পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

'শুভ বিজয়া, বড়দের প্রণাম'; ইটিভি ভারতের মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা মহারাজের

বড়িশা প্লেয়ার্স কর্নারের প্রতিমা বিসর্জনে সামিল সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ পুজোয় পাড়াতেই সময় কাটিয়েছেন মহারাজ ৷ ইটিভি ভারতের মাধ্যমে রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানান তিনি ৷

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

DURGA PUJA 2024
ইটিভি ভারতের মাধ্যমে রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ (ইটিভি ভারত)

বেহালা (কলকাতা), 15 অক্টোবর: সকল রাজ্যবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ পাড়ার পুজো অর্থাৎ, বড়িশা প্লেয়ার্স কর্নারের প্রতিমা নিরঞ্জন শেষে ইটিভি ভারতের ক্যামেরার সামনে মহারাজের প্রার্থনা, 'মা দুর্গা সকলকে ভালো রাখুন ৷'

এ-বছর কলকাতার পুজো কার্নিভালে অংশ নিচ্ছে না 'বড়িশা প্লেয়ার্স কর্নারে'র পুজো ৷ তা আগেই জানিয়েছিলেন পুজোর উদ্যোক্তারা ৷ তাই সোমবার সন্ধেয় প্রতিমা বিসর্জন হল বড়িশা প্লেয়ার্স কর্নারের ৷ এটি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার পুজো ৷ সেই পুজোর প্রতিমা নিরঞ্জনে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে ৷ সেখানেই ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দিলেন মহারাজ ৷ রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা ও বড়দের প্রণাম জানালেন তিনি ৷

ইটিভি ভারতের মুখোমুখি মহারাজ (নিজস্ব ভিডিয়ো)

ইটিভি ভারতের প্রতিনিধিকে সৌরভ বলেন, "এবার পুরো পুজোটা আমি পাড়াতেই কাটালাম ৷ মা দুর্গা প্রতিবার আসেন আর মানুষের মনকে শক্ত করেন এবং আনন্দ দিয়ে যান ৷ আমি মনে করি মা দুর্গা ভীষণ পাওয়ারফুল ৷ তিনি সব শক্তি আমাদের দিয়ে যান ৷ আমি কখনও মায়ের কাছে কিছু চাই না ৷ চাই সবাই ভালো থাকুক ৷ সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম !"

বড়িশা প্লেয়ার্স কর্নারের প্রতিমা নিরঞ্জনে সামিল সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, এ-বছরের পুজোয় পরিবার সঙ্গে ছিল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ লন্ডনে অনুষ্ঠানের দরুণ এবার অনুপস্থিত ছিলেন সৌরভ ঘরণী ডোনা ৷ তবে, পাড়ার পুজোর উদ্বোধন এবং প্রতিবেশী ও বাড়ির বাকি সদস্যদের সঙ্গে অষ্টমীর অঞ্জলি দিয়েছেন মহারাজ ৷ প্রতিবারের মতো পাড়ার পুজোয় ঢাকও বাজিয়েছেন তিনি ৷

বড়িশা প্লেয়ার্স কর্নারের প্রতিমা বিসর্জন ৷ (নিজস্ব চিত্র)

পুজোর আনন্দের মধ্যেই তিনি জানালেন আসন্ন সিরিজে ভারতই ফেভারিট ৷ বুধবার থেকে ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল ৷ সেই সিরিজ নিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেন, "আমি সারাজীবন খেলা নিয়েই থেকেছি ৷ আজও নিয়মিত ফলো করি ক্রিকেট ৷ বিভিন্নভাবে জড়িয়ে রয়েছি ৷ ইন্ডিয়ান টিম ফেভারিট ৷ ইন্ডিয়ার মাটিতে তাদের হারানো সবসময়ই কঠিন ৷"

ABOUT THE AUTHOR

...view details