রোম, 8 জানুয়ারি: মহিলাদের ক্ষমতায়নের পক্ষে সওয়াল করেছেন আগেই । সেই ভাবনা বাস্তবায়িত করতে বড় পদক্ষেপ নিলেন পোপ ফ্রান্সিস । বিশ্বের সমস্ত ক্যাথলিক চার্চের নীতি নির্ধারনের দায়িত্বে এলেন ইতালির সিস্টার সিমোনা ব্রামমিল্লা। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি।
সংবাদসসংস্থা এপি জানিয়েছে, দুনিয়ায় ক্যাথলিক চার্চের সংখ্যা 6 লক্ষ । সেগুলি কীভাবে পরিচালিত হবে তা ঠিক করে ভ্যাটিকানের সংস্থা 'হলি সি কুরিয়া'। সেই সংস্থার দায়িত্বে এসেছেন সিস্টার সিমোনা। এতদিন চার্চ পরিচালনের নীতি থেকে শুরু করে এই ধরনের নানা সিদ্ধান্ত নেওয়ার ভার পুরুষদের উপরেই থাকত । মহিলারা তাঁদের সাহায্য করতেন। আগল ভাঙল এতদিনে। ভ্যাটিকানের নিজস্ব সংবাদপত্রে এই খবর ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে । শুধু চার্চ নয়, ক্যাথলিকরা কীভাবে জীবন যাপন করবেন তা ঠিক করার ক্ষেত্রেও এই সংস্থার বড় ভূমিকা আছে ।
বস্টন বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ব পড়ান অধ্যাপক টমাস গ্রুম। ভ্যাটিকানের ক্ষমতার ভরকেন্দ্রে মহিলাদের যাতে আরও বেশি করে নিয়ে আসা হয় সেই দাবি তিনি দীর্ঘদিন ধরে করে আসছেন। পোপের এই ঐতিহাসিক সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর তিনি জানন, দায়িত্ব একজন মহিলার হাতে যাওয়া অবশ্যই উচিত ছিল। বহু আগেই এমন সিদ্ধান্ত নিলে ভালো হত । এমনিতে 'হলি সি কুরিয়া'র দায়িত্বে একজন মহিলার হাতে আসা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মনে হতেই পারে । আর এই সিদ্ধান্তের জন্য ভ্যাটিকানের ক্ষমতার বিন্যাস পুরো পাল্টে যাবে এমন ভাবারও কোনও কারণ নেই । তবে নারীদের ক্ষমতায়ানের ক্ষেত্রে এটি যে প্রাথমিক পদক্ষেপ তাতে কোনও সন্দেহ নেই ।