ওয়াশিংটন, 30 ডিসেম্বর: প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 100 বছর ৷ অসুস্থতার জন্য জর্জিয়ার প্লেইনসের বাড়িতে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল তাঁর ৷ রবিবার সন্ধ্যায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমেরিকার 39 তম প্রেসিডেন্ট জিমি কার্টার ৷ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে এমনটাই জানিয়েছে 'কার্টার সেন্টার' ৷
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ একটি বিবৃতি প্রকাশ করে শোকাহত বাইডেন বলেন, "আজ আমেরিকা তথা সারা বিশ্ব একজন অসাধারণ নেতা, রাষ্ট্রনায়ককে হারালো ৷" পুরনো দিনের স্মৃতিচারণা করে তিনি আরও জানান, ছয় দশকের বেশি সময় ধরে দেশে শান্তি বজায় রাখা, উন্নত স্বাস্থ্য পরিষেবা, নাগরিক অধিকার ও মানবাধিকারের অগ্রগতি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গৃহহীনদের জন্য বাসস্থানের ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন ৷ শুধু আমেরিকায় নয়, বিশ্ববাসীর জীবনধারণ সহজ করে তোলায় তাঁর ভূমিকা অপরিসীম ৷ দেশের উন্নতিতে তাঁর অবদান কোনও ভাবেই ভুলে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বাইডেন ৷
আমেরিকার 47 তম প্রেসিডেন্ট তথা রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প জিমি কার্টারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ ট্রাম্পের কথায়, "বিশ্বের দরবারে আমেরিকার উন্নতিতে কঠোর পরিশ্রম করেছেন তিনি ৷ তাঁর এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ৷ অবশ্যই, তিনি একজন ভালো মানুষ ছিলেন ৷ বিশ্ববাসী তাঁকে সর্বদা মনে রাখবে ৷ তিনি একমাত্র প্রেসিডেন্ট, যিনি ওভাল অফিসের দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পরও সর্বদা দেশ তথা দেশবাসীর কথা ভেবেছেন ৷"