পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

হিন্দুদের বিশ্বাস-আস্থাকে অপমান করছে কংগ্রেস ও 'ইন্ডিয়া' জোট, অভিযোগ মোদির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Narendra Modi Criticises INDIA Bloc: কংগ্রেস ও 'ইন্ডিয়া' জোটের বিরুদ্ধে রাম, অযোধ্যা ও রামনবমীর ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মধ্যপ্রদেশের দামোহতে নির্বাচনী প্রচারে বিরোধী জোটকে এভাবেই নিশানা করলেন তিনি ৷

Narendra Modi Criticises INDIA Bloc
হিন্দুদের বিশ্বাস-আস্থাকে অপমান করছে কংগ্রেস ও 'ইন্ডিয়া' জোট, অভিযোগ মোদির

By ANI

Published : Apr 19, 2024, 5:19 PM IST

দামোহ (মধ্যপ্রদেশ), 19 এপ্রিল: হিন্দু বিশ্বাস এবং আস্থাকে অপমান করতে ব্যস্ত কংগ্রেস এবং 'ইন্ডিয়া' জোট ৷ এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, বিরোধী জোটের দলগুলি রামের পুজোকে 'ভণ্ডামি' বলে উল্লেখ করেছে ৷ আজ প্রথমদফার নির্বাচনের মাঝে মধ্যপ্রদেশের দামোহতে নির্বাচনী প্রচারে যান মোদি ৷ সেখানেই 'ইন্ডিয়া' জোটকে হিন্দুত্ব ও রাম বিরোধী বলে কটাক্ষ করেন তিনি ৷

মোদি তাঁর ভাষণে বলেন, "কংগ্রেস এবং 'ইন্ডিয়া' জোট আমাদের বিশ্বাসকে অপমান করে চলেছে ৷ ওই লোকগুলি বলছে, আমাদের সনাতন ধর্ম ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো ৷ ওরা অযোধ্যায় তৈরি হওয়া রামমন্দিরের বিরোধী ৷ এই লোকগুলি ভগবান শ্রীরামের পুজোকে 'ভণ্ডামি' বলে ৷ এরাই সেই সমস্ত লোকজন যাঁরা, অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় আসেননি ৷ আর এটা শুধুমাত্র ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য ৷"

তবে, বর্তমান বিজেপি সরকার কারও সামনে মাথা নোয়াবে না বলে জানিয়ে দেন মোদি ৷ তাঁর কথায়, বিজেপির সরকারের কাছে সবার আগে দেশ ৷ মোদি বলেন, "আজ দেশে সেই বিজেপি সরকার রয়েছে, যে না কারও চাপে দমিত হয়, না কারও কাছে মাথানত করে ৷ আমাদের নীতি হল- 'দেশ সবার আগে' ৷" এ প্রসঙ্গে দেশের অর্থনীতির কথা তুলে ধরেন মোদি ৷ তিনি বলেন, "যখনই আমরা কোনও সিদ্ধান্ত নিই, তখন আমাদের কাছে অগ্রাধিকার পায় ভারতের সস্তায় তেল পাওয়ার বিষয়টি ৷ বর্তমানে অনেক দেশের আর্থিক অবস্থা খুবই খারাপ ৷ অনেক দেশ দেউলিয়া হয়ে গিয়েছে ৷"

চলতি লোকসভা নির্বাচনে শক্তিশালী সরকার গঠন ও তার গুরুত্ব প্রসঙ্গে বলতে গিয়ে, মোদি মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিবেশের প্রসঙ্গ তুলে ধরেন ৷ তিনি বলেন, "এটা সেই নির্বাচন যা ভারতকে বিশ্বের দরবারে বড় শক্তি হিসেবে তুলে ধরবে ৷ যখন বিশ্বে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, তখন ভারতে যুদ্ধের পরিস্থিতি অনুযায়ী কাজ করা সরকার খুব প্রয়োজন ৷ সেই পরিস্থিতিতে ভারতের প্রয়োজন একটা সংখ্যাগরিষ্ঠ সরকার ৷ আর পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একমাত্র বিজেপি সরকার সেটা করতে পারবে ৷"

আরও পড়ুন:

  1. বিজয় মুহূর্তের সূচনা, মনোনয়ন জমা দিয়ে বললেন অমিত শাহ
  2. ঘৃণাকে হারিয়ে চারিদিকে ভালোবাসার দোকান খুলুন, ভোটারদের বার্তা রাহুলের
  3. শুরু লোকসভা ভোট, দেশবাসীকে রেকর্ড ভোটদানের আহ্বান প্রধানমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details