দুর্গাপুর, 5 মে: রবিবার রাতে দুর্গাপুরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । নরেন্দ্র মোদি সরকারের সেকেন্ড-ম্যান-ইন-কম্যান্ডের সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ অন্ডাল বিমানবন্দরে বিশেষ বিমানে নামার পর অমিত শাহ সড়কপথে সোজা দুর্গাপুর সিটি সেন্টারে বেসরকারি তিনতারা হোটেলে যাবেন । উল্লেখ্য, তার ঠিক 100 মিটার দূরেই অন্য একটি বেসরকারি তিনতারা হোটেলে আজ বেশ কয়েকদিন ধরেই আছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখান থেকে মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারকাজে অংশ নিচ্ছেন ।
আগামী 13 মে চতুর্থ দফার লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলা-সহ রাজ্যের আরও বহু গুরুত্বপূর্ণ জেলায় ভোটগ্রহণ । যত দিন এগিয়ে আসছে পশ্চিম বর্ধমান জেলায় প্রচারের ঝাঁঝ ততই বাড়ছে । দুর্গাপুরে আনাগোনা বাড়ছে হেভিওয়েট প্রচারকদের ৷ মুখ্যমন্ত্রীর পাশেই প্রচারকাজে আসছেন অমিত শাহ । নির্ধারিত সময় অনুযায়ী, 10টা বেজে 45 মিনিটে ওই হোটেলে ঢোকার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে, রাত বারোটা থেকে অমিত শাহ বিশেষ বৈঠক করবেন বিজেপির রাঢ়বঙ্গের ছয়টি সংগঠনিক জেলার কার্যকর্তাদের সঙ্গে । বীরভূমের বোলপুর, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ও বাঁকুড়া সদর এবং পূর্ব বর্ধমান সদর, পূর্ব বর্ধমান ও আসানসোলে গেরুয়া শিবিরের সাংগঠনিক জেলার কার্যকর্তাদের সঙ্গে বেসরকারি হোটেলে আজ বৈঠক হওয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷
রবিবাসরীয় সকাল থেকেই দুর্গাপুরের সিটি সেন্টারের শহীদ ক্ষুদিরাম সরণি একেবারে ব্যস্ততম রাস্তা হয়ে দাঁড়িয়েছে । কারণ এই রাস্তার পাশেই মাত্র 100 মিটার ব্যবধানে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কড়া নিরাপত্তা বেষ্টনী এই রাস্তায় ।