ওয়াশিংটন, 25 জানুয়ারি:ভারতের দাবি, পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহাউর রানাই 2008 সালের মুম্বই হামলার ঘটনায় অন্যতম চক্রী। তাই ভারতের বিচারব্যবস্থায় তাঁর বিচার হওয়া উচিত। ভারতের দাবি মেনেই তাহাউরের প্রত্যর্পণের সায় দিল আমেরিকার সুপ্রিম কোর্ট ৷
দীর্ঘদিন ধরেই 26/11 হামলার মূল চক্রী তাহাউর রানাকে হাতে পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল ভারত। আমেরিকার সুপ্রিম কোর্টই ছিল তাহাউর রানার প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের শেষ ভরসা। এর আগে একাধিক নিম্ন আদালতে আইনি লড়াই হেরে যান তাহাউর। সান ফ্রান্সিসকোতে নর্থ সার্কিট আমেরিকান কোর্ট অফ আপিল-সহ বেশ কয়েকটি ফেডারেল আদালতে আইনি লড়াইয়ে হেরে যান রানা। শেষ পর্যন্ত নভেম্বর মার্কিন শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর। রানা 13 নভেম্বর মার্কিন সুপ্রিম কোর্টে 'সার্টিওরির রিটের জন্য একটি পিটিশন' দাখিল করেন।