রায়গঞ্জ, 7 এপ্রিল: তিনি চারবারের বিধায়ক ৷ সুবক্তা হিসাবে পরিচিত ৷ এলাকার মানুষের দাবি, বিধানসভাতেও একাধিকবার প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তাঁকে ৷ একসময় চাকুলিয়া, গোয়ালপোখরের বাম রাজনীতি তাঁকে ঘিরেই আবর্তিত হত ৷ কিন্তু দিন বদলের গানে রাজনৈতিক অবস্থানও বদলে গিয়েছে আলি ইমরান রমজের ৷ মানুষ তাঁকে ভিক্টর নামেই চেনেন ৷ নেতাজির আদর্শকে সরিয়ে রেখে তিনি আঁকড়ে নিয়েছেন গান্ধিকে ৷ ফরওয়ার্ড ব্লক ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসে ৷ এ বার তাঁকেই রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করেছে এআইসিসি ৷ এহেন ভিক্টর জানিয়েছেন, 2021-22 এবং 2022-23 অর্থবর্ষে তাঁর এবং তাঁর স্ত্রীর আয় শূন্য ৷ যদিও তাঁর নিজস্ব একটি দশলাখি গাড়ি রয়েছে ৷ হলফনামায় তাঁর এমন বিষয়-আশয় দেখে হতবাক সবাই ৷
- ফব থেকে তৃণমূলে
কাকা হাফিজ আলি সাইরানি ছিলেন গোয়ালপোখর কেন্দ্রের তিনবারের বিধায়ক ৷ সেই আসনেই 2009 সালের উপনির্বাচনে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন ভিক্টর ৷ 2011 সাল থেকে তিনি চাকুলিয়া কেন্দ্রের তিনবারের বিধায়ক ৷ দলের অভ্যন্তরীণ ঝামেলায় 2022 সালের 17 অক্টোবর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর হাত থেকে তিনি তুলে নেন কংগ্রেসের ঝান্ডা ৷
- শূন্য আয়েও 10লাখি গাড়ি
বামেদের সমর্থনে এ বার রায়গঞ্জ কেন্দ্রে হাত প্রতীকে লড়ছেন ভিক্টর ৷ ইতিমধ্যে নিজের মনোনয়ন পেশ করেছেন ৷ হলফনামায় তিনি জানিয়েছেন, 2021-22 ও 2022-23 আর্থিক বছরে তাঁর এবং তাঁর স্ত্রী প্রিয়াঞ্জলি নিয়োগীর আয়ের পরিমাণ শূন্য ৷ তবে তাঁর নিজস্ব একটি চার চাকার গাড়ি রয়েছে ৷ যার দাম 10 লাখ টাকা ৷ চাকুলিয়ায় তাঁর নিজস্ব বাড়ি রয়েছে ৷ কলকাতায় তাঁর স্ত্রীর নামে একটি বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে ৷ যার দাম দু'কোটি টাকারও বেশি ৷
- ফৌজদারি মামলায় অভিযুক্ত