মুম্বই, 28 মার্চ: অভিনেতা তথা প্রাক্তন সাংসদ গোবিন্দা যোগদান করলেন শিবসেনায় ৷ বৃহস্পতিবার মুম্বইতে তিনি যোগদান করেন শিবসেনায় ৷ তাঁর হাতে শিবসেনার পতাকা তুলে দেন দলের নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷
গোবিন্দা যে শিবসেনায় যোগ দিতে পারেন, এই নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল ৷ দিনকয়েক আগেই তিনি দেখা করেন একনাথ শিন্ডের সঙ্গে ৷ তার পরই গোবিন্দার শিবসেনায় যোগদান নিয়ে জল্পনা বাড়ে ৷ বৃহস্পতিবার বিকেলে সেই জল্পনাই সত্যি বলে প্রমাণিত হল ৷
তার সঙ্গে নতুন একটি জল্পনার জন্ম হল ৷ শোনা যাচ্ছে, তিনি আসন্ন লোকসভা নির্বাচনে শিবসেনার প্রতীকে ভোটে লড়বেন ৷ সম্ভবত মুম্বই উত্তর পশ্চিম কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করতে পারেন একনাথ শিন্ডে ৷ এখন দেখার এই জল্পনাও সত্যি হয় কি না !
এটা যদি সত্য়ি হয়, তাহলে অপেক্ষা করতে হবে যে গোবিন্দা আবারও লোকসভায় পৌঁছাতে পারেন কি না ! এর 2004 সালে তিনি মুম্বই উত্তর লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন ৷ সেবার তিনি হারিয়েছিলেন বিজেপির রাম নায়েককে ৷ 2009 সালে তিনি আর ভোটে লড়েননি ৷ তার পর 15 বছর তাঁর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক ছিল না ৷ 2024 সালে তিনি আবার ফিরলেন রাজনীতিতে ৷ এখন অপেক্ষা যে তিনি সংসদীয় রাজনীতিতে প্রবেশ করতে পারেন কি না !
তাঁর এবারের সফর অবশ্য কঠিনই হবে বলে অনেকে মনে করছেন ৷ কারণ, 2004 সালে তিনি নিয়মিত সিনেমা করতেন ৷ সেই সময় যুব সমাজের মধ্যে তাঁর প্রতি উন্মাদনাও ছিল ৷ সেই উন্মাদনাকে কাজে লাগিয়েই কংগ্রেস সেবার মুম্বই উত্তর কেন্দ্রের ভোট বৈতরণী পার করেছিল ৷ এবার গোবিন্দা যদি প্রার্থী হন, তাহলে তাঁকে জিততে হলে নিজের জনপ্রিয়তার পাশাপাশি শিবসেনার ভোটব্যাংকেরও প্রয়োজন পড়বে বলেই অনেকের মত ৷
এদিকে গোবিন্দার যোগদানের পর শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, ‘‘গোবিন্দা আজ আমার সঙ্গে দেখা করে আমাকে জানিয়েছেন যে মুম্বই বদলে যাচ্ছে । ইতিবাচক পরিবর্তন ঘটছে । এই সমস্ত কাজ গোবিন্দাকে প্রভাবিত করেছে । রাজ্যেও উন্নয়নের কাজ চলছে পুরোদমে । তাই তিনি আজ আমাদের সঙ্গে এসেছেন ।’’ একনাথের আরও দাবি, শিবসেনাকে মানুষের কাছে আরও বেশি করে তুলে ধরার কাজ করবেন গোবিন্দা ৷ তিনি ভোটে লড়তে চান না ৷ শুধু বলিউডে কাজ করতে চান ৷
আরও পড়ুন:
- শুধু মিলিন্দ নন, সাম্প্রতিক অতীতে কংগ্রেস ছাড়েন একাধিক 'নবীন' নেতা
- বিধানসভায় জয় একনাথেরই, 'শিন্ডের শিবসেনাই আসল রাজনৈতিক দল'; রায়ে জানালেন অধ্যক্ষ
- বুলেট ট্রেনের গতিতে ছুটবে তাঁর 'ট্রিপল ইঞ্জিন সরকার', অজিতকে সঙ্গে টেনে মন্তব্য মুখ্যমন্ত্রী শিন্ডের