পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

প্রিয়াঙ্কার মা ভারতে ফেরার পরেই মার্কিন মুলুকে মৃত্যু কেরল দম্পতির - Indian Couple Death in US

Kerala Family Dead in US: ক্যালিফোর্নিয়ায় একটি বাড়ি থেকে ভারতীয় বংশোদ্ভূত দম্পতি ও তাঁদের দুই যমজ শিশু সন্তানের দেহ উদ্ধার করে পুলিশ ৷ এদিকে তাঁর মা সেখান থেকে সদ্য ভারতে ফিরেছেন ৷ এই বিষয়ে ইটিভি ভারত মৃত প্রিয়াঙ্কার মায়ের সঙ্গে যোগাযোগ করে ৷ কী বললেন তাঁর মা ?

ETV Bharat
ক্যালিফোর্নিয়ায় মৃত কেরলের দম্পতি ও তাঁদের দুই শিশু সন্তান

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 10:16 AM IST

কোল্লাম ও ক্যালিফোর্নিয়া, 15 ফেব্রুয়ারি: ভারতীয় বংশোদ্ভূত দম্পতি সাংসারিক অশান্তিতে ছিল বলেই মনে করছে তাঁদের আত্মীয়স্বজন ৷ ইটিভি ভারতকে তারা এমনটাই জানিয়েছে ৷ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একটি বাড়ি থেকে কেরলের দম্পতি আনন্দ সুজিত হেনরি (42) ও তাঁর স্ত্রী অ্যালিস প্রিয়াঙ্কার (40) দেহ উদ্ধার হয় ৷ তাঁদের 4 বছর বয়সি দুই যমজ সন্তানের দেহও উদ্ধার করে পুলিশ ৷ দম্পতি আর্থিকভাবে সচ্ছল ছিল ৷ আনন্দ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং স্ত্রী প্রিয়াঙ্কা সিনিয়র অ্যানালিস্টের কাজ করতেন ৷ প্রথমে নিউজার্সিতে থাকলেও পরে তারা সান মাতিও কাউন্টিতে একটি বাড়ি কেনেন, যার মূল্য 21 লক্ষ মার্কিন ডলার ৷ ওই চার জনের মৃত্যুর ঘটনাটিকে আত্মহত্যা-খুন বলেই উল্লেখ করেছে সান মাতিও পুলিশ ৷ কেন আত্মহত্যা করল কেরলের দম্পতি ?

এই প্রসঙ্গে অ্যালিস প্রিয়াঙ্কার মা জুলিয়েটের আত্মীয়রা ইটিভি ভারতকে জানান, প্রিয়াঙ্কার মা ভারতীয় সময় 12 ফেব্রুয়ারি সকালে আমেরিকা থেকে দেশে ফেরেন ৷ এদিনই কেরলের তিরুবনন্তপুরমে পৌঁছন ৷ বাড়ি ফিরে জুলিয়েট মেয়ে প্রিয়াঙ্কাকে ফোন করেছিলেন ৷ ফোনে তাঁর বাড়ি ফেরার বিষয়টি জানিয়েছিলেন ৷ দিব্য কথাবার্তা হয়েছিল দু'জনের মধ্যে ৷ তবে এর পরে মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও মেয়েকে পাননি তিনি ৷ এমনকী হোয়্যাটসঅ্যাপে মেসেজের উত্তর দেয়নি প্রিয়াঙ্কা, হোয়্যাটসঅ্যাপ কলের উত্তরও দেননি ৷

(আমেরিকার স্থানীয় সময়) সোমবার উদ্বিগ্ন জুলিয়েট তাঁর এক আত্মীয়কে জামাই আনন্দ সুজিত হেনরির বাড়িতে পাঠান ৷ বাড়ির কাছে গিয়ে ওই আত্মীয়ের সন্দেহ হয় ৷ তিনি 911 নম্বরে ফোন করে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ বাড়ির বাইরে থেকে কেউ জোর করে ভিতরে ঢোকেনি বলে জানা যায় ৷ এই প্রসঙ্গে পুলিশ আধিকারিক বলেন, "এটা দুর্ভাগ্যের, আমরা বাড়ির মধ্যে 4 জনের দেহ খুঁজে পাই ৷ একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও একজন প্রাপ্তবয়স্ক মহিলা এবং দুই শিশু ৷"

তদন্তে জানা গিয়েছে, দুই শিশুকে শ্বাসরোধ করে অথবা তাদের কোনও ওষুধ অতিরিক্ত পরিমাণে খাইয়ে হত্যা করা হয়েছে ৷ কারণ শিশুদের চোখেমুখে কোনও আতঙ্কের ছাপ নেই ৷ তবে তাদের দেহের ময়নাতদন্ত করার পরই আসল কারণ জানা যাবে ৷ আর আনন্দ ও প্রিয়াঙ্কাকে গুলিবিদ্ধ অবস্থায় শৌচাগারে পাওয়া যায় ৷ সেখান থেকে 9 মিলিমিটারের একটি পিস্তল এবং ম্যাগাজিন পেয়েছে পুলিশ ৷ পুলিশ নিশ্চিত যে, এই হত্যার নেপথ্যে থাকা ব্যক্তি বাড়ির মধ্যেই ছিল ৷

এই মৃত্যু সম্পর্কে আত্মীয়রা ইটিভি ভারতকে জানায়, দম্পতি একবার বিবাহ-বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ৷ 2016 সালে তাঁরা সান ফ্রান্সিসকোয় বিবাহবিচ্ছেদের জন্য আবেদন জানান ৷ পরে অবশ্য সে সব মিটিয়ে আবার একসঙ্গে থাকতে শুরু করেন আনন্দ ও প্রিয়াঙ্কা ৷ এরপরই তাঁদের যমজ সন্তান হয় ৷ আনন্দের বাবা ডঃ জি হেনরি ফতিমা মাতা ন্যাশনাল কলেজ কোল্লামের প্রাক্তন অধ্যক্ষ ৷ আর অ্যালিস কোল্লাম জেলারই কিলিকোল্লুর এলাকায় বাস করতেন ৷ বিয়ের পর দম্পতি আমেরিকায় পাড়ি দেয় ৷ এরপর আনন্দ আর কখনও কেরলে তাঁর বাড়িতে আসেননি ৷ আত্মীয়দের অনুমান, আনন্দ ও প্রিয়াঙ্কা মধ্যে কোনও দাম্পত্য অশান্তিতে ছিল ৷ আর সেই কারণে এমন চরম পদক্ষেপ করেছে তাঁরা ৷

আরও পড়ুন:

  1. তরুণী স্ত্রী'কে কুপিয়ে হত্যা, আদালতে দায় স্বীকার লন্ডন নিবাসী ভারতীয় বংশোদ্ভূতের
  2. পারডিউ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যু, আত্মহত্যা বলছে কর্তৃপক্ষ
  3. কানাডায় মন্দির থেকে টাকা চুরির অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত

ABOUT THE AUTHOR

...view details