খড়গপুর, 2 মার্চ:রাজ্যের পরিস্থিতি দেখে চাপের মুখেই মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা ৷ রাজভবনে মোদি-মমতার বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ ঘোষ ৷ শুক্রবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওইদিন আরামবাগের সভা থেকে তৃণমূল ও রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে বিদ্ধ করেন তিনি ৷ তবে পরে রাজভবনে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন প্রধানমন্ত্রী ৷ সাক্ষাৎ শেষে বেরিয়ে মমতা দু'জনের শুধু গল্প হয়েছে বলে জানান ৷ কিন্তু তা মানতে নারাজ বিরোধী শিবির ৷ লোকসভা নির্বাচনের আগে মোদির সঙ্গে সাক্ষাৎ নিয়ে তাই মমতার বিরুদ্ধে তোপ দাগলন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷
তিনি বলেন, "এর আগেও প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন ৷ সেসময় কলাইকুণ্ডায় যাননি মুখ্যমন্ত্রী । নিজের সেক্রেটারিকেও যেতে দেননি । কিন্তু যখন ভোট সামনে আসছে তখন তিনি প্রধানমন্ত্রীকে বলতে গিয়েছেন, দেখবেন বেশি চাপাচাপি করবেন না । ইডিকে একটু সামলান, যা হওয়ার তা হয়ে গিয়েছে । এতদিন প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করতে তিনি যাননি ৷ কিন্তু এখন তিনি দৌড়ে বেড়াচ্ছেন, কী এমন দায় পড়েছে ! যেমন কথায় আছে না বিড়াল ঠেলায় না পড়লে গাছে ওঠে না । ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় ঠেলায় পড়েছেন, তাই গাছে উঠছেন । নির্বাচন যত এগিয়ে আসবে তত টাইট হবেন, অবস্থা আরও খারাপ হবে । অনেক সন্দেশখালি হবে এবং ওঁনাকে বাঁচার জন্য প্রধানমন্ত্রীর হাতে-পায়ে ধরতেই হবে ।"