ওয়াশিংটন, 8 জানুয়ারি: শীঘ্রই দ্বিতীয়বার মার্কিন মসনদে বসতে চলেছেন ৷ আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ৷ তার আগেই হামাসদের চরম হুঁশিয়ারি দিলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ জানালেন, শপথগ্রহণ অনুষ্ঠানের আগে মার্কিনি বন্দিদের ছেড়ে না-দেওয়া হলে সর্বনাশ হয়ে যাবে ৷
ফ্লোরিডার মার-এ-লাগোর জনসভায় ট্রাম্প বলেন, "আমি পূর্বের কোনও সমঝোতায় ব্যাঘাত ঘটাতে চাই না ৷ তবে প্রেসিডেন্ট হিসেবে আমি দায়িত্ব নেওয়ার আগে বন্দিদের মুক্তি দেওয়া না-হলে মধ্যপ্রাচ্যে ধ্বংসলীলা চলবে ৷"
বন্দিদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, "প্রথমত আমেরিকার বাসিন্দাদের বন্দি করা উচিৎ হয়নি ৷ আর তা করলেও অনেক আগেই তাদের ফিরিয়ে দিতে হত ৷ কিন্তু তারা সেটা করেনি ৷ সুতরাং, আগামী 20 জানুয়ারির মধ্যে তাদেরকে মুক্তি দিতেই হবে ৷ আর তা না-হলে হামাসের জন্য বিষয়টি ভালো হবে না ৷" ট্রাম্প জানান, 2023 সালের 7 অক্টোবরের হামলাটাই হামাসের বড় ভুল ৷ বিশ্ববাসী আজও সেদিন ভোলেনি ৷
গত 15 মাস ধরে চলছে ইজরায়েল-হামাস যুদ্ধ ৷ একাধিক আলোচনার পরও যুদ্ধ থামাতে ব্যর্থ আন্তর্জাতিক কূটনৈতিক মহল ৷ যুদ্ধে বরাবরই বেঞ্জামিন নেতানিয়াহুকে সহযোগিতা করেছেন বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন ৷ পশ্চিম এশিয়ার শান্তি ফেরাতে তাঁর মধ্যস্থতায় ইজরায়েল ও হামাস বাহিনীর মধ্যে কয়েকবার বৈঠকও হয় ৷ তবে তারপরও একে অপরের দিকে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল ও হামাস ৷
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জয়ের আগে থেকেই যুদ্ধ থামাতে বদ্ধ পরিকর ডোনাল্ড ট্রাম্প ৷ পরিস্থিতি বুঝতে সম্প্রতি মধ্যপ্রাচ্যের সফর সেরে ফেরেন ট্রাম্পের বিশেষ রাষ্ট্রদূত স্টিভেন চার্লস উইটকফ ৷ ফিরে এসে তিনি বলেন, "আমার মনে হয় আলোচনায় কাজ হয়েছে ৷ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে এই মুহূর্তে নেতিবাচক কিছু ভাবার কোনও কারণ নেই ৷ আমার আশা দ্রুত পরিস্থিতির বদল ঘটবে ৷" তিনি আরও বলেন, "এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয় ৷ তবে আমার আশা, প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানের আগে ভালো খবর পাওয়া যাবে ৷"