পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

কেশপুরের হিংসায় নিহত সুশীল ধাড়ার পরিবারকে প্রণাম করে মনোনয়ন পেশ হিরণের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Hiran files nomination: কেশপুরে নিহত সুশীল ধাড়ার পরিবারকে প্রণাম করে মনোনয়ন পেশ করলেন হিরণ চট্টোপাধ্যায় ৷ এ দিন দেবকে একহাত নিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী ৷

ETV BHARAT
হিরণের মনোনয়ন পেশ (ইটিভি ভারত নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 2:51 PM IST

Updated : May 3, 2024, 4:50 PM IST

সুশীল ধাড়ার পরিবারকে প্রণাম করে মনোনয়ন পেশ হিরণের (ইটিভি ভারত)

মেদিনীপুর, 3 মে: কেশপুরের হিংসায় নিহত সুশীল ধাড়ার পরিবারকে প্রণাম করে মনোনয়ন পত্র জমা দিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় । শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ৷ এ দিন দেবকে মিথ্যেবাদী বলে কটাক্ষ করেছেন হিরণ ৷

এ দিন মিছিল করে মেদিনীপুর কালেক্টরেটে উপস্থিত হন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দীপক অধিকারী তথা দেবকে একহাত নেন তিনি ৷ হিরণ বলেন, ঘাটালের সাংসদ প্রথম দিনই রক্ত নিয়ে মনোনয়ন জমা দিলেন । তিনি মিথ্যা কথা বলেছেন ৷ তিনি প্রথমে বলেছিলেন নয় লক্ষ ভোট পাব এবং 9 লক্ষ গাছ লাগাব । তার কিছুক্ষণের মধ্যেই তিনি আট লক্ষ ভোট পাবেন এবং আট লক্ষ গাছ লাগাবেন বলে প্রতিশ্রুতি দেন । এক মিনিটের মধ্যেই সাংসদ মিথ্যে কথা বলেছেন ।" কেশপুরে রক্ত ঝরিয়ে সৌজন্যতার বার্তা দিয়ে দেব নিজেকে মহান ভাবছে বলেও কটাক্ষ করেন হিরণ ৷

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভায় এ বার বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে লড়াই ঘাটালের দু'বারের সাংসদ অভিনেতা দেবের ৷ প্রচারে দু'জনেই ঝড় তুলেছেন ৷ কেউ কারওকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন তৃণমূল প্রার্থী দেব । আর তার ঠিক পরের দিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী হিরণ । এ দিন হিরণ খড়গপুর থেকে ট্রেনে করে মেদিনীপুরে আসেন এবং মেদিনীপুর থেকে টোটো করে তিনি টিভি টাওয়ার মাঠে পৌঁছে যান । সেখান থেকেই শোভাযাত্রা করে অগ্নিমিত্রা পাল ও শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন হিরণ ৷

মনোনয়নের এই দ্বিতীয় পর্বে বিজেপির দু'জন প্রার্থী একসঙ্গে মনোনয়ন জমা দিয়েছেন । এই কেন্দ্রে ভোট 25মে ।

আরও পড়ুন:

  1. ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত থাকত, প্রচার মঞ্চে ফের কটাক্ষ দেবের
  2. খড়গপুরে মাফিয়ারাজ শেষ করেছি, এবার কেশপুরকে ঠান্ডা করে দেব: হিরণ
  3. রাজনীতির জন্য ধর্মের পরিবর্তন করেন, হিরণের কটাক্ষে দেবের জবাব ‘জয় শ্রীরাম’
Last Updated : May 3, 2024, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details