বর্ধমান, 24 জানুয়ারি: চিকিৎসক ও পুলিশ কর্মীদের মারধরের অভিযোগ উঠল রোগীর পরিবারের লোকেদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিক্যাল কলেজের ও হাসপাতালের অধীনে থাকা অনাময় হাসপাতালে । বৃহস্পতিবার রাতের এই ঘটনায় চার পাঁচ জন পুলিশ কর্মী ও একজন চিকিৎসক আহত হন । তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে । শক্তিগড় থানার পুলিশ পরস্থিতি সামাল দেয় । পুলিশ ঘটনায় বেশ নয়জনকে গ্রেফতার করে ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, "অনাময় হাসপাতালে ভাঙচুর ও মারধর করার ঘটনায় পুলিশ নয়জনকে গ্রেফতার করেছে । শুক্রবার তাদের জেলা আদালতে তোলা হয় ৷ পাঁচজনকে দু'দিন পুলিশ হেফাজত ও বাকিদের তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত ।"
অনাময় হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শক্তিগড়ের স্বস্তিপল্লি এলাকার বাসিন্দা এক যুবক পায়ে চোট নিয়ে অনাময় হাসপাতালে ভর্তি হয় । সেখানে চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছিলেন ।
অভিযোগ, সেই সময় রোগীর পরিবারের বেশ কয়েকজন হাসপাতালের পরিষেবা নিয়ে মন্তব্য করতে থাকেন । ফলে চিকিৎসকের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয় । হাসপাতালের চিকিৎসক ও সেখানে থাকা পুলিশ কর্মীরা তাঁদের শান্ত করার চেষ্টা করেন । কিন্তু হঠাৎ করে রোগীর পরিবারের লোকজন হাসপাতালের চিকিৎসক ও পুলিশ কর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ ।
আরও অভিযোগ, চিকিৎসক ও পুলিশ কর্মীদের লাথি ঘুষি মারে রোগীর পরিবারের লোকজন । এমনকি বেশ কয়েকজন হাসপাতালে ভাঙচুরও করে বলে অভিযোগ । খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ ও বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় ওই হাসপাতালে যান ।
পুলিশ ন'জনকে আটক করে । পরে তাঁদের গ্রেফতার করে আদালতে পেশ করা হয় ৷ আহত অবস্থায় এক পুলিশ কর্মীর অনাময় হাসপাতালে চিকিৎসা চলছে । চার পুলিশ কর্মীকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় । আহত হয়েছেন হাসপাতালের এক চিকিৎসকও ।
রোগীর পরিবারের অভিযোগ, সেখানে চিকিৎসা না করে রোগীকে ফেলে রাখা হয়েছিল । তারা অভিযোগ জানাতে গেলে হাসপাতালের স্টাফেরা তাদের উপর চড়াও হন ।
অনাময় হাসপাতালের সুপার ড. শকুন্তলা সরকার বলেন, "একটা রোগী আসে । তার পায়ে আঘাত ছিল । তার চিকিৎসা চলছিল । কিন্তু হঠাৎ করে রোগীর পরিবার উত্তেজিত হয়ে পড়ে । তখন আমাদের চিকিৎসক নার্সিং স্টাফ ও পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করে । কিন্তু তারা ডাক্তারবাবুকে ধাক্কা মারে । হাসপাতালে ভাঙচুর করে ।’’
তিনি আরও বলেন, ‘‘আমাদের একজন পুলিশ গুরুতর আহত হয়েছে । তার চিকিৎসা চলছে । আরও চার পাঁচ জন অল্পবিস্তর আহত হন । তাঁদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় । পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।"