বনগাঁ, 6 মার্চ: প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর শান্তনু ঠাকুরের নামে পোস্টার পড়ল বনগাঁয় । শান্তনুকে 'তোলাবাজ' বলে কটাক্ষ করে তাঁকে একটি ভোটও না দেওয়ার আর্জি জানানো হয়েছে পোস্টারে । কোথাও আবার প্রশ্ন তোলা হয়েছে যে, পাঁচ বছরে ঠিক কী করেছেন তিনি । বুধবার সকালে উত্তর 24 পরগনার বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় পোস্টারগুলি দেখতে পান স্থানীয়রা । বারাসতে প্রধানমন্ত্রীর সভার আগে এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
পোস্টারে লেখা 'তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোটও নয় । কল্যাণী এইমসের তোলাবাজ শান্তনু ঠাকুর নিপাত যাক । শান্তনু ঠাকুর তুমি 5 বছরে করেছো কী ? চাকরি বিক্রি ও তোলাবাজি ছাড়া আবার কী ?' আর পোস্টারের নীচে লেখা, 'প্রচারে-বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটি ।'
এই পোস্টার দেওয়ার পিছনে তৃণমূলের হাত দেখছে বিজেপি । বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হওয়ার পরে তৃণমূল থরথর করে কাঁপছে । তৃণমূল কংগ্রেস ফেক অ্যাকাউন্ট করে পোস্ট করছে এবং তৃণমূল লোকদের দিয়ে এই পোস্টার দিয়েছে ।" তবে এই পোস্টারে কোনও লাভ হবে না বলে দাবি করেছেন জেলা সভাপতি । দেবদাস আরও বলেন, "এই জেলার মানুষ তৈরি হয়ে আছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য ।"