পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

উপ-নির্বাচনেও ‘ইন্ডিয়া’র জয়জয়কার, হারের হতাশা গেরুয়া শিবিরে - Bye Election Results - BYE ELECTION RESULTS

Bye Election Results: গত বুধবার সাতটি রাজ্যের 13টি বিধানসভা আসনে অনুষ্ঠিত হয় উপ-নির্বাচন ৷ শনিবার ফলাফল প্রকাশের পর দেখা যায় সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের মতো এখানেও ‘ইন্ডিয়া’র জয়জয়কার অব্যাহত ৷ কংগ্রেস-তৃণমূলের মতো ‘ইন্ডিয়া’র দলগুলির দাপটে কার্যত কোণঠাসা মোদি-শাহের দল ৷

Bye Election Results
উপ-নির্বাচনেও ‘ইন্ডিয়া’র জয়জয়কার, হারের হতাশা গেরুয়া শিবিরে (নিজস্ব চিত্র)

By PTI

Published : Jul 13, 2024, 4:07 PM IST

Updated : Jul 13, 2024, 6:57 PM IST

কলকাতা, 13 জুলাই: সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’র কাছে ধাক্কা খেতে হয়েছিল বিজেপিকে ৷ চারশো আসনে জয়ের লক্ষ্য তো পূরণ হয়ইনি ৷ এমনকী, এবার লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ দলও হতে পারেনি বিজেপি ৷ মাসখানেকের মধ্যে আরও একবার সেই ‘ইন্ডিয়া’র কাছে নির্বাচনী ময়দানে ধাক্কা খেতে হল বিজেপিকে ৷

গত বুধবার দেশের সাতটি রাজ্যের 13টি বিধানসভা আসনে উপ-নির্বাচন হয় ৷ শনিবার সেই উপ-নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে ৷ 13 আসনের মধ্য়ে ‘ইন্ডিয়া’র দলগুলি জিতেছে 10টি আসনে ৷ একটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী ৷ বিজেপির ঝুলিতে এসেছে মাত্র দু’টি আসন ৷

এর আগের নির্বাচনে এই আসনগুলির মধ্যে বিজেপির দখলে ছিল তিনটি আসন ৷ তৃণমূল, জেডিইউ, বিএসপি, ডিএমকে ও আম আদমি পার্টির (আপ) দখলে ছিল একটি করে আসন ৷ কংগ্রেসের দখলে ছিল দু‘টি আসন ৷ বাকি তিনটি আসন ছিল নির্দলদের দখলে ৷ শনিবারের পর সেই অঙ্ক অনেকটাই বদলে গেল ৷ এখন তৃণমূল ও কংগ্রেসের দখলে এল চারটি করে আসন ৷ বিজেপি জিতল দু’টি আসনে ৷ একটি করে আসন পেয়েছে ডিএমকে ও আপ ৷ আর জিতেছেন একজন নির্দল ৷

এই উপ-নির্বাচনে ফলাফলের তাৎপর্যপূর্ণ অংশ হল অধিকাংশ দলবদলুকে ভোটাররা গ্রহণ করেননি ৷ এবার ন’টি আসনে দলবদলু প্রার্থীরা ছিলেন ৷ এঁদের মধ্যে জিতেছেন মাত্র চারজন ৷ এই তিনজনের মধ্য়ে দু’জন পশ্চিমবঙ্গ থেকে জিতেছেন (রায়গঞ্জ ও রানাঘাট) ৷ আর একজন মধ্যপ্রদেশে (অমরওয়াড়া) ও একজন হিমাচল প্রদেশে (হামিরপুর) জয়ী হয়েছেন ৷

এবার একনজরে দেখে নেওয়া যাক কোন আসনে কী ফলাফল হয়েছে-

রূপাউলি (বিহার): এই আসনে জিতেছেন নির্দল প্রার্থী শংকর সিং ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী জেডিইউ-এর কলাধর প্রসাদ মণ্ডলকে তিনি 8246 ভোটে হারিয়েছেন ৷ তিনি পেয়েছেন 68 হাজার 70 ভোট ৷ 2020 সালের বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছিলেন জেডিইউ-এর বিমা ভারতী ৷ তিনি আরজেডি-তে যোগ দেওয়ায় এই আসনটি ফাঁকা হয়৷ উপ-নির্বাচনে তিনি আরজেডি-র টিকিটে লড়েছিলেন ৷ সেই লড়াইয়ের শেষে তিনি গতবারের জয় তো ধরে রাখতে পারেনইনি ৷ বরং চলে গিয়েছেন তৃতীয়স্থানে ৷

দেহরা (হিমাচল প্রদেশ): এই আসনে জিতেছেন কংগ্রেসের কমলেশ ঠাকুর ৷ তিনি হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী ৷ 9399 ভোটে তিনি জিতেছেন ৷ তাঁর প্রাপ্ত ভোট 32 হাজার 737 ৷ এই প্রথম এই আসনে জিতল কংগ্রেস ৷ 2017 ও 2022 সালে এই আসনে নির্দল প্রার্থী হিসেবে জিতেছিলেন হোশিয়ার সিং ৷ গত ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থীকে ভোট দেন ৷ পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন ৷ উপ-নির্বাচনে তিনিই ছিলেন বিজেপি প্রার্থী ৷ কিন্তু তাঁকে দ্বিতীয় স্থানেই শেষ করতে হল ৷

হামিরপুর (হিমাচল প্রদেশ): এই আসনে জিতেছেন বিজেপির আশিস শর্মা ৷ তিনি পেয়েছেন 27 হাজার 41 ভোট ৷ কংগ্রেসের পুষ্পিন্দর বর্মাকে তিনি 1571 ভোটে হারিয়েছেন ৷ 2022 সালে তিনি নির্দল প্রার্থী হিসেবে এই আসন থেকে জিতেছিলেন ৷ তিনিও রাজ্যসভার ভোটে বিজেপি প্রার্থীকে ভোট দেন ৷ পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন ৷

নালাগড় (হিমাচল প্রদেশ): এই আসনে জিতেছেন কংগ্রেসের কংগ্রেসের হরদীপ সিং বাওয়া ৷ তিনি পেয়েছেন 34 হাজার 608 ভোট ৷ বিজেপির কে এল ঠাকুরকে তিনি 8 হাজার 990 ভোটে হারিয়েছেন ৷ 2022 সালে কে এল ঠাকুর নির্দল হিসেবে জিতেছিলেন ৷ তিনিও রাজ্যসভার ভোটে বিজেপি প্রার্থীকে ভোট দেন ৷ পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন ৷

অমরওয়াড়া (মধ্য়প্রদেশ): এই আসনে জিতেছেন বিজেপির কমলেশ প্রতাপ শাহ ৷ তিনি পেয়েছেন 83 হাজার 105 ভোট ৷ কংগ্রেসের ধীরেন শা সুকুমার দাস ইনাবতীকে তিনি 3027 ভোটে হারিয়েছেন ৷ 2023 সালের বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের টিকিটে জিতেছিলেন ৷ গত মার্চে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেন ৷ সেই কারণেই এই আসনে উপ-নির্বাচন হয় ৷

জলন্ধর পশ্চিম (পঞ্জাব): এই আসনে জিতেছেন আম আদমি পার্টির মোহিন্দর ভগত ৷ তিনি পেয়েছেন 55 হাজার 246 ভোট ৷ তিনি বিজেপির শীতল অঙ্গুরলালকে হারিয়েছেন 37 হাজার 325 ভোটে ৷ 2022 সালে শীতল অঙ্গুরলালই এই আসনে জিতেছিলেন ৷ তবে তিনি আম আদমি পার্টির হয়ে লড়েছিলেন ৷ লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন ৷ আপের হয়ে জয়ের রেকর্ড বিজেপির হয়ে ধরে রাখতে পারলেন না তিনি ৷

ভিকরাবান্ডি (তামিলনাড়ু): এই আসনে জিতেছেন ডিএমকে-র এন্নিয়ুর শিবা ৷ তিনি পেয়েছেন 1 লাখ 24 হাজার 53 ভোট ৷ তিনি পিএমকে-র আনবুমানি সি-কে 67 হাজার 757 ভোটে হারিয়েছেন ৷ 2021 সালে এই আসনে ডিএমকে জিতেছিল ৷ জয়ী প্রার্থী এন পুগাজেনথির মৃত্য়ুতে এই আসনে উপনির্বাচন হয় ৷

বদ্রীনাথ (উত্তরাখণ্ড): এই আসনে জিতেছেন কংগ্রেসের লাখপত সিং বুটোলাকে ৷ তিনি পেয়েছেন 28 হাজার 161 ভোট ৷ তিনি বিজেপির রাজেন্দ্র সিং ভাণ্ডারীকে 5 হাজার 224 ভোটে হারিয়েছেন ৷ 2022 সালে এই কেন্দ্রে জিতেছিলেন রাজেন্দ্র সিং ভাণ্ডারী ৷ তিনি সেবার কংগ্রেসের টিকিটে জেতেন ৷ পরে দলবদলে বিজেপিতে আসেন ৷ গেরুয়া শিবিরে এসে তিনি জয়ের ধারা অব্যাহত রাখতে পারলেন না ৷

মাঙ্গলুর (উত্তরাখণ্ড): 422 ভোটে জিতেছেন কংগ্রেসের কাজি মহম্মদ নিজামুদ্দিন ৷ তিনি পেয়েছেন 31 হাজার 727 ভোট ৷ 2022 সালের নির্বাচনে এই আসনে জেতেন বিএসপি-র সারওয়াট করিম আনসারি ৷ তাঁর প্রয়াণে এই আসন খালি হয় ৷

রায়গঞ্জ (পশ্চিমবঙ্গ): তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী জিতেছেন ৷ তিনি পেয়েছেন 86 হাজার 479 ভোট ৷ বিজেপির মানসকুমার ঘোষকে তিনি 50 হাজার 77 ভোটে জিতেছেন ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে জেতেন কৃষ্ণ কল্য়াণী ৷ পরে তিনি তৃণমূলে যোগ দেন ৷

রানাঘাট দক্ষিণ (পশ্চিমবঙ্গ): 2021 সালে এই আসনে বিজেপি প্রার্থী হিসেবে জেতেন মুকুটমণি অধিকারী ৷ লোকসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলে যোগ দেন ৷ উপ-নির্বাচনে তিনি জিতলেন তৃণমূলের প্রার্থী হিসেবে ৷ তিনি পেয়েছেন 1 লাখ 13 হাজার 533 ভোট ৷ বিজেপির মনোজকুমার বিশ্বাসকে 39 হাজার 48 ভোটে হারিয়েছেন তিনি ৷

বাগদা (পশ্চিমবঙ্গ): 2021 সালে বাগদায় জিতেছিলেন বিজেপির বিশ্বজিৎ দাস ৷ পরে তিনি তৃণমূলে যোগ দেন ৷ লোকসভা ভোটে প্রার্থী হওয়ার জন্য তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ৷ উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী করে ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুরকে ৷ তাঁর বিপক্ষে ছিলেন বিজেপির বিনয়কুমার বিশ্বাস ৷ মধুপর্ণা 1 লাখ 7 হাজার 706 ভোট পেয়ে 33 হাজার 455 ভোটের ব্য়বধানে জিতেছেন ৷

মানিকতলা (পশ্চিমবঙ্গ): এই কেন্দ্রে 2021 সালে জেতেন তৃণমূলের সাধন পান্ডে ৷ 2022 সালে তিনি প্রয়াত হন ৷ মামলা চলার কারণে এই আসনে উপ-নির্বাচন হয়নি ৷ মামলা প্রত্যাহার হয়ে যাওয়ার পর উপ-নির্বাচন হয় ৷ তাতে জিতেছেন প্রয়াত সাধন পান্ডের স্ত্রী তৃণমূলের সুপ্তি পান্ডে ৷ তিনি 83 হাজার 110 ভোট পেয়েছেন ৷ বিজেপির কল্যাণ চৌবেকে 62 হাজার 312 ভোটে তিনি হারিয়েছেন ৷

Last Updated : Jul 13, 2024, 6:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details