ETV Bharat / state

নকল লতা মঙ্গেশকর নামে পরিচিত, হালিশহরের 'ঠাকুমা'র গানে মজেছেন শ্রোতারা - SOCIAL MEDIA SINGING SENSATION

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছেন 'ঠাকুমা' 78 বছরের ভারতী বন্দ্যোপাধ্যায় ৷ বিভিন্ন মাধ্যমে ঘুরপাক খাচ্ছে তাঁর ভিডিয়ো ৷ নেটিজেনরা লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা টানছেন বৃদ্ধার ৷

Social Media Singing Sensation
নকল লতা মঙ্গেশকর নামে পরিচিত ভারতী বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2025, 4:45 PM IST

ব‍্যারাকপুর, 23 ফেব্রুয়ারি: বয়স 78 ছুঁয়েছে । শরীর বেশ দুর্বল । তবু কণ্ঠে তাঁর সুরের জাদু । উত্তর 24 পরগনার হালিশহরের বাসিন্দা ভারতী বন্দ্যোপাধ্যায়ের গানে মজেছেন শ্রোতারা । মুখে মুখে তিনি নকল লতা মঙ্গেশকর নামে পরিচিত হয়ে গিয়েছেন । সকাল বিকেল তাঁর বাড়িতে গান শোনার ভিড় বাড়ছে ।

ভারতী ব্যারাকপুর শিল্পাঞ্চলের হালিশহর দোলতলার বাসিন্দা । বয়সের ভারে তাঁর সারা শরীরে জীর্ণতার ছায়া । কাঁপা কাঁপা হাত, হাঁটা চলাও করেন বেশ ধীরগতিতে । কিন্তু কন্ঠে এখনও তাঁর মা সরস্বতীর জাগ্রত অনুরণন । ‌প্রবাদ-প্রতিম সঙ্গীত শিল্পী প্রয়াত লতা মঙ্গেশকরের গানে তিনি অবিকল সুর তুলছেন ।

78 বছরের বৃদ্ধার গানে মজেছেন শ্রোতারা (ইটিভি ভারত)

হুগলির চুঁচুড়ায় ভারতীর জন্ম । ছোটবেলায় পারিবারিক বৃত্তে গানের রেওয়াজ ছিল না । বিয়ের পর থেকে গঙ্গার এপারে হালিশহর তাঁর স্থায়ী ঠিকানা হয়েছে । শ্বশুরবাড়িতে চলতে-ফিরতে গুনগুন করে লতা মঙ্গেশকরের গানে সুর তুলতেন । পড়শিরা মন দিয়ে তা শুনতেন । তাঁরা তাঁর গানের তারিফ করতেন ।

Social Media Singing Sensation
সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে 78 বছরের বৃদ্ধার গান (নিজস্ব ছবি)

তারপর পাড়ার ছোটখাটো অনুষ্ঠানে তাঁকে ডেকে নিয়ে যাওয়া হত । গান শোনানোর আবদার করা হত । কখনও খালি গলায়, কখনও বা মাইক্রোফোনে ভারতী গান শুরু করতেন ৷ শ্রোতারা তখন মুগ্ধ হয়ে তাঁর গান শুনতেন ।

প্রথাগত গানের তালিম তাঁর ছিল না । বাড়িতে রেডিয়ো টিভির গান শুনে তিনি মুখস্থ করতেন । আর একা একা গান গাইতেন । কিন্তু কখনও ভাবেননি, শেষ বয়সে তিনি সোশাল মিডিয়ায় এভাবে ছড়িয়ে পড়বেন । প্রতিদিন সকাল-সন্ধে তাঁর বাড়িতে সোশাল মিডিয়ায় কাজ করা যুবক-যুবতীরা ভিড় করছেন । তাঁর গানের ভিডিয়ো করে সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছেন । তবে, এ নিয়ে ভারতী বন্দ্যোপাধ্যায় মুখে কিছু বলতে না চাইলেও গানের ভাষাতেই তিনি বুঝিয়ে দিয়েছেন, ইচ্ছা এবং মনের জেদ থাকলে বয়স কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না ।

Social Media Singing Sensation
নাতির সঙ্গে ভারতী বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

এদিকে, লতা মঙ্গেশকরের সুরেলা জাদুর কন্ঠে একের পর এক গান গেয়ে এখন রীতিমতো 'ভাইরাল' বৃদ্ধা ভারতী বন্দ্যোপাধ্যায় । অনেকে তাঁকে 'ভাইরাল' ঠাকুমা বলেও ডেকে থাকেন । আর ঠাকুমার এই সুরেলা জাদুতে মুগ্ধ হয়ে গিয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবার । পরিবারের নতুন প্রজন্ম বৃদ্ধার নাতি এবং ভাইঝি'রা রীতিমতো উৎসাহ জোগান ভারতীকে ।

এই বিষয়ে তাঁর নাতি সাত্যকী বন্দ্যোপাধ্যায় বলেন, "ঠাকুমা সেভাবে কখনও গানের রেওয়াজ করেননি । বাড়িতে নিজে নিজেই অনুশীলন করেছেন । এখন ওঁর বয়স 78 বছর । তবু, সময় পেলেই গুনগুন করতে শুরু করেন । আগে ঠাকুমার কাছে খুব আবদার করতাম গান শোনার জন্য । এখন কাজের চাপে সেভাবে আর আবদার করতে পারি না ।"

Social Media Singing Sensation
ভাইঝির সঙ্গে ভারতী বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, "ঠাকুমা যখন গানে সুর তোলেন, সবাই তখন মুগ্ধ হয়ে তাঁর গান শোনেন । আগে প্রচুর অনুষ্ঠানে গান করেছেন । বয়সের ভারে এখন আর অনুষ্ঠানে যেতে পারেন না ঠিকই, তবে গানের আবদার আসে । সমাজমাধ‍্যমের যুগে ঠাকুমার গান তাড়াতাড়ি ভাইরাল হয়ে গিয়েছে । আমিও চেষ্টা করি, তাঁর গান সহকর্মীদের মধ্যে দ্রুত ছড়িয়ে দিতে ।"

একই সুর শোনা গিয়েছে ভারতীর ভাইঝি নীলাঞ্জনা বন্দোপাধ্যায়ের গলাতেও । তাঁর কথায়, "ছোটবেলায় জেঠিমার অনেক গান শুনেছি । বয়স যখন কম ছিল, তখন এলাকায় অনেক অনুষ্ঠানে গিয়ে গান করেছেন তিনি । সেই সময় যতটা না তাঁর নামডাক হয়েছে । এর চেয়ে ঢের বেশি এখন জেঠিমার নাম ছড়িয়েছে । সমাজমাধ‍্যমে তাঁর কোনও গান পোস্ট করা হলেই ভাইরাল হয়ে যাচ্ছে ।"

তিনি বলেন, "অনেকেই প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা টানছেন জেঠিমার । এটা শুনে ভীষণ ভালো লাগে আমাদের । ফোন নম্বর চেয়ে অনেকে আবার যোগাযোগও করছেন আমাদের সঙ্গে । নতুন প্রজন্ম জেঠিমার গান শুনতে পছন্দ করছেন, এটাই সবচেয়ে বড় পাওনা জেঠিমার কাছে ।"

ব‍্যারাকপুর, 23 ফেব্রুয়ারি: বয়স 78 ছুঁয়েছে । শরীর বেশ দুর্বল । তবু কণ্ঠে তাঁর সুরের জাদু । উত্তর 24 পরগনার হালিশহরের বাসিন্দা ভারতী বন্দ্যোপাধ্যায়ের গানে মজেছেন শ্রোতারা । মুখে মুখে তিনি নকল লতা মঙ্গেশকর নামে পরিচিত হয়ে গিয়েছেন । সকাল বিকেল তাঁর বাড়িতে গান শোনার ভিড় বাড়ছে ।

ভারতী ব্যারাকপুর শিল্পাঞ্চলের হালিশহর দোলতলার বাসিন্দা । বয়সের ভারে তাঁর সারা শরীরে জীর্ণতার ছায়া । কাঁপা কাঁপা হাত, হাঁটা চলাও করেন বেশ ধীরগতিতে । কিন্তু কন্ঠে এখনও তাঁর মা সরস্বতীর জাগ্রত অনুরণন । ‌প্রবাদ-প্রতিম সঙ্গীত শিল্পী প্রয়াত লতা মঙ্গেশকরের গানে তিনি অবিকল সুর তুলছেন ।

78 বছরের বৃদ্ধার গানে মজেছেন শ্রোতারা (ইটিভি ভারত)

হুগলির চুঁচুড়ায় ভারতীর জন্ম । ছোটবেলায় পারিবারিক বৃত্তে গানের রেওয়াজ ছিল না । বিয়ের পর থেকে গঙ্গার এপারে হালিশহর তাঁর স্থায়ী ঠিকানা হয়েছে । শ্বশুরবাড়িতে চলতে-ফিরতে গুনগুন করে লতা মঙ্গেশকরের গানে সুর তুলতেন । পড়শিরা মন দিয়ে তা শুনতেন । তাঁরা তাঁর গানের তারিফ করতেন ।

Social Media Singing Sensation
সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে 78 বছরের বৃদ্ধার গান (নিজস্ব ছবি)

তারপর পাড়ার ছোটখাটো অনুষ্ঠানে তাঁকে ডেকে নিয়ে যাওয়া হত । গান শোনানোর আবদার করা হত । কখনও খালি গলায়, কখনও বা মাইক্রোফোনে ভারতী গান শুরু করতেন ৷ শ্রোতারা তখন মুগ্ধ হয়ে তাঁর গান শুনতেন ।

প্রথাগত গানের তালিম তাঁর ছিল না । বাড়িতে রেডিয়ো টিভির গান শুনে তিনি মুখস্থ করতেন । আর একা একা গান গাইতেন । কিন্তু কখনও ভাবেননি, শেষ বয়সে তিনি সোশাল মিডিয়ায় এভাবে ছড়িয়ে পড়বেন । প্রতিদিন সকাল-সন্ধে তাঁর বাড়িতে সোশাল মিডিয়ায় কাজ করা যুবক-যুবতীরা ভিড় করছেন । তাঁর গানের ভিডিয়ো করে সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছেন । তবে, এ নিয়ে ভারতী বন্দ্যোপাধ্যায় মুখে কিছু বলতে না চাইলেও গানের ভাষাতেই তিনি বুঝিয়ে দিয়েছেন, ইচ্ছা এবং মনের জেদ থাকলে বয়স কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না ।

Social Media Singing Sensation
নাতির সঙ্গে ভারতী বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

এদিকে, লতা মঙ্গেশকরের সুরেলা জাদুর কন্ঠে একের পর এক গান গেয়ে এখন রীতিমতো 'ভাইরাল' বৃদ্ধা ভারতী বন্দ্যোপাধ্যায় । অনেকে তাঁকে 'ভাইরাল' ঠাকুমা বলেও ডেকে থাকেন । আর ঠাকুমার এই সুরেলা জাদুতে মুগ্ধ হয়ে গিয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবার । পরিবারের নতুন প্রজন্ম বৃদ্ধার নাতি এবং ভাইঝি'রা রীতিমতো উৎসাহ জোগান ভারতীকে ।

এই বিষয়ে তাঁর নাতি সাত্যকী বন্দ্যোপাধ্যায় বলেন, "ঠাকুমা সেভাবে কখনও গানের রেওয়াজ করেননি । বাড়িতে নিজে নিজেই অনুশীলন করেছেন । এখন ওঁর বয়স 78 বছর । তবু, সময় পেলেই গুনগুন করতে শুরু করেন । আগে ঠাকুমার কাছে খুব আবদার করতাম গান শোনার জন্য । এখন কাজের চাপে সেভাবে আর আবদার করতে পারি না ।"

Social Media Singing Sensation
ভাইঝির সঙ্গে ভারতী বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, "ঠাকুমা যখন গানে সুর তোলেন, সবাই তখন মুগ্ধ হয়ে তাঁর গান শোনেন । আগে প্রচুর অনুষ্ঠানে গান করেছেন । বয়সের ভারে এখন আর অনুষ্ঠানে যেতে পারেন না ঠিকই, তবে গানের আবদার আসে । সমাজমাধ‍্যমের যুগে ঠাকুমার গান তাড়াতাড়ি ভাইরাল হয়ে গিয়েছে । আমিও চেষ্টা করি, তাঁর গান সহকর্মীদের মধ্যে দ্রুত ছড়িয়ে দিতে ।"

একই সুর শোনা গিয়েছে ভারতীর ভাইঝি নীলাঞ্জনা বন্দোপাধ্যায়ের গলাতেও । তাঁর কথায়, "ছোটবেলায় জেঠিমার অনেক গান শুনেছি । বয়স যখন কম ছিল, তখন এলাকায় অনেক অনুষ্ঠানে গিয়ে গান করেছেন তিনি । সেই সময় যতটা না তাঁর নামডাক হয়েছে । এর চেয়ে ঢের বেশি এখন জেঠিমার নাম ছড়িয়েছে । সমাজমাধ‍্যমে তাঁর কোনও গান পোস্ট করা হলেই ভাইরাল হয়ে যাচ্ছে ।"

তিনি বলেন, "অনেকেই প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা টানছেন জেঠিমার । এটা শুনে ভীষণ ভালো লাগে আমাদের । ফোন নম্বর চেয়ে অনেকে আবার যোগাযোগও করছেন আমাদের সঙ্গে । নতুন প্রজন্ম জেঠিমার গান শুনতে পছন্দ করছেন, এটাই সবচেয়ে বড় পাওনা জেঠিমার কাছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.