ETV Bharat / sports

শেষ চারে ইংরেজ 'বধ', ফের কুড়ি-বিশের বিশ্বকাপ ফাইনালে দেশের মেয়েরা - WOMENS U19 T20 WORLD CUP

2023 সালের পর 2025 ৷ মেয়েদের অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণের ফাইনালেও ভারত ৷

INDIA WIN
মেয়েদের অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারত (ICC TWITTER)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 31, 2025, 4:04 PM IST

কুয়ালা লামপুর, 31 জানুয়ারি: টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের মেয়েরা ৷ গতবার যাঁদের হারিয়ে সেরার তাজ মাথায় উঠেছিল, শুক্রবার সেমিফাইনালে সেই ইংল্য়ান্ডকে হারিয়েই ফাইনালে ডিফেন্ডিং চ্য়াম্পিয়নরা ৷ কুয়ালা লামপুরে এদিন নয় উইকেটে জিতল নিকি প্রসাদ অ্যান্ড কোম্পানি ৷ বল হাতে যদি ভারতের ম্যাচ জয়ের নায়িকা হন পারুনিকা সিসোদিয়া এবং বৈষ্ণবী শর্মা তাহলে ব্য়াট হতে দুরন্ত ওপেনার জি কমলিনী ৷ তাঁর ঝোড়ো 56 রান পাঁচ ওভার বাকি থাকতেই জয় এনে দিল ভারতকে ৷

টস জিতে শুক্রবার বেইউমাস ওভালে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গতবারের রানার্সরা ৷ ওপেনার ডাভিনা পেরিনের ঝোড়ো ব্যাটিংয়ে শুরুটা ভালো হয় ইংল্য়ান্ডের ৷ তবে ওপেনিং জুটিতে 37 রানের পর দ্রুত জোড়া উইকেটের পতন হয় ইংরেজদের ৷ তৃতীয় উইকেটে যোগ হয় 44 রান ৷ এরপর আর লম্বা হয়নি কোনও জুটি ৷ ওপেনার পেরিন করেন 40 বলে 45 রান ৷ মারেন 6টি চার ও দু'টি ছক্কা ৷ ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান আসে অধিনায়িকা আবিগেল নরগ্রোভের (30) ব্যাটে ৷

পারুনিকা সিসোদিয়া, আয়ুষী শুক্লা এবং বৈষ্ণবী শর্মার ত্রিফলা আক্রমণে 16 ওভারে 92 রানে আট উইকেট খুইয়ে বসে 'থ্রি-লায়ন্স' ৷ একসময় শতরান পেরনো মুশকিল মনে হলেও অবিভক্ত নবম উইকেটে 21 রান যোগ হয় ৷ 13 বলে 14 রানে অপরাজিত থাকেন আম্রুতা সুরেনকুমার ৷ টিলি কর্টেন কোলম্য়ান নট-আউট থাকেন সাত রানে ৷ 20 ওভারে স্কোরবোর্ডে 113 রান তোলে ইংরেজরা ৷

জবাবে ওপেনিং জুটিতে 60 রানই ভারতের জয়ের রাস্তা মসৃণ করে দেয় ৷ 29 বলে 35 রান করে গতম্যাচের শতরানকারী গোঙ্গাদি তৃষা আউট হলেও 56 রানে অপরাজিত থেকে যান জি কমলিনী ৷ 50 বলে তাঁর ইনিংসে ছিল আটটি চার ৷ 11 রানে অপরাজিত থাকেন সানিকা চালকে ৷ 15 ওভারে এক উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান (117) তুলে নেয় ভারত ৷ রবিবার খেতাব ধরে রাখার লক্ষ্যে মেগা ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি দেশের মেয়েরা ৷

আরও পড়ুন:

কুয়ালা লামপুর, 31 জানুয়ারি: টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের মেয়েরা ৷ গতবার যাঁদের হারিয়ে সেরার তাজ মাথায় উঠেছিল, শুক্রবার সেমিফাইনালে সেই ইংল্য়ান্ডকে হারিয়েই ফাইনালে ডিফেন্ডিং চ্য়াম্পিয়নরা ৷ কুয়ালা লামপুরে এদিন নয় উইকেটে জিতল নিকি প্রসাদ অ্যান্ড কোম্পানি ৷ বল হাতে যদি ভারতের ম্যাচ জয়ের নায়িকা হন পারুনিকা সিসোদিয়া এবং বৈষ্ণবী শর্মা তাহলে ব্য়াট হতে দুরন্ত ওপেনার জি কমলিনী ৷ তাঁর ঝোড়ো 56 রান পাঁচ ওভার বাকি থাকতেই জয় এনে দিল ভারতকে ৷

টস জিতে শুক্রবার বেইউমাস ওভালে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গতবারের রানার্সরা ৷ ওপেনার ডাভিনা পেরিনের ঝোড়ো ব্যাটিংয়ে শুরুটা ভালো হয় ইংল্য়ান্ডের ৷ তবে ওপেনিং জুটিতে 37 রানের পর দ্রুত জোড়া উইকেটের পতন হয় ইংরেজদের ৷ তৃতীয় উইকেটে যোগ হয় 44 রান ৷ এরপর আর লম্বা হয়নি কোনও জুটি ৷ ওপেনার পেরিন করেন 40 বলে 45 রান ৷ মারেন 6টি চার ও দু'টি ছক্কা ৷ ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান আসে অধিনায়িকা আবিগেল নরগ্রোভের (30) ব্যাটে ৷

পারুনিকা সিসোদিয়া, আয়ুষী শুক্লা এবং বৈষ্ণবী শর্মার ত্রিফলা আক্রমণে 16 ওভারে 92 রানে আট উইকেট খুইয়ে বসে 'থ্রি-লায়ন্স' ৷ একসময় শতরান পেরনো মুশকিল মনে হলেও অবিভক্ত নবম উইকেটে 21 রান যোগ হয় ৷ 13 বলে 14 রানে অপরাজিত থাকেন আম্রুতা সুরেনকুমার ৷ টিলি কর্টেন কোলম্য়ান নট-আউট থাকেন সাত রানে ৷ 20 ওভারে স্কোরবোর্ডে 113 রান তোলে ইংরেজরা ৷

জবাবে ওপেনিং জুটিতে 60 রানই ভারতের জয়ের রাস্তা মসৃণ করে দেয় ৷ 29 বলে 35 রান করে গতম্যাচের শতরানকারী গোঙ্গাদি তৃষা আউট হলেও 56 রানে অপরাজিত থেকে যান জি কমলিনী ৷ 50 বলে তাঁর ইনিংসে ছিল আটটি চার ৷ 11 রানে অপরাজিত থাকেন সানিকা চালকে ৷ 15 ওভারে এক উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান (117) তুলে নেয় ভারত ৷ রবিবার খেতাব ধরে রাখার লক্ষ্যে মেগা ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি দেশের মেয়েরা ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.