ETV Bharat / state

সরকারি হাসপাতাল থেকে আবর্জনা সরানোর খরচ 3 কোটি! - BIOMEDICAL WASTE

আলিপুরদুয়ার হাসপাতালে 20 বছর ধরে পড়ে বায়ো মেডিক্যাল ওয়েস্ট ৷ তা সরানোর প্রক্রিয়া শুরু করল পুরসভা ও হাসপাতাল কর্তৃপক্ষ ৷ শীঘ্রই হবে টেন্ডার ৷

BIOMEDICAL WASTE
সরকারি হাসপাতাল থেকে আবর্জনা সরানোর খরচ 3 কোটি! (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2025, 3:43 PM IST

আলিপুরদুয়ার, 31 জানুয়ারি: বায়ো মেডিক্যাল ওয়েস্ট সরানো হবে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে ৷ তার জন্য খরচ হতে পারে প্রায় তিন কোটি টাকা ৷ এমনটাই অনুমান হাসপাতাল কর্তৃপক্ষের ৷

শুক্রবার এই বর্জ্য সরানো নিয়ে হাসপাতালে যায় আলিপুরদুয়ার পুর-প্রশাসন ৷ তারা বিষয়টি খতিয়ে দেখে ৷ দ্রুত কাজ শুরু হবে বলে পুর-প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

সরকারি হাসপাতাল থেকে আবর্জনা সরানোর খরচ 3 কোটি! (ইটিভি ভারত)

সম্প্রতি আলিপুরদুয়ার জেলায় প্রশাসনিক সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময় মুখ্যমন্ত্রীর নির্দেশে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷ তখনই হাসপাতালের জরুরি বিভাগের পিছনের দিকে প্রায় 20 বছর ধরে জমে থাকা এই আবর্জনা সরানো নিয়ে সিদ্ধান্ত হয় ৷

এদিন এমনটাই জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার ড. পরিতোষ মণ্ডল ৷ তিনি বলেন, ‘‘মুখ্যসচিব ঘুরে যাওয়ার পর ঠিক হয়েছে পুরো বর্জ্যই বায়োমেডিক্যাল ওয়েস্ট হিসেবে বিবেচিত হবে ৷ সেগুলি এখান থেকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হবে ৷’’

তিনি আরও জানান, গত এক সপ্তাহ ধরে আলিপুরদুয়ার পুরসভা হাসপাতালের সাধারণ বর্জ্য নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে ৷ ফলে এখন যেখানে আবর্জনার স্তূপ হয়ে আছে, সেখানে আর বর্জ্য ফেলা হবে না ৷ এখন বায়োমেডিক্যাল ওয়েস্ট আলাদা একটি ঘরে রাখা হচ্ছে ৷ সেটা নিয়ে যাচ্ছে একটি সংস্থা ৷ সেই কারণে আবর্জনা ফেলার পুরনো জায়গা পরিষ্কার করে এখানে একটি পার্ক বা বসার জায়গা তৈরির পরিকল্পনা করা হচ্ছে ৷

Biomedical Waste
আলিপুরদুয়ার হাসপাতাল চত্বরে পড়ে থাকা বায়ো মেডিক্যাল ওয়েস্ট (নিজস্ব ছবি)

ড. পরিতোষ মণ্ডল আরও জানিয়েছেন যে এদিন পুরসভার পক্ষ থেকে হাসপাতালে প্রতিনিধিরা আসেন ৷ তাঁদের কাজ আবর্জনার পরিমাণ বা এটাকে সরাতে কী কী করণীয়, তা খতিয়ে দেখা ৷ ওঁরা যে ধারণা দেবেন এই বিষয়ে তার ভিত্তিতে টেন্ডার হবে ৷ তার পর কোনও সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে আবর্জনা সরানোর জন্য ৷ এতে প্রায় তিন কোটি টাকা খরচ হতে পারে ৷

তিনি আরও জানান, এই খরচ সরকারি তরফ থেকে করা হবে ৷ স্বাস্থ্য দফতর দিতে পারে ৷ আবার স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা সুডাও খরচ করতে পারে ৷

এদিন হাসপাতাল চত্বরে জমে থাকা ওই আবর্জনা পরিদর্শন করেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর ৷ তাঁর সঙ্গে ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান-সহ অন্যরা৷ প্রসেনজিৎ কর বলেন, ‘‘আমরা সুডার গাইডলাইন মেনে আমরা পরিদর্শন করি ৷ মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার সভায় এসে এই আবর্জনা সরানোর নির্দেশ দিয়েছেন ৷ বায়ো মেডিক্যাল ওয়েস্ট বলে সরানো যায় না ৷ 2021 সালে 100 গাড়ি আবর্জনা সরানো হয় ৷’’

Biomedical Waste
আলিপুরদুয়ার হাসপাতাল চত্বরে পড়ে থাকা বায়ো মেডিক্যাল ওয়েস্ট (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, ‘‘পুরোটা খতিয়ে দেখে সুডাকে রিপোর্ট পাঠাব ৷ তারা এখান থেকে এই বায়ো মেডিক্যাল ওয়েস্ট নিয়ে চলে যাবে ৷’’

আলিপুরদুয়ার, 31 জানুয়ারি: বায়ো মেডিক্যাল ওয়েস্ট সরানো হবে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে ৷ তার জন্য খরচ হতে পারে প্রায় তিন কোটি টাকা ৷ এমনটাই অনুমান হাসপাতাল কর্তৃপক্ষের ৷

শুক্রবার এই বর্জ্য সরানো নিয়ে হাসপাতালে যায় আলিপুরদুয়ার পুর-প্রশাসন ৷ তারা বিষয়টি খতিয়ে দেখে ৷ দ্রুত কাজ শুরু হবে বলে পুর-প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷

সরকারি হাসপাতাল থেকে আবর্জনা সরানোর খরচ 3 কোটি! (ইটিভি ভারত)

সম্প্রতি আলিপুরদুয়ার জেলায় প্রশাসনিক সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময় মুখ্যমন্ত্রীর নির্দেশে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷ তখনই হাসপাতালের জরুরি বিভাগের পিছনের দিকে প্রায় 20 বছর ধরে জমে থাকা এই আবর্জনা সরানো নিয়ে সিদ্ধান্ত হয় ৷

এদিন এমনটাই জানিয়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার ড. পরিতোষ মণ্ডল ৷ তিনি বলেন, ‘‘মুখ্যসচিব ঘুরে যাওয়ার পর ঠিক হয়েছে পুরো বর্জ্যই বায়োমেডিক্যাল ওয়েস্ট হিসেবে বিবেচিত হবে ৷ সেগুলি এখান থেকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হবে ৷’’

তিনি আরও জানান, গত এক সপ্তাহ ধরে আলিপুরদুয়ার পুরসভা হাসপাতালের সাধারণ বর্জ্য নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে ৷ ফলে এখন যেখানে আবর্জনার স্তূপ হয়ে আছে, সেখানে আর বর্জ্য ফেলা হবে না ৷ এখন বায়োমেডিক্যাল ওয়েস্ট আলাদা একটি ঘরে রাখা হচ্ছে ৷ সেটা নিয়ে যাচ্ছে একটি সংস্থা ৷ সেই কারণে আবর্জনা ফেলার পুরনো জায়গা পরিষ্কার করে এখানে একটি পার্ক বা বসার জায়গা তৈরির পরিকল্পনা করা হচ্ছে ৷

Biomedical Waste
আলিপুরদুয়ার হাসপাতাল চত্বরে পড়ে থাকা বায়ো মেডিক্যাল ওয়েস্ট (নিজস্ব ছবি)

ড. পরিতোষ মণ্ডল আরও জানিয়েছেন যে এদিন পুরসভার পক্ষ থেকে হাসপাতালে প্রতিনিধিরা আসেন ৷ তাঁদের কাজ আবর্জনার পরিমাণ বা এটাকে সরাতে কী কী করণীয়, তা খতিয়ে দেখা ৷ ওঁরা যে ধারণা দেবেন এই বিষয়ে তার ভিত্তিতে টেন্ডার হবে ৷ তার পর কোনও সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে আবর্জনা সরানোর জন্য ৷ এতে প্রায় তিন কোটি টাকা খরচ হতে পারে ৷

তিনি আরও জানান, এই খরচ সরকারি তরফ থেকে করা হবে ৷ স্বাস্থ্য দফতর দিতে পারে ৷ আবার স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি বা সুডাও খরচ করতে পারে ৷

এদিন হাসপাতাল চত্বরে জমে থাকা ওই আবর্জনা পরিদর্শন করেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর ৷ তাঁর সঙ্গে ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান-সহ অন্যরা৷ প্রসেনজিৎ কর বলেন, ‘‘আমরা সুডার গাইডলাইন মেনে আমরা পরিদর্শন করি ৷ মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার সভায় এসে এই আবর্জনা সরানোর নির্দেশ দিয়েছেন ৷ বায়ো মেডিক্যাল ওয়েস্ট বলে সরানো যায় না ৷ 2021 সালে 100 গাড়ি আবর্জনা সরানো হয় ৷’’

Biomedical Waste
আলিপুরদুয়ার হাসপাতাল চত্বরে পড়ে থাকা বায়ো মেডিক্যাল ওয়েস্ট (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, ‘‘পুরোটা খতিয়ে দেখে সুডাকে রিপোর্ট পাঠাব ৷ তারা এখান থেকে এই বায়ো মেডিক্যাল ওয়েস্ট নিয়ে চলে যাবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.