মহিলাদের ঠোঁটের সৌন্দর্য এক অন্যরকম ৷ সেই সুন্দর ঠোঁটের যত্ন নেওয়া কি জরুরি নয় ? অতিরিক্ত রোদে যাওয়া, অতিরিক্ত লিপস্টিকের ব্যবহার, কফি, চা ইত্যাদির পান করার কারণে ঠোঁট কালো হয়ে যায় । এগুলি ছাড়াও ধূমপান ঠোঁটের সৌন্দর্য নষ্ট করে ৷ তবে এই সমস্যার সমাধান পেতে পারেন ঘরোয়া কিছু উপাদানেই ৷
বিশেষজ্ঞরা জানান, আপনার ঠোঁটের কালো দাগ থেকে মুক্তি পেতে প্রতিদিন আপনার ঠোঁটে বিটের রস, বেদেনার পাল্প এবং ধনেপাতার রস ব্যবহার করতে পারেন । বলা হয়ে থাকে এগুলি ব্যবহারে ঠোঁট লাল হওয়ার সম্ভাবনা থাকে । এছাড়াও মধু, লেবুর রস ও গ্লিসারিন ব্যবহার করলে কালো রং কমানোর পরামর্শ দেওয়া হয় ।
এছাড়াও,International Journal of Pharmaceutical Sciences- জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, লিপস্টিকের রঙে যে রঞ্জকগুলি থাকে তা মানুষের ব্যবহারের জন্য খুব ক্ষতিকারক । যারফলে অ্যালার্জি, ডার্মাটাইটিস এবং শুষ্ক ঠোঁটের কারণ হতে পারে । আরও গুরুতর আকারে কার্সিনোজেনিক এবং এমনকি মারাত্মক হতে পারে । তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, প্রাকৃতির রং ব্যবহার ভালো ৷ এক্ষেত্রে বিট একটি কার্যকরী উপায় ৷