ওয়াশিংটন, 25 জানুয়ারি: ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। আমেরিকায় শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে বহিষ্কার করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, মার্কিন কর্তৃপক্ষ 538 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে, সামরিক বিমানে করে শতাধিক জনকে আমেরিকা থেকে বিতাড়িত করেছে।
জানা গিয়েছে, শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর C-17 বিমানে চড়িয়ে অবৈধ অভিবাসীদের সরিয়ে নিয়ে যাওয়া শুরু করেছে। শুক্রবার, দুটি মার্কিন সামরিক বিমানের প্রতিটিতে প্রায় 80 জন করে অবৈধ অভিবাসী নিয়ে গুয়াতেমালার উদ্দেশে রওনা দেয়। একটি সাক্ষাৎকারে লেভিট বলেন, "ট্রাম্প প্রশাসন সন্দেহভাজন সন্ত্রাসী, ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের চার সদস্য এবং অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়া বেশ কয়েকজন অবৈধ অভিবাসী-সহ 538 জনকে গ্রেফতার করেছে।"
তিনি আরও বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প গোটা বিশ্বের কাছে একটি শক্তিশালী এবং স্পষ্ট বার্তা দিচ্ছেন: আপনি যদি অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, তবে আপনাকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে।" লেভিট আরও জানান, কয়েকশো লোককে ইতিমধ্যেই সামরিক বিমানের মাধ্যমে বিতাড়িত করা হয়েছে ৷ এটিকে মার্কিন ইতিহাসের বৃহত্তম নির্বাসন অভিযান বলে অভিহিত করা হয়েছে।
মার্কিন-মেক্সিকো সীমান্ত সিল করে দেওয়ার পাশাপাশি লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার লক্ষ্যে বুধবার ট্রাম্প একটি নির্দেশও জারি করেছেন। তিনি উদ্বাস্তু পুনর্বাসন ব্যবস্থাকে বাতিল করেছেন। সীমান্তে অনুপ্রবেশ রুখতে পেন্টাগন সেনাবাহিনীর অভিজাত 82তম এয়ারবর্ন ডিভিশন-সহ দক্ষিণ সীমান্তে আরও বেশি সংখ্যক সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট হওয়ার পরপরই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমত, তিনি বাইডেন প্রশাসনের 78টি সিদ্ধান্ত বাতিল করেছেন। পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে 'জরুরি অবস্থা' ঘোষণা করা হয়েছে। এর বাইরে মেক্সিকো সীমান্তে ফের দেয়াল নির্মাণের ঘোষণা করেছেন ট্রাম্প।