দেবের গুন্ডারা আমাকে খুন করতে এসেছিল, কেশপুরে হামলার মুখে পড়ে অভিযোগ হিরণের (ইটিভি ভারত) কেশপুর, 16 মে: ভোট যত এগিয়ে আসছে, তত গরম হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা এলাকা । বিজেপির মণ্ডল সভাপতি আক্রান্ত হওয়ার ঘটনার 24 ঘণ্টার মধ্যেই ঘাটালের বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ উঠেছে । তিনি সরাসরি দেবের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ৷ তাঁর দাবি, দেবের গুন্ডারাই তাঁকে খুন করতে এসেছিল ৷
বৃহস্পতিবার হিরণ অভিযোগ করেন, তিনি কেশপুরের জগন্নাথপুরে ঢোকার মুখে (ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 6 নম্বর অঞ্চল জগন্নাথপুর বাজার) তৃণমূল কর্মী-সমর্থকরা বাঁশ-লাঠি নিয়ে তাঁর উপর হামলা করেছে এবং এই ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ।
কেশপুরে উত্তেজনা৷ (ইটিভি ভারত) এ দিন বিজেপির আক্রান্ত মণ্ডল সভাপতিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেখা করার পর হিরণ ঘোষণা করেন তিনি কেশপুরই থাকবেন যতক্ষণ না পুলিশ দোষীদের গ্রেফতার করছে । এরপরে তিনি কেশপুরের উদ্দেশ্যে রওনা দেন । দুপুর নাগাদ হিরণ কেশপুরের ব্লকের 6 নম্বর অঞ্চল জগন্নাথপুর বাজারে প্রবেশ করলে তাঁর গাড়ির সামনে এসে তৃণমূলের কর্মী-সমর্থকরা বাঁশ-লাঠি দিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ ।
আহত বিজেপি কর্মীকে দেখতে মেদিনীপুর মেডিক্যালে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ৷ (নিজস্ব চিত্র) হিরণ বলেন, ‘‘আনন্দপুর থানার পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে । যদিও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ ৷’’ তিনি আরও অভিযোগ করেন, ‘‘তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দেব বলেছিলেন 10 থেকে 20 তারিখের মধ্যে বিজেপি কর্মী খুন হতে পারে । তাই কাল (বুধবার) মণ্ডল সভাপতির উপর আক্রমণ হয়েছে আর আজ আমার উপর ।’’
কেশপুরে উত্তেজনা৷ (নিজস্ব চিত্র) জানা গিয়েছে, জগন্নাথপুর বাজারে আক্রমণকারীদের তাড়া করে বিজেপি কর্মীরা ৷ তখনই আক্রমণকারীরা সেখান থেকে চলে যায় ৷ তবে এ দিন কোথাও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা মিলল না কেশপুরে । অন্যদিকে এই ঘটনার কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন, ‘‘বিজেপি সরকারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা । এর সঙ্গে তৃণমূলের কোনও কর্মী যুক্ত নেই । এসব বাজার গরম করার জন্য করছে বিজেপি ।’’
আরও পড়ুন:
- দেবকে অবিলম্বে গ্রেফতার করা হোক, বিজেপি কর্মী খুনের তত্ত্বে দাবি হিরণের
- কেশপুরের হিংসায় নিহত সুশীল ধাড়ার পরিবারকে প্রণাম করে মনোনয়ন পেশ হিরণের
- খড়গপুরে মাফিয়ারাজ শেষ করেছি, এবার কেশপুরকে ঠান্ডা করে দেব: হিরণ