ETV Bharat / sports

এক বলে আউট করা যাবে দুই ব্য়াটারকে, নয়া নিয়ম আসছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে! - BIG BASH LEAGUE

চমকপ্রদ দুই নিয়ম কার্যকর করার পথে অস্ট্রেলিয়া ক্রিকেট ৷ যা কার্যকর হলে জোড়া ব্য়াটার একই বলে আউট হয়ে ফিরবেন ডাগআউটে ৷

BBL 14
বিগ ব্যাশ লিগ (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 24, 2025, 7:40 PM IST

Updated : Jan 24, 2025, 7:55 PM IST

মেলবোর্ন, 24 জানুয়ারি: এক বলেই আউট হবেন জোড়া ব্য়াটার ৷ নয়া নিয়ম আনতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ আরও ভালো করে বলতে গেলে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট লিগ বিগ ব্যাশ ৷ আগামী সোমবার প্রতিযোগিতার চতুর্দশ সংস্করণের ফাইনাল ৷ মুখোমুখি হোবার্ট হ্যারিকেনস বনাম সিডনি থান্ডার্স ৷ যদিও নয়া এই নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতার আগামী সংস্করণ থেকে ৷

অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদমাধ্যম 'দ্য সিডনি মর্নিং হেরাল্ড'-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী একই ডেলিভারিতে জোড়া ব্য়াটারের আউট হওয়ায় নিয়মটি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্দরমহলে বেশ জোর চর্চা চলছে ৷ যার পোশাকি নাম দেওয়া হয়েছে 'ডাবল-প্লে রানআউট' ৷ বিগ ব্য়াশের আগামী মরশুম থেকে জোড়া নতুন নিয়ম কার্যকর করতে সম্প্রতি উচ্চপর্যায়ের বৈঠকও হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ায় ৷ 'ডাবল-প্লে রানআউট' ছাড়া আরেকটি নিয়ম হল 'ডেসিগনেটেড হিটার' ৷

কী এই ডাবল-প্লে রানআউট: বলা হচ্ছে এক্ষেত্রে স্ট্রাইক এন্ড এবং নন-স্ট্রাইক এন্ডের ব্য়াটার যদি একসঙ্গে ক্রিজের বাইরে থাকেন, সেই অবস্থায় প্রতিপক্ষ একটি বলে যদি দু'প্রান্তের উইকেট ভাঙতে পারে তাহলে জোড়া ব্য়াটারকেই মাঠ ছাড়তে হবে ৷ কেবল রানআউট নয়, এক বলে জোড়া উইকেটের ক্ষেত্রে একটি ক্য়াচ এবং একটি রানআউটের কথাও ভাবা হয়েছিল ৷ তবে বেসবলের ধাঁচে সেই নিয়ম কার্যকর হচ্ছে না ৷ বিগ ব্য়াশের জনপ্রিয়তা আরও বাড়াতেই নয়া সিদ্ধান্ত কার্যকরের ভাবনা ক্রিকেট অস্ট্রেলিয়ার ৷ তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গৃহিত হয়নি ৷

ডেসিগনেটেড হিটার নিয়ম: প্রত্যেকটি দল একজন ক্রিকেটারকে নির্বাচিত করতে পারবে, যে শুধুই ব্যাটিং করবে ৷ তাঁর ফিল্ডিং করার কোনও বাধ্যবাধকতা নেই ৷ ডেসিগনেটেড হিটারের বদলি হিসেবে নিয়ম মেনে একজন স্পেশালিস্ট ফিল্ডারকে নিয়োগ করতে পারবে সবক'টি দল ৷ এর ফলে দলের কোনও তারকা ব্যাটারকে 20 ওভার ফিল্ডিংয়ের ধকল নিতে হবে না ৷ মজার ব্যাপার ব্যাটিংয়ের বাইরে গিয়ে সংশ্লিষ্ট হিটার সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ধারাভাষ্যও করতে পারবেন ৷

আরও পড়ুন:

মেলবোর্ন, 24 জানুয়ারি: এক বলেই আউট হবেন জোড়া ব্য়াটার ৷ নয়া নিয়ম আনতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ আরও ভালো করে বলতে গেলে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট লিগ বিগ ব্যাশ ৷ আগামী সোমবার প্রতিযোগিতার চতুর্দশ সংস্করণের ফাইনাল ৷ মুখোমুখি হোবার্ট হ্যারিকেনস বনাম সিডনি থান্ডার্স ৷ যদিও নয়া এই নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতার আগামী সংস্করণ থেকে ৷

অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদমাধ্যম 'দ্য সিডনি মর্নিং হেরাল্ড'-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী একই ডেলিভারিতে জোড়া ব্য়াটারের আউট হওয়ায় নিয়মটি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্দরমহলে বেশ জোর চর্চা চলছে ৷ যার পোশাকি নাম দেওয়া হয়েছে 'ডাবল-প্লে রানআউট' ৷ বিগ ব্য়াশের আগামী মরশুম থেকে জোড়া নতুন নিয়ম কার্যকর করতে সম্প্রতি উচ্চপর্যায়ের বৈঠকও হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ায় ৷ 'ডাবল-প্লে রানআউট' ছাড়া আরেকটি নিয়ম হল 'ডেসিগনেটেড হিটার' ৷

কী এই ডাবল-প্লে রানআউট: বলা হচ্ছে এক্ষেত্রে স্ট্রাইক এন্ড এবং নন-স্ট্রাইক এন্ডের ব্য়াটার যদি একসঙ্গে ক্রিজের বাইরে থাকেন, সেই অবস্থায় প্রতিপক্ষ একটি বলে যদি দু'প্রান্তের উইকেট ভাঙতে পারে তাহলে জোড়া ব্য়াটারকেই মাঠ ছাড়তে হবে ৷ কেবল রানআউট নয়, এক বলে জোড়া উইকেটের ক্ষেত্রে একটি ক্য়াচ এবং একটি রানআউটের কথাও ভাবা হয়েছিল ৷ তবে বেসবলের ধাঁচে সেই নিয়ম কার্যকর হচ্ছে না ৷ বিগ ব্য়াশের জনপ্রিয়তা আরও বাড়াতেই নয়া সিদ্ধান্ত কার্যকরের ভাবনা ক্রিকেট অস্ট্রেলিয়ার ৷ তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গৃহিত হয়নি ৷

ডেসিগনেটেড হিটার নিয়ম: প্রত্যেকটি দল একজন ক্রিকেটারকে নির্বাচিত করতে পারবে, যে শুধুই ব্যাটিং করবে ৷ তাঁর ফিল্ডিং করার কোনও বাধ্যবাধকতা নেই ৷ ডেসিগনেটেড হিটারের বদলি হিসেবে নিয়ম মেনে একজন স্পেশালিস্ট ফিল্ডারকে নিয়োগ করতে পারবে সবক'টি দল ৷ এর ফলে দলের কোনও তারকা ব্যাটারকে 20 ওভার ফিল্ডিংয়ের ধকল নিতে হবে না ৷ মজার ব্যাপার ব্যাটিংয়ের বাইরে গিয়ে সংশ্লিষ্ট হিটার সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ধারাভাষ্যও করতে পারবেন ৷

আরও পড়ুন:

Last Updated : Jan 24, 2025, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.