কলকাতা, 6 জানুয়ারি: শীতের দাপট না-থাকলেও রাজ্য ছেয়েছে ঘন কুয়াশায় ৷ কুয়াশায় চাদরে ঢাকা পড়েছে কলকাতা বিমানবন্দর ৷ দৃশ্যমান্যতা কম থাকায় সোমবার কলকাতা বিমানবন্দর থেকে প্রায় 60টির মতো ফ্লাইটের উড়ানের সময় নির্ধারিত সময়ের থেকে পিছিয়ে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, দৃশ্যমান্যতা 50 মিটারের নীচে নেমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত হয়েছে ৷
নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের (এনএসসিবিআইএ) কর্তা প্রভাত রঞ্জন বেউরিয়ার মতে, সকাল 7টা 10 মিনিট থেকে 9টা পর্যন্ত কোনও বিমান চলাচল হয়নি ৷ প্রায় 30টি ফ্লাইটের আসা এবং 30টির যাওয়া স্থগিত হয়েছে ৷ এছাড়াও, 5টি বিমান কলকাতায় নামার পরিবর্তে অন্য বিমানবন্দরের উদ্দেশে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিমানবন্দরে টার্মিনালে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে সমস্ত ব্যবস্থা করা হয়েছে ৷ তিনি বলেন, "সকাল 9টার পর দৃশ্যমানতার অবস্থার উন্নতি হয় এবং আজকরে বিমানবন্দরে আসার প্রথম ফ্লাইটটি ছিল দুবাই থেকে কলকাতার এমিরেটস ফ্লাইট (EK 570)। সেটি 9টা 04 মিনিটে অবতরণ করে।"
STORY | Around 60 flights delayed at Kolkata airport due to poor visibility
— Press Trust of India (@PTI_News) January 6, 2025
READ: https://t.co/iqg5r9TEYg pic.twitter.com/OSbSG2HgpI
পাশাপাশি, ইন্ডিগোর তরফে তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, সীমিত দৃশ্যমানতার কারণে কলকাতা বিমানবন্দরে ফ্লাইটের আসা-যাওয়া স্থগিত রাখা হয়েছে। আমরা আমাদের বিমানবন্দরের সহায়ক দল এবং ক্রুর মাধ্যমে যথাসম্ভব সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে, ঘন কুয়াশার কারণে হাওড়া ও শিয়ালদায় ট্রেন পরিষেবাও ব্য৷হত হয় সকালের দিকে ৷
#6ETravelAdvisory: Departures and arrivals at #KolkataAirport continue to remain on hold due to limited visibility. Our airport teams and crew are committed to providing you with the best possible assistance during this time. (1/2)
— IndiGo (@IndiGo6E) January 6, 2025
উল্লেখ্য, আলিপুর আবহাওয়া অফিসের তরফে আজই জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে কলকাতা-সহ বেশকিছু জেলায় কুয়াশার দাপট থাকবে। আগামী দু'দিনে কুয়াশার দাপট আরও বাড়বে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি আসতে পারে, 2-1 জায়গায়। বাকি জেলাতেও ঘন কুয়াশার দাপট থাকবে ৷