পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

দেবের গুন্ডারা আমাকে খুন করতে এসেছিল, কেশপুরে হামলার মুখে পড়ে অভিযোগ হিরণের - Hiran Chatterjee - HIRAN CHATTERJEE

Hiran Chatterjee: ঘাটাল লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিরণ ওরফে হিরণন্ময় চট্টোপাধ্যায় ৷ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ ৷ হিরণের দাবি, এই হামলার পিছনে রয়েছে তৃণমূল ৷ যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ৷

Hiran Chatterjee
দেব-হিরণ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 6:22 PM IST

দেবের গুন্ডারা আমাকে খুন করতে এসেছিল, কেশপুরে হামলার মুখে পড়ে অভিযোগ হিরণের (ইটিভি ভারত)

কেশপুর, 16 মে: ভোট যত এগিয়ে আসছে, তত গরম হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা এলাকা । বিজেপির মণ্ডল সভাপতি আক্রান্ত হওয়ার ঘটনার 24 ঘণ্টার মধ্যেই ঘাটালের বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ উঠেছে । তিনি সরাসরি দেবের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ৷ তাঁর দাবি, দেবের গুন্ডারাই তাঁকে খুন করতে এসেছিল ৷

বৃহস্পতিবার হিরণ অভিযোগ করেন, তিনি কেশপুরের জগন্নাথপুরে ঢোকার মুখে (ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 6 নম্বর অঞ্চল জগন্নাথপুর বাজার) তৃণমূল কর্মী-সমর্থকরা বাঁশ-লাঠি নিয়ে তাঁর উপর হামলা করেছে এবং এই ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ।

কেশপুরে উত্তেজনা৷ (ইটিভি ভারত)

এ দিন বিজেপির আক্রান্ত মণ্ডল সভাপতিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেখা করার পর হিরণ ঘোষণা করেন তিনি কেশপুরই থাকবেন যতক্ষণ না পুলিশ দোষীদের গ্রেফতার করছে । এরপরে তিনি কেশপুরের উদ্দেশ্যে রওনা দেন । দুপুর নাগাদ হিরণ কেশপুরের ব্লকের 6 নম্বর অঞ্চল জগন্নাথপুর বাজারে প্রবেশ করলে তাঁর গাড়ির সামনে এসে তৃণমূলের কর্মী-সমর্থকরা বাঁশ-লাঠি দিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ ।

আহত বিজেপি কর্মীকে দেখতে মেদিনীপুর মেডিক্যালে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ৷ (নিজস্ব চিত্র)

হিরণ বলেন, ‘‘আনন্দপুর থানার পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে । যদিও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ ৷’’ তিনি আরও অভিযোগ করেন, ‘‘তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দেব বলেছিলেন 10 থেকে 20 তারিখের মধ্যে বিজেপি কর্মী খুন হতে পারে । তাই কাল (বুধবার) মণ্ডল সভাপতির উপর আক্রমণ হয়েছে আর আজ আমার উপর ।’’

কেশপুরে উত্তেজনা৷ (নিজস্ব চিত্র)

জানা গিয়েছে, জগন্নাথপুর বাজারে আক্রমণকারীদের তাড়া করে বিজেপি কর্মীরা ৷ তখনই আক্রমণকারীরা সেখান থেকে চলে যায় ৷ তবে এ দিন কোথাও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা মিলল না কেশপুরে । অন্যদিকে এই ঘটনার কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন, ‘‘বিজেপি সরকারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা । এর সঙ্গে তৃণমূলের কোনও কর্মী যুক্ত নেই । এসব বাজার গরম করার জন্য করছে বিজেপি ।’’

আরও পড়ুন:

  1. দেবকে অবিলম্বে গ্রেফতার করা হোক, বিজেপি কর্মী খুনের তত্ত্বে দাবি হিরণের
  2. কেশপুরের হিংসায় নিহত সুশীল ধাড়ার পরিবারকে প্রণাম করে মনোনয়ন পেশ হিরণের
  3. খড়গপুরে মাফিয়ারাজ শেষ করেছি, এবার কেশপুরকে ঠান্ডা করে দেব: হিরণ

ABOUT THE AUTHOR

...view details