মেদিনীপুর, 3 মে: কেশপুরের হিংসায় নিহত সুশীল ধাড়ার পরিবারকে প্রণাম করে মনোনয়ন পত্র জমা দিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় । শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ৷ এ দিন দেবকে মিথ্যেবাদী বলে কটাক্ষ করেছেন হিরণ ৷
এ দিন মিছিল করে মেদিনীপুর কালেক্টরেটে উপস্থিত হন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দীপক অধিকারী তথা দেবকে একহাত নেন তিনি ৷ হিরণ বলেন, ঘাটালের সাংসদ প্রথম দিনই রক্ত নিয়ে মনোনয়ন জমা দিলেন । তিনি মিথ্যা কথা বলেছেন ৷ তিনি প্রথমে বলেছিলেন নয় লক্ষ ভোট পাব এবং 9 লক্ষ গাছ লাগাব । তার কিছুক্ষণের মধ্যেই তিনি আট লক্ষ ভোট পাবেন এবং আট লক্ষ গাছ লাগাবেন বলে প্রতিশ্রুতি দেন । এক মিনিটের মধ্যেই সাংসদ মিথ্যে কথা বলেছেন ।" কেশপুরে রক্ত ঝরিয়ে সৌজন্যতার বার্তা দিয়ে দেব নিজেকে মহান ভাবছে বলেও কটাক্ষ করেন হিরণ ৷
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভায় এ বার বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে লড়াই ঘাটালের দু'বারের সাংসদ অভিনেতা দেবের ৷ প্রচারে দু'জনেই ঝড় তুলেছেন ৷ কেউ কারওকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ।