ETV Bharat / state

উচুঁ করতে গিয়ে হেলে পড়ল বহুতল, চাঞ্চল্য কামারহাটিতে - LEANING BUILDING AT KAMARHATI

কামরাহাটিতে নির্মীয়মাণ বহুতল হেলে বিপত্তি ৷ স্কুলের পাশেই এই ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ৷ কী বক্তব্য পুরসভার চেয়ারম্যানের ?

Kamarhati Building Lean
কামারহাটিতে হেলে পড়া বহুতল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 21, 2025, 10:26 PM IST

ব্যারাকপুর, 21 জানুয়ারি: বাঘাযতীনের ছায়া এবার কামারহাটিতে ! ফের হাইড্রলিকের সাহায্যে উচুঁ করতে গিয়ে বিপত্তি । হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল । ঘটনার জেরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় কামারহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের ধুবিয়াবাগান এলাকায় । নির্মীয়মাণ ওই বহুতলের পাশেই রয়েছে সরকারি একটি স্কুল । যার ফলে আতঙ্কগ্রস্ত শিক্ষক থেকে অভিভাবক সকলেই । ঘটনাটি জানার পর সেখানে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুরসভা ।ঘটনার পর থেকেই পলাতক ওই বহুতলের প্রোমোটার । তাঁর বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে এলাকায় ওই বহুতলটি নির্মাণ হচ্ছে, আগে সেখানে একটি পুকুর ছিল । অভিযোগ, সেই পুকুর ভরাট করে তৈরি হচ্ছে ওই বহুতল । শুধু তাই নয়, পুকুর ভরাটের পর পুর আইন না মেনেই বিগত ছয়-সাত ধরে বহুতলটি'র নির্মাণ কাজ চলছে বলেও অভিযোগ উঠেছে ।এই নিয়ে ক্ষোভও রয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে । তারই মধ্যে মঙ্গলবার দুপুরে হাইড্রলিকের সাহায্যে বহুতলটি উঁচু করতে গিয়ে বিপত্তি ঘটে ।হেলে পড়ে এক দিকে, যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন ।

নির্মীয়মাণ বহুতল হেলে পড়ায় স্থানীয় বাসিন্দা ও পুরসভার চেয়ারম্যানের বক্তব্য (ইটিভি ভারত)

বহুতলটি'র ঠিক পাশেই রয়েছে একটি সরকারি স্কুল । যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয় । কমবেশি পড়ুয়ার সংখ্যা প্রায় দেড়শো । স্বভাবতই বিল্ডিং হেলে পড়ার ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তাঁরাও । কিন্তু, প্রশ্ন হল পুর আইন না মেনে কীভাবে সবার অলক্ষ্যে ওই বহুতলটি'র নির্মাণ এতদিন ধরে চলল ? পুরসভা কী করছিল ? নাকি সবকিছু জেনেও উদাসীন ছিল স্থানীয় প্রশাসন ? ঘটনার পর এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে ।

এই বিষয়ে আসলাম আলি খান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন,"বিল্ডিংটি'র একদিক হেলে পড়ায় খুবই আতঙ্কে রয়েছে এলাকার লোকজন । ঝুঁকি নিয়ে তাঁরা বসবাস করছেন । কোনও নিয়মের বালাই নেই, অথচ দিব্যি নির্মাণ চলছে । এই জায়গায় আগে একটি পুকুর ছিল । পুকুর ভরাট করে মাটি না করিয়েই বিল্ডিং নির্মাণ হওয়ায় এমনটা হল । নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, তার আগেই এই অবস্থা । পড়ে হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত ।"

বিষয়টি নিয়ে পার্শ্ববর্তী স্কুলের প্রধান শিক্ষক মেহমুদ আলম বলেন, "বেআইনি না আইনি সেটা আমি বলতে পারব না । বিল্ডিং হেলে যাওয়ার পর এ নিয়ে পুরসভায় অভিযোগ জানিয়েছিলাম । পুর কর্তৃপক্ষ এসে খতিয়ে দেখেছে । খুবই আতঙ্কে রয়েছি ।"

এদিকে, ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা । তিনি বলেন,"নির্মীয়মাণ ওই বহুতলটি বেআইনি । পুরসভার কোনও অনুমতি নিয়েই নির্মাণ চলছিল । হেলে যাওয়ার পর বহুতলের মেরামতের কাজ করার সময়ও তা পুরসভাকে জানানো হয়নি । এই নিয়ে পুরসভার তরফে স্থানীয় থানায় এফআইআর করে কাজ বন্ধ করতে বলা হয়েছে । পুর আইন অনুযায়ী যা যা পদক্ষেপ নেওয়ার তা নেওয়া হবে প্রোমোটারের বিরুদ্ধে ।"

ব্যারাকপুর, 21 জানুয়ারি: বাঘাযতীনের ছায়া এবার কামারহাটিতে ! ফের হাইড্রলিকের সাহায্যে উচুঁ করতে গিয়ে বিপত্তি । হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল । ঘটনার জেরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় কামারহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের ধুবিয়াবাগান এলাকায় । নির্মীয়মাণ ওই বহুতলের পাশেই রয়েছে সরকারি একটি স্কুল । যার ফলে আতঙ্কগ্রস্ত শিক্ষক থেকে অভিভাবক সকলেই । ঘটনাটি জানার পর সেখানে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুরসভা ।ঘটনার পর থেকেই পলাতক ওই বহুতলের প্রোমোটার । তাঁর বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে এলাকায় ওই বহুতলটি নির্মাণ হচ্ছে, আগে সেখানে একটি পুকুর ছিল । অভিযোগ, সেই পুকুর ভরাট করে তৈরি হচ্ছে ওই বহুতল । শুধু তাই নয়, পুকুর ভরাটের পর পুর আইন না মেনেই বিগত ছয়-সাত ধরে বহুতলটি'র নির্মাণ কাজ চলছে বলেও অভিযোগ উঠেছে ।এই নিয়ে ক্ষোভও রয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে । তারই মধ্যে মঙ্গলবার দুপুরে হাইড্রলিকের সাহায্যে বহুতলটি উঁচু করতে গিয়ে বিপত্তি ঘটে ।হেলে পড়ে এক দিকে, যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন ।

নির্মীয়মাণ বহুতল হেলে পড়ায় স্থানীয় বাসিন্দা ও পুরসভার চেয়ারম্যানের বক্তব্য (ইটিভি ভারত)

বহুতলটি'র ঠিক পাশেই রয়েছে একটি সরকারি স্কুল । যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয় । কমবেশি পড়ুয়ার সংখ্যা প্রায় দেড়শো । স্বভাবতই বিল্ডিং হেলে পড়ার ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তাঁরাও । কিন্তু, প্রশ্ন হল পুর আইন না মেনে কীভাবে সবার অলক্ষ্যে ওই বহুতলটি'র নির্মাণ এতদিন ধরে চলল ? পুরসভা কী করছিল ? নাকি সবকিছু জেনেও উদাসীন ছিল স্থানীয় প্রশাসন ? ঘটনার পর এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে ।

এই বিষয়ে আসলাম আলি খান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন,"বিল্ডিংটি'র একদিক হেলে পড়ায় খুবই আতঙ্কে রয়েছে এলাকার লোকজন । ঝুঁকি নিয়ে তাঁরা বসবাস করছেন । কোনও নিয়মের বালাই নেই, অথচ দিব্যি নির্মাণ চলছে । এই জায়গায় আগে একটি পুকুর ছিল । পুকুর ভরাট করে মাটি না করিয়েই বিল্ডিং নির্মাণ হওয়ায় এমনটা হল । নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, তার আগেই এই অবস্থা । পড়ে হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত ।"

বিষয়টি নিয়ে পার্শ্ববর্তী স্কুলের প্রধান শিক্ষক মেহমুদ আলম বলেন, "বেআইনি না আইনি সেটা আমি বলতে পারব না । বিল্ডিং হেলে যাওয়ার পর এ নিয়ে পুরসভায় অভিযোগ জানিয়েছিলাম । পুর কর্তৃপক্ষ এসে খতিয়ে দেখেছে । খুবই আতঙ্কে রয়েছি ।"

এদিকে, ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা । তিনি বলেন,"নির্মীয়মাণ ওই বহুতলটি বেআইনি । পুরসভার কোনও অনুমতি নিয়েই নির্মাণ চলছিল । হেলে যাওয়ার পর বহুতলের মেরামতের কাজ করার সময়ও তা পুরসভাকে জানানো হয়নি । এই নিয়ে পুরসভার তরফে স্থানীয় থানায় এফআইআর করে কাজ বন্ধ করতে বলা হয়েছে । পুর আইন অনুযায়ী যা যা পদক্ষেপ নেওয়ার তা নেওয়া হবে প্রোমোটারের বিরুদ্ধে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.