দুবাই, 17 এপ্রিল: বাণভাসী দুবাই ৷ সংযুক্ত আরব আমিরশাহীর বিস্তীর্ণ এলাকাও ভয়ঙ্কর বৃষ্টির জেরে ভাসছে ৷ আন্তর্জাতিক যাতায়াতের জন্য বেশি ব্য়বহার হওয়ায় দুবাই বিমানবন্দর এখন বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে তকমা পেয়েছে ৷ সেই বিমানবন্দর ভেসে গিয়েছে বন্যার জলে৷ ফলে বন্ধ পরিষেবা ৷
মরুরাজ্য়ে এমন পরিস্থিতি দেখে অবাক সারা বিশ্ব ৷ সেখানকার সরকার পরিচালিত ডাব্লুএএম সংবাদসংস্থা জানিয়েছে যে 1949 পর্যন্ত তথ্য ঘেঁটে দেখা গিয়েছে যে এর আগে এমন আবহাওয়ার পরিস্থিতি আগে কখনও হয়নি ৷ তবে বৃষ্টি শুধু যে সংযুক্ত আরব আমিরশাহীতে হয়েছে, তা নয় ৷ বৃষ্টি হয়েছে বাহারিন, ওমান, কাতার ও সৌদি আরবে ৷
তবে, সংযুক্ত আরব আমিরশাহীতে বৃষ্টি তীব্রতা মারাত্মক ছিল । এর কারণ হিসেবে অনেকে ক্লাউড সিডিংকে দায়ী করছেন ৷ যেখানে সরকারি তরফে কৃত্রিম বৃষ্টি তৈরিতে ছোট বিমানকে মেঘের মধ্যে নিয়ে গিয়ে বিশেষ লবণের শিখা পোড়ানো হয়৷ এই নিয়ে ন্যাশনাল সেন্টার ফর মেটারোলজি বিভিন্ন প্রতিবেদনকে উদ্ধৃত করে জানিয়েছে যে বৃষ্টির আগে এমন ছ’সাতটি বিমানকে মেঘের মধ্য়ে পাঠানো হয়েছিল ৷
সোমবার বৃষ্টি শুরু হয়৷ এই বৃষ্টির জেরে দুবাই রাস্তাগুলি 20 মিলিমিটার জলের তলায় চলে যায়৷ তার পর ওই দেশের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল 9টা নাগাদ মারাত্মক ঝড় হতে শুরু করে৷ সারাদিন ধরে এই ঝড় চলতে থাকে৷ এর পর বৃষ্টি আরও বাড়তে থাকে৷ ফলে পুরো শহর কার্যত জলের তলায় চলে যায় ৷
মঙ্গলবার দুবাইয়ে বৃষ্টির পরিমাণ ছিল 142 মিলিমিটার ৷ দুবাই বিমানবন্দরে বৃষ্টি হয়েছে 94.7 মিলিমিটার ৷ ফলে পরিষেবা একেবারে স্তব্ধ হয়ে রয়েছে ৷ মঙ্গলবার অনেকে বিমানবন্দরে যাওয়ার পথে আটকে যান ৷ সমালোচনামূলক মন্তব্য করা ওই দেশে অপরাধ হিসেবে বিবেচনা করা হয় ৷ তাই কেউ কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি সংবাদসংস্থা এপি-কে জানিয়েছে যে রাস্তা জল জমে ৷ কোনও ট্যাক্সি পাওয়া যাচ্ছে ৷ অনেকে মেট্রো স্টেশনে, অনেকে আবার বিমানবন্দরেই রাত কাটিয়েছেন ৷
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ সোশাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে ৷ দুবাই বিমানবন্দরের সিইও পল গ্রিফিত সরকার নিয়ন্ত্রণিত রেডিয়ো স্টেশন দুবাই আই-কে জানান, অবিশ্বাস্য রকম চ্যালেঞ্জিং সময় ৷ এমন পরিস্থিতির মুখোমুখি আগে কেউ হয়েছেন কি না, মনে করতে পারছেন না ৷ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন তিনি ৷
স্কুল-অফিস সব বন্ধ রাখা হয়েছে ৷ রাস্তা থেকে জল বের করার কাজ শুরু হয়েছে ৷ একজন 70 বছর বয়সী বৃদ্ধ বন্যার জলে ভেসে গিয়েছেন বলে খবর ৷ এদিকে গায়ক রাহুল বৈদ্য আটকে পড়েছেন দুবাইয়ে । সোশাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন তিনি ৷
(এপি)
আরও পড়ুন:
- আর যুদ্ধ সহ্য করা অসম্ভব, মত রাষ্ট্রসংঘের মহাসচিবের
- রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী, কারমান লাইন পেরবেন গোপী থোটাকুরা
- আজ ইন্টারন্যাশনাল ডে ফর হিউম্যান স্পেস ফ্লাইট, ইতিহাস থেকে গুরুত্ব জানুন বিশদে