কলকাতা, 13 জুলাই: সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র কাছে ধাক্কা খেতে হয়েছিল বিজেপিকে ৷ চারশো আসনে জয়ের লক্ষ্য তো পূরণ হয়ইনি ৷ এমনকী, এবার লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ দলও হতে পারেনি বিজেপি ৷ মাসখানেকের মধ্যে আরও একবার সেই ‘ইন্ডিয়া’র কাছে নির্বাচনী ময়দানে ধাক্কা খেতে হল বিজেপিকে ৷
গত বুধবার দেশের সাতটি রাজ্যের 13টি বিধানসভা আসনে উপ-নির্বাচন হয় ৷ শনিবার সেই উপ-নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে ৷ 13 আসনের মধ্য়ে ‘ইন্ডিয়া’র দলগুলি জিতেছে 10টি আসনে ৷ একটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী ৷ বিজেপির ঝুলিতে এসেছে মাত্র দু’টি আসন ৷
এর আগের নির্বাচনে এই আসনগুলির মধ্যে বিজেপির দখলে ছিল তিনটি আসন ৷ তৃণমূল, জেডিইউ, বিএসপি, ডিএমকে ও আম আদমি পার্টির (আপ) দখলে ছিল একটি করে আসন ৷ কংগ্রেসের দখলে ছিল দু‘টি আসন ৷ বাকি তিনটি আসন ছিল নির্দলদের দখলে ৷ শনিবারের পর সেই অঙ্ক অনেকটাই বদলে গেল ৷ এখন তৃণমূল ও কংগ্রেসের দখলে এল চারটি করে আসন ৷ বিজেপি জিতল দু’টি আসনে ৷ একটি করে আসন পেয়েছে ডিএমকে ও আপ ৷ আর জিতেছেন একজন নির্দল ৷
এই উপ-নির্বাচনে ফলাফলের তাৎপর্যপূর্ণ অংশ হল অধিকাংশ দলবদলুকে ভোটাররা গ্রহণ করেননি ৷ এবার ন’টি আসনে দলবদলু প্রার্থীরা ছিলেন ৷ এঁদের মধ্যে জিতেছেন মাত্র চারজন ৷ এই তিনজনের মধ্য়ে দু’জন পশ্চিমবঙ্গ থেকে জিতেছেন (রায়গঞ্জ ও রানাঘাট) ৷ আর একজন মধ্যপ্রদেশে (অমরওয়াড়া) ও একজন হিমাচল প্রদেশে (হামিরপুর) জয়ী হয়েছেন ৷
এবার একনজরে দেখে নেওয়া যাক কোন আসনে কী ফলাফল হয়েছে-
রূপাউলি (বিহার): এই আসনে জিতেছেন নির্দল প্রার্থী শংকর সিং ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী জেডিইউ-এর কলাধর প্রসাদ মণ্ডলকে তিনি 8246 ভোটে হারিয়েছেন ৷ তিনি পেয়েছেন 68 হাজার 70 ভোট ৷ 2020 সালের বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছিলেন জেডিইউ-এর বিমা ভারতী ৷ তিনি আরজেডি-তে যোগ দেওয়ায় এই আসনটি ফাঁকা হয়৷ উপ-নির্বাচনে তিনি আরজেডি-র টিকিটে লড়েছিলেন ৷ সেই লড়াইয়ের শেষে তিনি গতবারের জয় তো ধরে রাখতে পারেনইনি ৷ বরং চলে গিয়েছেন তৃতীয়স্থানে ৷
দেহরা (হিমাচল প্রদেশ): এই আসনে জিতেছেন কংগ্রেসের কমলেশ ঠাকুর ৷ তিনি হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী ৷ 9399 ভোটে তিনি জিতেছেন ৷ তাঁর প্রাপ্ত ভোট 32 হাজার 737 ৷ এই প্রথম এই আসনে জিতল কংগ্রেস ৷ 2017 ও 2022 সালে এই আসনে নির্দল প্রার্থী হিসেবে জিতেছিলেন হোশিয়ার সিং ৷ গত ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থীকে ভোট দেন ৷ পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন ৷ উপ-নির্বাচনে তিনিই ছিলেন বিজেপি প্রার্থী ৷ কিন্তু তাঁকে দ্বিতীয় স্থানেই শেষ করতে হল ৷
হামিরপুর (হিমাচল প্রদেশ): এই আসনে জিতেছেন বিজেপির আশিস শর্মা ৷ তিনি পেয়েছেন 27 হাজার 41 ভোট ৷ কংগ্রেসের পুষ্পিন্দর বর্মাকে তিনি 1571 ভোটে হারিয়েছেন ৷ 2022 সালে তিনি নির্দল প্রার্থী হিসেবে এই আসন থেকে জিতেছিলেন ৷ তিনিও রাজ্যসভার ভোটে বিজেপি প্রার্থীকে ভোট দেন ৷ পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন ৷
নালাগড় (হিমাচল প্রদেশ): এই আসনে জিতেছেন কংগ্রেসের কংগ্রেসের হরদীপ সিং বাওয়া ৷ তিনি পেয়েছেন 34 হাজার 608 ভোট ৷ বিজেপির কে এল ঠাকুরকে তিনি 8 হাজার 990 ভোটে হারিয়েছেন ৷ 2022 সালে কে এল ঠাকুর নির্দল হিসেবে জিতেছিলেন ৷ তিনিও রাজ্যসভার ভোটে বিজেপি প্রার্থীকে ভোট দেন ৷ পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন ৷