ওয়াশিংটন, 4 জানুয়ারি: দ্বিতীয়বার মার্কিন মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ আগামী 20 জানুয়ারি দেশের 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি ৷ তার ঠিক 10 দিন আগে অর্থাৎ 10 জানুয়ারি পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় তাঁর সাজা ঘোষণা করতে চলেছে মার্কিন আদালত ৷ অবশ্য়, কারাদণ্ডের কোনও সম্ভাবনা নেই হবু প্রেসিডেন্টের ৷
আমেরিকার হবু প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ মুখ বন্ধ রাখার জন্য পর্ন তারকাকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন তিনি ৷ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য হিসেবেও গড়মিল করেছিলেন ট্রাম্প ৷ এই মামলায় নিউইয়র্কের আদালত আগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে ৷ তবে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল ৷ এরই মধ্যে, মামলা প্রত্যাহারের জন্য আর্জি জানান ট্রাম্প ৷
স্থানীয় সময় শুক্রবার সকালে সেই মামলার শুনানি চলাকালীন পুরনো নির্দেশ বহাল রাখেন বিচারক জুয়ান মার্চেন ৷ ট্রাম্পের আইনজীবীর আবেদন খারিজ করে জানান, 10 জানুয়ারি এই মামলায় সাজা ঘোষণা করা হবে ৷ তবে হবু মার্কিন প্রেসিডেন্টের কারাদণ্ড হবে না, তা স্পষ্ট জানিয়ে দেন তিনি ৷ সেই সঙ্গে বিচারক জানান, সাজা ঘোষণার দিন ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে ডোনাল্ড ট্রাম্পকে ৷
প্রসঙ্গত, 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের মুখ বন্ধ করার জন্য ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প ৷ কিন্তু, গত বছর মে মাসে ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপন, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার মামলায় 34টি অভিযোগের প্রতিটিতে দোষী সাব্যস্ত করা হয় তাঁকে ৷ শুক্রবার ম্যানহ্যাটন আদালতের জুরিদের সেই সিদ্ধান্তই বহাল রাখেল বিচারক জুয়ান মার্চেন ৷