পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

মুখ্যমন্ত্রীর প্রচারের মাঝেই শিল্পাঞ্চলে শাহি সফর, রাতে আসছেন দুর্গাপুর - Lok Sabha Election 2024

Shah to visit Durgapur: মুখ্যমন্ত্রী দুর্গাপুরে একটি হোটেলে থেকে চারপাশে প্রচার সারছেন ৷ এরই মধ্যে আজ রাতে শিল্পশহরে আসছেন অমিত শাহ ৷ সবমিলিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে শিল্পাঞ্চলে ৷

ETV BHARAT
আজ শিল্পাঞ্চলে শাহি সফর (ছবি: নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 1:35 PM IST

দুর্গাপুর, 5 মে: রবিবার রাতে দুর্গাপুরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । নরেন্দ্র মোদি সরকারের সেকেন্ড-ম্যান-ইন-কম্যান্ডের সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ অন্ডাল বিমানবন্দরে বিশেষ বিমানে নামার পর অমিত শাহ সড়কপথে সোজা দুর্গাপুর সিটি সেন্টারে বেসরকারি তিনতারা হোটেলে যাবেন । উল্লেখ্য, তার ঠিক 100 মিটার দূরেই অন্য একটি বেসরকারি তিনতারা হোটেলে আজ বেশ কয়েকদিন ধরেই আছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখান থেকে মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারকাজে অংশ নিচ্ছেন ।

আগামী 13 মে চতুর্থ দফার লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলা-সহ রাজ্যের আরও বহু গুরুত্বপূর্ণ জেলায় ভোটগ্রহণ । যত দিন এগিয়ে আসছে পশ্চিম বর্ধমান জেলায় প্রচারের ঝাঁঝ ততই বাড়ছে । দুর্গাপুরে আনাগোনা বাড়ছে হেভিওয়েট প্রচারকদের ৷ মুখ্যমন্ত্রীর পাশেই প্রচারকাজে আসছেন অমিত শাহ । নির্ধারিত সময় অনুযায়ী, 10টা বেজে 45 মিনিটে ওই হোটেলে ঢোকার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে, রাত বারোটা থেকে অমিত শাহ বিশেষ বৈঠক করবেন বিজেপির রাঢ়বঙ্গের ছয়টি সংগঠনিক জেলার কার্যকর্তাদের সঙ্গে । বীরভূমের বোলপুর, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ও বাঁকুড়া সদর এবং পূর্ব বর্ধমান সদর, পূর্ব বর্ধমান ও আসানসোলে গেরুয়া শিবিরের সাংগঠনিক জেলার কার্যকর্তাদের সঙ্গে বেসরকারি হোটেলে আজ বৈঠক হওয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷

রবিবাসরীয় সকাল থেকেই দুর্গাপুরের সিটি সেন্টারের শহীদ ক্ষুদিরাম সরণি একেবারে ব্যস্ততম রাস্তা হয়ে দাঁড়িয়েছে । কারণ এই রাস্তার পাশেই মাত্র 100 মিটার ব্যবধানে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কড়া নিরাপত্তা বেষ্টনী এই রাস্তায় ।

উল্লেখ্য, 2021 সালে অমিত শাহ পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির হয়ে প্রচারে এলেও শিল্প শহর দুর্গাপুরে এই প্রথমবার আসছেন অমিত শাহ । সোমবার সকালে তিনি প্রথমেই যাবেন দুর্গাপুরের বেনাচিতিতে ভিড়ঙ্গি শ্মশান কালী মন্দিরে পুজো দিতে । সেখান থেকে সড়কপথে তিনি সোজা চলে যাবেন দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোন তিলক রোড ময়দানে । সে দিন সকাল 10টায় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে জনসভা করবেন অমিত শাহ । এরপর দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে থাকা হেলিকপ্টারে চড়ে তিনি রওনা দেবেন কৃষ্ণনগরের উদ্দেশে । কৃষ্ণনগর থেকে দমদম হয়ে রওনা দেবেন দিল্লির উদ্দেশে ।

দুর্গাপুর শিল্পাঞ্চলে বহু রাষ্ট্রায়াত্ত্ব সংস্থা বন্ধ হয়ে গিয়েছে । বর্তমানে যে রাষ্ট্রায়াত্ত্ব সংস্থাগুলি চালু আছে, সেগুলিতেও আধুনিকীকরণের জোরালো দাবি উঠেছে । অমিত শাহ শিল্পনগরী দুর্গাপুরে কী বার্তা দিয়ে যান, তা জানার জন্য উৎসুক দুর্গাপুরের শ্রমিক মহল ।

আরও পড়ুন:

  1. শ্রমিকরাই সমাজের সম্পদ, মে দিবসের শুভেচ্ছা মমতা-শাহের
  2. 'অনুপ্রবেশকারীরাই মমতাদি'র ভোটব্যাংক', বর্ধমানে পিসি-ভাইপোর রাজত্ব শেষ করার ডাক শাহের
  3. বাংলাকে 10 লক্ষ কোটি টাকা দিয়েছে কেন্দ্র, সব আত্মসাৎ করেছে তৃণমূলের গুন্ডারা: শাহ

ABOUT THE AUTHOR

...view details