পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বাইডেনের দেশে ফের ভারতীয়র মৃত্যু, এবার নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার - মার্কিন মুলুক

Indian Student: মার্কিন মুলুকে ফের মৃত্যু হল ভারতীয় ছাত্রের ৷ প্রথমে আটলান্টা পরে ইন্ডিয়ানা ৷ এবার নিখোঁজ ভারতীয় ছাত্রের মৃতদেহ মিলল মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা শহরে ৷ ওই কলেজ পডুয়ার নাম নীল আচার্য ৷ তিনি 28 জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ৷

বাইডেনের দেশে ফের ভারতীয় ছাত্রের মৃত্যু
Indian Student

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 9:26 AM IST

ইন্ডিয়ানা (মার্কিন যুক্তরাষ্ট্র), 30 জানুয়ারি:প্রথমেআমেরিকার জর্জিয়ার নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করা হয় এক ভারতীয় ছাত্রকে ৷ পরে মার্কিন মুলুকের ইন্ডিয়ানার ফের মৃত্যু হল আরও এক ভারতীয় ছাত্রের ৷ টিপেকানো কাউন্টি করোনার অনুসারে, পারযু বিশ্ববিদ্যালয়ে পাঠরত ওই ভারতীয় ছাত্র রবিবার অর্থাৎ 28 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি ৷ 30 জানুয়ারি তাঁরই মৃত্যুর খবর বিষয়টি নিশ্চিত করেছে।

টিপেকানো কাউন্টি করোনার থেকে আরও জানা গিয়েছে, ভারতীয় ছাত্র নীল আচার্যের মৃতদেহটিকে ওয়েস্ট লাফায়েটের 500 অ্যালিসন রোড থেকে উদ্ধার হয় ৷ এরপরই জানা যায়, ওই পড়ুয়া পারযু বিশ্ববিদ্যালয়ের ৷ এর আগে, মৃত ছাত্রের মা গৌরী আচার্য, এক্স-এ একটি পোস্টে আবেদন করেছেন, "আমাদের ছেলে নীল আচার্য 28 জানুয়ারি (সকাল 12:30 ইএসটি) থেকে নিখোঁজ রয়েছে ৷ সে মার্কিন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ে পাঠরত। তাকে উবার ড্রাইভার শেষবার দেখেছিল ৷ কারণ ওই তাকে পারযু বিশ্ববিদ্যালয়ে নামিয়ে দিয়েছিল। আমরা তার সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। কেউ যদি কিছু জানেন তবে দয়া করে আমাদের সাহায্য করুন।" শিকাগোতে ভারতের কনস্যুলেট জেনারেল এক্স-এ তাঁর পোস্টের জবাবে বলেছেন, "কনস্যুলেট পারযু বিশ্ববিদ্যালয় এবং নীলের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। কনস্যুলেট জানিয়েছেন যথাসাধ্য সহায়তা করা হবে।"

এর আগে গতকাল জানা যায়, গৃহহীন ব্যক্তির হাতেই নৃশংসভাবে খুন হতে হয়েছে ভারতীয় পড়ুয়াকে। সেই ঘটনাটি ঘটেছে আমেরিকার জর্জিয়া প্রদেশের লিথনিয়া নামক শহরে। সেখানে শেভরনের একটি পেট্রল পাম্পের ডিপার্টমেন্টাল স্টোরে ক্যাশিয়ারের কাজ করতেন ভারতীয় পড়ুয়া বিবেক সাইনি। 25 বছর বয়সি বিবেক স্নাতোকত্তর স্তরের পড়াশোনা করছিলেন আমেরিকায়। সঙ্গে রোজগারের জন্য এই স্টোরে কাজ করতেন তিনি। বিগত বেশ কয়েকদিন ধরেই জুলিয়ান ফকনার নামক এক গৃহহীনকে সেই স্টোরে থাকতে এবং খেতে দিয়েছিলেন বিবেক। আর তারপরই বিবেককে খুন করে জুলিয়ান। হাতুড়ি দিয়ে পিটিয়ে বিবেককে খুন করা হয়৷ বিবেকের পর ফের বারতীয় ছাত্রের মৃত্যু। ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা ঘিরে প্রশ্নের মুখেই হোয়াইট হাউস ।

আরও পড়ুন:

  1. লন্ডনে নিখোঁজ ভারতীয় পড়ুয়া! সন্ধান পেতে জয়শঙ্করের দ্বারস্থ বিজেপি নেতা, অনুরোধ হাইকমিশনকেও
  2. মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ছাত্রকে ছুরি দিয়ে আঘাত, অবস্থা আশঙ্কাজনক
  3. কিভে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র, দূতাবাসের তরফে খোঁজ না নেওয়ার অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details