সিএএ প্রসঙ্গে শান্তনু ঠাকুরকে 'বেআইনি' মন্ত্রী বলে উল্লেখ ফিরহাদ হাকিমের কলকাতা, 2 মার্চ: মতুয়া অধ্যুষিত কৃষ্ণনগরে জনসভায় সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগ নিয়ে একটি শব্দও ব্যয় করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেই নাগরিকত্ব প্রদান ইস্যুতেই এবার শান্তনু ঠাকুরকে 'বেআইনি' কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে উল্লেখ করলেন ফিরহাদ ৷ তাঁর এই মন্তব্য উঠে আসে সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগের বিরোধিতা সংক্রান্ত বিষয়ে মন্তব্য করার সময় ৷
ফিরহাদ হাকিম বলেন, "মতুয়াদের কেন আলাদা করে নাগরিকত্ব প্রদান করতে হবে সিএএ প্রয়োগ করে ? তাঁরা কি ভারতীয় নন ? ভারতীয় না হলে, ভোটাধিকার পাচ্ছেন কোথা থেকে ? মতুয়ারা ভারতের নাগরিক না-হলে, তাঁদের ভোটও তো বেআইনি ৷ আর তাঁদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিও বেআইনি ৷ শান্তনু ঠাকুর যদি ভারতীয় না হন তাহলে তিনি ভোটে দাঁড়ালেন কীভাবে ? সেটাও তো তাহলে বেআইনি ৷ সেদিক থেকে তাঁর ভোটে জিতে কেন্দ্রের মন্ত্রী হওয়াও বেআইনি ৷"
ফিরহাদের যুক্তি, "শান্তনু ঠাকুর যদি ভারতীয় না হন, তাহলে তাঁকে ভারতের নাগরিকত্ব নিয়ে তারপর ভোটে দাঁড়িয়ে জিতে মন্ত্রী হতে হবে ৷ তিনি ভারতীয় বলেই ভোটে দাঁড়িয়েছেন ৷ তা না হলে, ভোটে দাঁড়ান কীভাবে ?" সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগের কথা বলা আসলে নির্বাচনের আগে ললিপপ দেখানো ৷ এমনটাই মনে করছেন কলকাতা পৌরনিগমের মেয়র তথা রাজ্যের এই মন্ত্রী ৷
ফিরহাদ আরও বলেন, "মতুয়ারা যখন ভোট দিচ্ছেন, তখন তাঁরা 100 শতাংশ ভারতীয় ৷ তাঁদের আলাদা করে ভারতীয় হতে হবে না ৷ কেন এই ভেদাভেদ হবে ? আমরা একসঙ্গে এই বাংলায়, এই দেশে থাকি ৷ আমরা সকলে ভারতীয় ৷" উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রী সংশোধিত নাগরিকত্ব প্রয়োগ নিয়ে একটিও শব্দ ব্যয় না করার বিষয়ে শান্তনু ঠাকুর জানান, এই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি যা বলার বলবেন ৷ প্রধানমন্ত্রীর এ নিয়ে কিছুই বলার নেই। আরও পড়ুন:
- মুখ খুললেই বিস্ফোরণ হবে, কুণালের ‘বিদ্রোহের’ মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফিরহাদের
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সুকান্ত-শুভেন্দুর, ভোটের গাইডলাইন বেঁধে দিলেন মোদি
- আসানসোলে বিহারীবাবুর পালটা ভোজপুরি নায়ক, দেবের মুখোমুখি বিজেপির হিরণ; বাদ গেলেন বার্লা