পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'বাংলা এখন বর্গিদের দেশ', সন্দেশখালিকাণ্ডে শাসকদলকে কটাক্ষ অধীরের - মমতাকে কটাক্ষ অধীরের

Adhir Chowdhury: সন্দেশখালিকাণ্ডে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ পাশাপাশি এই সরকারের আমলে এক যাত্রায় পৃথক ফল হচ্ছে বলেও দাবি করেছেন তিনি ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 3:51 PM IST

অধীর চৌধুরীর বক্তব্য

বহরমপুর, 13 ফেব্রুয়ারি: "বাংলা এখন বর্গিদের দেশ । তৃণমূলের রাজত্বে সন্ত্রাসের উজ্জ্বলতম নজির সন্দেশখালি ।" মঙ্গলবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । পাশাপাশি রাজ্যে তৃণমূল সরকারের আমলে এক যাত্রায় পৃথক ফল হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

তাঁর বক্তব্য, কংগ্রেসকে সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আজ সেখানে যাচ্ছে তৃণমূল। অধীর চৌধুরীর দাবি, মহিলা কমিশন তৃণমূলের দালালি করছে । তাই সত্য ঘটনাকে এড়িয়ে যাচ্ছে। সন্দেশখালিতে সন্ত্রাস হয়েছে । জমি লুঠ হয়েছে। নন্দীগ্রাম হতে চলেছে সন্দেশখালি। নন্দীগ্রামে কৃষকদের জমি বাঁচাতে মুখ্যমন্ত্রী আন্দোলন করেছেন। আজ সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর দলের লোক সন্ত্রাস চালাচ্ছে। জমি লুঠ করছে । মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে। তাঁদের পণ্য হিসাবে ব্যবহার করা হয়েছে ।

কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "কোনও প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যে কোনও রাজনৈতিক দলকে আটকে দেওয়া হচ্ছে। এর কারণ, বাংলায় অভূতপূর্ণ সন্ত্রাস। যে সন্ত্রাসের শিকার হচ্ছে সাধারণ মানুষ। ভাবতে অবাক লাগে বাংলা এখন বর্গিদের দেশে রূপান্তরিত হয়েছে। জলের দরে জমি বিক্রি করতে হচ্ছে। জমি বিক্রি করতে অস্বীকার করলে জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে । তাদের ঘরের মা-বোনদের উপর শারীরিক নির্যাতন করা হচ্ছে। সবমিলিয়ে সন্দেশখালি এখন সন্ত্রাসের নৃশংসতম প্রতিফলন।"

মহিলা কমিশনের বিবৃতি প্রসঙ্গে অধীর বলেন, "ওরা রাজ্য সরকারের দালালি করছে । রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি নিজে তো একজন মহিলা । আপনি যান ৷ মহিলাদের আর্তনাদ আপনার কানে আসছে না ? আপনি কীভাবে এত নিষ্ঠুর হতে পারলেন বাংলার মানুষ জানতে চায় ।"

আরও পড়ুন :

  1. সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগের তদন্তে 10 সদস্যের কমিটি গঠন পুলিশের
  2. 'শাহজাহান-শিবু গ্রেফতার না হলে অত‍্যাচার আরও বাড়বে', রাজ্যপালের সামনে ক্ষোভ প্রকাশ মহিলাদের
  3. অভিযুক্তরা সকলেই সম্ভবত গ্রেফতার হয়েছে, সন্দেশখালি নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details