পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

আসানসোলে বিহারীবাবুর পালটা ভোজপুরি নায়ক, দেবের মুখোমুখি বিজেপির হিরণ; বাদ বার্লা - lok sabha election 2024

BJP 1st phase Candidate list: আলিপুরদুয়ার কেন্দ্র থেকে জন বার্লার পরিবর্তে বিধানসভায় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার প্রতি ভরসা রাখল দল ৷ কাঁথি আসন থেকে প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে ৷ পাশাপাশি আসানসোল কেন্দ্রেও নতুন মুখ আনা হল ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 7:18 PM IST

Updated : Mar 2, 2024, 8:00 PM IST

নয়াদিল্লি, 2 মার্চ: বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় বাংলার জন্য রইল কয়েকটি চমক ৷ বাদ গেলেন এক কেন্দ্রীয় মন্ত্রীও ৷ আলিপুরদুয়ার কেন্দ্র থেকে নাম কাটা গেল কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার ৷ পরিবর্তে সেই কেন্দ্রে বিধানসভায় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গার প্রতি ভরসা রাখল দল ৷ অন্যদিকে, নতুন মুখও এবার এসেছে বিজেপির তালিকায় ৷ উল্লেখযোগ্যভাবে, কাঁথি আসন থেকে প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী ৷ পাশাপাশি আসানসোল কেন্দ্রেও নতুন মুখ আনল বিজেপি ৷ সেখানে তৃণমূলের বিহারীবাবু শত্রুঘ্ন সিনহার পরিবর্তে টিকিট দেওয়া হয়েছে ভোজপুরী নায়ক পবন সিংকে ৷ এছাড়া ঘাটাল থেকে প্রার্থী করা হয়েছে নায়ক হিরণকে। প্রথম দফায় যে 20 জনের নাম প্রকাশ করেছে বিজেপি তাতে অবশ্য এর থেকে বেশি চমক নেই ৷

শনিবার লোকসভা ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি ৷ গোটা দেশের 195টি আসনের প্রার্থী তালিকা এদিন প্রকাশ করেছে বিজেপি ৷ যার মধ্যে পশ্চিমবঙ্গের 42টির মধ্যে 20টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করল গেরুয়া শিবির ৷ যার মধ্যে বেশ কিছু চমক থাকলেও, অধিকাংশ আসনেই একই প্রার্থীর ছবি দেখা গিয়েছে ৷ এদিন পদ্ম শিবিরের তরফে জানানো হয়, বিজেপিকে 370 এবং এনডিএ 400 আসনের সংকল্প নিয়ে দেশবাসীর সামনে যেতে হবে এটাই প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা ৷ এদিন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বলেন, "আমাদের বিশ্বাস নরেন্দ্র মোদির নেতৃত্বে ফের কেন্দ্রে সরকার গঠন সম্ভব হবে ৷ 29 ফেব্রুয়ারি কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর আমরা 16 রাজ্য এবং দুই কেন্দ্র শাসিত রাজ্যের 195টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করছে ৷"

এদিন বিজেপির প্রার্থী তালিকায়, মোট 34 কেন্দ্রীয় মন্ত্রী, দুই জন পূর্ব মুখ্যমন্ত্রী, 28 জন মহিলা, 47 জন যুব প্রার্থী, এসসি 27, এসটি 18, ওবিসি 57 জনের নাম প্রথম তালিকায় নাম থাকছে ৷ অন্যদিকে, বাংলার প্রার্থী তালিকাতেও রয়েছে একাধিক চমক ৷ বালুরঘাট থেকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেই প্রার্থী করেছে দল ৷ তেমনই হুগলি থেকে লকেটকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির ৷ এক ঝলকে দেখে নেওয়া যাক বাংলার 20 আসনের প্রার্থী তালিকায় কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন-

কোচবিহার- নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ার- মনোজ টিগ্গা, বালুরঘাট- সুকান্ত মজুমদার, মালদা উত্তর- খগেন মুর্মু, মালদা দক্ষিণ- শ্রীরূরপা মিত্র চৌধুরী, মুর্শিদাবাদ- গৌরিশঙ্কর ঘোষ, বোলপুর- প্রিয়া সাহা, বহরমপুর- নির্মল কুমার সাহা, রানাঘাট- জগন্নাথ সরকার, বনগাঁ- শান্তনু ঠাকুর, যাদবপুর- অনির্বান গঙ্গোপাধ্য়ায়, হাওড়া- রথীন চক্রবর্তী, হুগলি- লকেট চট্টোপাধ্যায়, কাঁথি- সৌমেন্দু অধিকারী, পুরুলিয়া- জ্যোতির্ময় সিং মাহাতো, বিষ্ণুপুর- সৌমিত্র খাঁ, আসানসোল- পবন সিং, বাঁকুড়া- সুভাষ সরকার, ঘাটাল- হিন্ময় চট্টোপাধ্যায় (হিরণ), জয়নগর- অশোক কাণ্ডারী ৷

আরও পড়ুন

19-র ছায়ায় 24! বারাণসীতেই মোদি-গান্ধিনগরে শাহ, লখনউ থেকে রাজনাথ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সুকান্ত-শুভেন্দুর, ভোটের গাইডলাইন বেঁধে দিলেন মোদি

Last Updated : Mar 2, 2024, 8:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details