পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আমিরশাহীতে রেকর্ড বৃষ্টি, প্লাবিত দুবাই বিমানবন্দর - Rain in UAE - RAIN IN UAE

Rain in UAE: সংযুক্ত আরব আমিরশাহীতে ভয়ঙ্কর বৃষ্টি ৷ দুবাইয়ে বাণভাসী পরিস্থিতি তৈরি হয় ৷ ভাসছে দুবাই বিমানবন্দর ৷ বন্ধ পরিষেবা ৷

Rain in UAE
Rain in UAE

By PTI

Published : Apr 17, 2024, 5:13 PM IST

Updated : Apr 17, 2024, 6:41 PM IST

দুবাই, 17 এপ্রিল: বাণভাসী দুবাই ৷ সংযুক্ত আরব আমিরশাহীর বিস্তীর্ণ এলাকাও ভয়ঙ্কর বৃষ্টির জেরে ভাসছে ৷ আন্তর্জাতিক যাতায়াতের জন্য বেশি ব্য়বহার হওয়ায় দুবাই বিমানবন্দর এখন বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে তকমা পেয়েছে ৷ সেই বিমানবন্দর ভেসে গিয়েছে বন্যার জলে৷ ফলে বন্ধ পরিষেবা ৷

মরুরাজ্য়ে এমন পরিস্থিতি দেখে অবাক সারা বিশ্ব ৷ সেখানকার সরকার পরিচালিত ডাব্লুএএম সংবাদসংস্থা জানিয়েছে যে 1949 পর্যন্ত তথ্য ঘেঁটে দেখা গিয়েছে যে এর আগে এমন আবহাওয়ার পরিস্থিতি আগে কখনও হয়নি ৷ তবে বৃষ্টি শুধু যে সংযুক্ত আরব আমিরশাহীতে হয়েছে, তা নয় ৷ বৃষ্টি হয়েছে বাহারিন, ওমান, কাতার ও সৌদি আরবে ৷

তবে, সংযুক্ত আরব আমিরশাহীতে বৃষ্টি তীব্রতা মারাত্মক ছিল । এর কারণ হিসেবে অনেকে ক্লাউড সিডিংকে দায়ী করছেন ৷ যেখানে সরকারি তরফে কৃত্রিম বৃষ্টি তৈরিতে ছোট বিমানকে মেঘের মধ্যে নিয়ে গিয়ে বিশেষ লবণের শিখা পোড়ানো হয়৷ এই নিয়ে ন্যাশনাল সেন্টার ফর মেটারোলজি বিভিন্ন প্রতিবেদনকে উদ্ধৃত করে জানিয়েছে যে বৃষ্টির আগে এমন ছ’সাতটি বিমানকে মেঘের মধ্য়ে পাঠানো হয়েছিল ৷

সোমবার বৃষ্টি শুরু হয়৷ এই বৃষ্টির জেরে দুবাই রাস্তাগুলি 20 মিলিমিটার জলের তলায় চলে যায়৷ তার পর ওই দেশের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল 9টা নাগাদ মারাত্মক ঝড় হতে শুরু করে৷ সারাদিন ধরে এই ঝড় চলতে থাকে৷ এর পর বৃষ্টি আরও বাড়তে থাকে৷ ফলে পুরো শহর কার্যত জলের তলায় চলে যায় ৷

মঙ্গলবার দুবাইয়ে বৃষ্টির পরিমাণ ছিল 142 মিলিমিটার ৷ দুবাই বিমানবন্দরে বৃষ্টি হয়েছে 94.7 মিলিমিটার ৷ ফলে পরিষেবা একেবারে স্তব্ধ হয়ে রয়েছে ৷ মঙ্গলবার অনেকে বিমানবন্দরে যাওয়ার পথে আটকে যান ৷ সমালোচনামূলক মন্তব্য করা ওই দেশে অপরাধ হিসেবে বিবেচনা করা হয় ৷ তাই কেউ কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি সংবাদসংস্থা এপি-কে জানিয়েছে যে রাস্তা জল জমে ৷ কোনও ট্যাক্সি পাওয়া যাচ্ছে ৷ অনেকে মেট্রো স্টেশনে, অনেকে আবার বিমানবন্দরেই রাত কাটিয়েছেন ৷

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ সোশাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে ৷ দুবাই বিমানবন্দরের সিইও পল গ্রিফিত সরকার নিয়ন্ত্রণিত রেডিয়ো স্টেশন দুবাই আই-কে জানান, অবিশ্বাস্য রকম চ্যালেঞ্জিং সময় ৷ এমন পরিস্থিতির মুখোমুখি আগে কেউ হয়েছেন কি না, মনে করতে পারছেন না ৷ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন তিনি ৷

স্কুল-অফিস সব বন্ধ রাখা হয়েছে ৷ রাস্তা থেকে জল বের করার কাজ শুরু হয়েছে ৷ একজন 70 বছর বয়সী বৃদ্ধ বন্যার জলে ভেসে গিয়েছেন বলে খবর ৷ এদিকে গায়ক রাহুল বৈদ্য আটকে পড়েছেন দুবাইয়ে । সোশাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন তিনি ৷

(এপি)

আরও পড়ুন:

  1. আর যুদ্ধ সহ্য করা অসম্ভব, মত রাষ্ট্রসংঘের মহাসচিবের
  2. রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী, কারমান লাইন পেরবেন গোপী থোটাকুরা
  3. আজ ইন্টারন্যাশনাল ডে ফর হিউম্যান স্পেস ফ্লাইট, ইতিহাস থেকে গুরুত্ব জানুন বিশদে
Last Updated : Apr 17, 2024, 6:41 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details