ইন্ডিয়ানা (মার্কিন যুক্তরাষ্ট্র), 30 জানুয়ারি:প্রথমেআমেরিকার জর্জিয়ার নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করা হয় এক ভারতীয় ছাত্রকে ৷ পরে মার্কিন মুলুকের ইন্ডিয়ানার ফের মৃত্যু হল আরও এক ভারতীয় ছাত্রের ৷ টিপেকানো কাউন্টি করোনার অনুসারে, পারযু বিশ্ববিদ্যালয়ে পাঠরত ওই ভারতীয় ছাত্র রবিবার অর্থাৎ 28 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি ৷ 30 জানুয়ারি তাঁরই মৃত্যুর খবর বিষয়টি নিশ্চিত করেছে।
টিপেকানো কাউন্টি করোনার থেকে আরও জানা গিয়েছে, ভারতীয় ছাত্র নীল আচার্যের মৃতদেহটিকে ওয়েস্ট লাফায়েটের 500 অ্যালিসন রোড থেকে উদ্ধার হয় ৷ এরপরই জানা যায়, ওই পড়ুয়া পারযু বিশ্ববিদ্যালয়ের ৷ এর আগে, মৃত ছাত্রের মা গৌরী আচার্য, এক্স-এ একটি পোস্টে আবেদন করেছেন, "আমাদের ছেলে নীল আচার্য 28 জানুয়ারি (সকাল 12:30 ইএসটি) থেকে নিখোঁজ রয়েছে ৷ সে মার্কিন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ে পাঠরত। তাকে উবার ড্রাইভার শেষবার দেখেছিল ৷ কারণ ওই তাকে পারযু বিশ্ববিদ্যালয়ে নামিয়ে দিয়েছিল। আমরা তার সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। কেউ যদি কিছু জানেন তবে দয়া করে আমাদের সাহায্য করুন।" শিকাগোতে ভারতের কনস্যুলেট জেনারেল এক্স-এ তাঁর পোস্টের জবাবে বলেছেন, "কনস্যুলেট পারযু বিশ্ববিদ্যালয় এবং নীলের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। কনস্যুলেট জানিয়েছেন যথাসাধ্য সহায়তা করা হবে।"