বর্ধমান, 21 এপ্রিল: তৃণমূল কংগ্রেসের তো গরম হাওয়া। ঠান্ডা মিষ্টি হাওয়া পেতে গেলে বিজেপিকে দরকার। রবিবার বর্ধমান টাউন হলে চা-চক্রে যোগ দিতে গিয়ে সাধারণ মানুষের হাতে হাতপাখা তুলে দিয়ে এই মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ এদিন হাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসকে টিপ্পনী কাটতে ছাড়েননি। তার মতে বিজেপির পদ্মফুলের হাওয়া খুব মিষ্টি সেই হাওয়াই আজ মানুষকে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি জোগাচ্ছে। তৃণমূল কংগ্রেসের হাওয়া মানেই গরম হাওয়া। সেই হাওয়া কেউ খেতে চায় না। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এদিন একহাত নেন বিজেপি'র প্রাক্তন রাজ্য সভাপতি।
এদিন দিলীপ ঘোষ বলেন, "চা চক্রে চায়ের কাপে থাকে পদ্মফুল। এখন খুব গরম পড়েছে। এতো গরম সহ্য করা যাচ্ছে না। গ্রামের রাস্তায় দেখি মায়েরা আঁচল দিয়ে হাওয়া করার চেষ্টা করছে। সবাই বসে হাতপাখা দিয়ে হাওয়া খাচ্ছে। তাই আমার মনে হয়েছে সাধারণ মানুষের হাতে যদি হাতপাখা তুলে দিই খুব কাজে লাগবে। দোকানদার থেকে পথচলতি মানুষের উপকারে লাগবে হাতপাখা। পদ্মফুলের মিষ্টি হাওয়া। তৃণমূলের গরম হাওয়া কিন্তু নয়। তৃণমূল কংগ্রেসে তো লুঠ হয়। বিজেপির মিষ্টি হাওয়া। তৃণমূলের তো গরম হাওয়া। বিজেপির মিষ্টি ঠান্ডা হাওয়া খেয়েই দেখুন না।"