কলকাতা, 29 ফেব্রুয়ারি: জল্পনা আগে থেকেই ছিল ৷ কংগ্রেস ছাড়ার পর এবার তাতেই সিলমোহর দিলেন আইনজীবী কৌস্তভ বাগচি ৷ বুধবার কংগ্রেস ছাড়ার পরের দিনই অর্থাৎ আজ বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন তিনি ৷ তাঁর বিজেপিতে যোগদানের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী-সহ উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার ৷ বিজেপিতে যোগ দিয়েই রাজ্যে তৃণমূল কংগ্রেস (টিএমসি) শাসনের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন কৌস্তভ ।
এদিন তিনি বলেন, মানুষের চাহিদা পূরণ না হলে রাজনীতি করার কোনও মানে হয় না । যে রাজ্যে প্রদেশ কংগ্রেসের কোনও গুরুত্ব পাওয়া যায় না সেখানে দল করা সম্ভব নয় । সন্দেশখালি বা অন্য অনেক ঘটনায় কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফে কোনও কথা পাওয়া যায়নি । আত্মমর্যাদার সঙ্গে আপোষ করা সম্ভব নয় । অনেকের মধ্যেই ক্ষোভ আছে ৷ কেউ প্রকাশ করছেন কেউ করেন না । তৃণমূলের বিরুদ্ধে এখানে কংগ্রেসে থেকে লড়াই সম্ভব নয় । পশ্চিমবঙ্গে বারংবার দেখা যাচ্ছে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের কাছে নরম বার্তা কার্যত ভিক্ষার পাত্র নিয়ে বসে থাকছেন । এভাবে সম্ভব নয় ।"
কৌস্তভের যোগদানের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন,"আজ আমরা কৌস্তভ বাগচিকে বিজেপিতে স্বাগত জানাতে পেরে আনন্দিত ৷" তবে কৌস্তভের বিজেপিতে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। সাংবাদিক সম্মেলনে এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও' ব্রায়েন কটাক্ষের সুরে বলেন, " কে কৌস্তভ বাগচি? আমরা তাঁকে চিনি না।"