লস অ্যাঞ্জেলেস, 9 জানুয়ারি: ভয়াবহ দাবানলের গ্রাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ৷ দ্রুত ছড়িয়ে পড়া এই আগুনে শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘরছাড়া হাজার হাজার মানুষ ৷ হলিউড তারকা-সহ হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হয়েছে। লস অ্যাঞ্জেলেসে ইটনের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে ৷ আহত অনেকে ৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তৎপরতার সঙ্গে উদ্ধারের কাজ চলছে ৷ দমকল কর্মীরা আগুনের দ্রুত ছড়িয়ে পড়া আটকাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ৷ বিশেষ করে প্যাসিফিক প্যালিসাডেসে, যেখানে আগুনে 16,000 একরের বেশি এলাকা জ্বলছে এবং অন্তত 1,000টি বাড়ি এবং দোকানপাঠ পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ স্থানীয় অগ্নিনির্বাপণের ব্যবস্থা প্রচণ্ড তাপে নষ্ট হয়ে যাওয়ায় আগুন নেভানোর কাজ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে ৷ কোনও কোনও স্থানে বাতাসের গতিবেগ ঘণ্টায় 97 কিলোমিটার থেকে ঘণ্টায় 129 কিলোমিটার হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় দমকল কর্তৃপক্ষ ভয়াবহ দাবানলের তুলনায় অপর্যাপ্ত অগ্নিনির্বাপণ পরিকাঠামো নিয়েই পরিস্থিতির মোকাবিলা করছে। এখনও পর্যন্ত 70 হাজারেরও বেশি লস অ্যাঞ্জেলেস বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে ৷ তবে, দাবানলের আগুন যে গতিতে ছড়িয়ে পড়ছে, পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে রীতিমতো বেগ পেয়ে হচ্ছে স্থানীয় প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল কর্মীদের।
মঙ্গলবার গভীর রাতে, গেটি মিউজিয়ামের সামনের বেশ কিছু গাছ আগুনে পুড়ে যায় ৷ তবে, এখানকার কর্মচারীরা এবং যাদুঘরের সংগ্রহগুলি নিরাপদই ছিল ৷ এই গেটি মিউজিয়ামেই প্রাচীন গ্রীস এবং রোমের শিল্প-স্থাপত্য ও সংস্কৃতির একাধিক নিদর্শন সংরক্ষিত রয়েছে ৷
দাবানলের তৃতীয় ঘটনাটি ওই দিন রাত 10টা 30 মিনিট নাগাদ শুরু হয় এবং সান ফার্নান্দো উপত্যকার সিলমারে 500 একরেরও বেশি এলাকা গ্রাস করে। এখানেও অত্যন্ত তৎপরতার সঙ্গে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করতে হয়েছে। বুধবার সকালে রিভারসাইড কাউন্টির কোচেল্লায় চতুর্থ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে ।
এদিকে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ায় দাবানলের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাঁর ইতালির সফর বাতিল করেছেন ৷ মার্কিন প্রেসিডেন্ট হিসাবে এটাই ছিল বাইডেনের শেষ বিদেশ সফর ৷
আরও পড়ুন |
---|