৷ সঙ্গে সোনার গয়না ও সিঁথিভর্তি সিঁদুর, চুল খোলা। রুবেলের পায়ে প্রণাম করতে যেই যাবেন তখনই শ্বেতার হাতদুটি তুলে নিয়ে প্রণাম করে দু'জনেই ৷ এই লুকও সোশালে শেয়ার করেছেন মেকআপ সজ্জা শিল্পী রুদ্র সাহা ৷

টলিউডের জনপ্রিয় জুটি শ্বেতা-রুবেলের বিয়ে নিয়ে বহুদিন ধরেই শোরগোল শুরু হয়েছিল। সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতে করতে প্রেম এবং তার পর এখন বিয়ে ৷ 'যমুনা ঢাকি'র সেটে তাঁদের দেখা ৷ সেখানে দু’জনেই ছিলেন লিড রোলে ৷ তাঁরা একসঙ্গে পথ চলুন, চেয়েছিলেন তাঁদের ফ্যানরাও ৷

কলকাতা, 21 জানুয়ারি: রবিবাসরীয় সন্ধ্যায় চার হাত এক হয়েছে রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্যর। টলি দুনিয়ার দুই অভিনেতার আজ রিসেপশন ৷ আজ তাঁদের লাগছে রূপকথার রাজ্যের 'রাজা-রানি'র মতো ! বিয়েতে লাল বেনারসিতে যেমন লাল টুকটুকে বউ লাগছিল তেমনই আজ অফ হোয়াইট লেহেঙ্গায় একেবারে রানির মতো লাগছে ৷ ম্যাচিং করেই বর রুবেল পড়েছেন অফ হোয়াইট শেরওয়ানি ৷

মঙ্গলবার প্রীতিভোজের আয়োজনে তাঁদের লুক আগের দিনের মতো শেয়ার করেছেন মেকআপ সজ্জা শিল্পী রুদ্র সাহা ৷ তিনি বর-কনের রিলস বানিয়ে পোস্ট করেছেন তাঁর ইনস্টায়, যা দেখে নেটাগরিকরা কমেন্ট করেছেন প্রচুর ৷ রিসেপশনে অফ-হোয়াইট লেহেঙ্গার সঙ্গে সিলভার নেকলেস ও মানানসই দুল বেছে নেন টলি অভিনেত্রী ৷ গলাবন্ধ শেরওয়ানিতে তার সঙ্গে পাল্লা দিচ্ছিলেন রুবেল ৷

বাঙালি বিয়ের নিয়ম অনুযায়ী বউভাতের দুপুরে ভাতকাপড়ের নিয়ম থাকে সব পরিবারেই। রুবেল ও শ্বেতার ভাত-কাপড় অনুষ্ঠানে তার অন্যথা হয়নি ৷ একেবারে থালা সাজিয়ে খাবার পরিবেশন করা হয় দাস পরিবারের নববধূকে ৷ বউভাতের সকালে শ্বেতা সেজেছিলেন গাঢ় তুঁতে রংয়ের শাড়িতে ৷ সঙ্গে সোনার গয়না ও সিঁথিভর্তি সিঁদুর, চুল খোলা। রুবেলের পায়ে প্রণাম করতে যেই যাবেন তখনই শ্বেতার হাতদুটি তুলে নিয়ে প্রণাম করে দু'জনেই ৷ এই লুকও সোশালে শেয়ার করেছেন মেকআপ সজ্জা শিল্পী রুদ্র সাহা ৷

টলিউডের জনপ্রিয় জুটি শ্বেতা-রুবেলের বিয়ে নিয়ে বহুদিন ধরেই শোরগোল শুরু হয়েছিল। সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতে করতে প্রেম এবং তার পর এখন বিয়ে ৷ 'যমুনা ঢাকি'র সেটে তাঁদের দেখা ৷ সেখানে দু’জনেই ছিলেন লিড রোলে ৷ তাঁরা একসঙ্গে পথ চলুন, চেয়েছিলেন তাঁদের ফ্যানরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.