পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

গাজায় এয়ার স্ট্রাইক ইজরায়েলের, শিশু-সহ নিহত 20 - ISRAEL HAMAS WAR

মধ্য গাজায় এয়ার স্ট্রাইক চালালো ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ রবিবার রাতের ইজরায়েলি এয়ার স্ট্রাইকে শিশু-সহ কমপক্ষে 20 জন নিহত হয়েছে ৷

ISRAEL HAMAS WAR
গাজায় এয়ার স্ট্রাইক ইজরায়েলের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2024, 3:58 PM IST

গাজা, 14 অক্টোবর:মধ্যপ্রাচ্যের যুদ্ধ ক্রমশ আরও ভয়াবহ আকার নিচ্ছে ! আগেই স্থানীয়দের উত্তর গাজা খালি করার নির্দেশ দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ সেই বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই মধ্য গাজায় এয়ার স্ট্রাইক চালালো ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷

স্থানীয় এক হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, মধ্য গাজার একটি স্কুলে রবিবার রাতের ইজরায়েলি এয়ার স্ট্রাইকে শিশু-সহ কমপক্ষে 20 জনের প্রাণ গিয়েছে ৷ গত এক বছর ধরে সেই স্কুলে আশ্রয় নিয়েছিলেন প্যালেস্তিনীয়রা ৷ সেই সঙ্গে, নুসেইরতে ইজরায়েলি হামলায় 2 মহিলা প্রাণ হারান বলেও জানানো হয়েছে রিপোর্টে ৷ হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন বলে জানা গিয়েছে ৷ তাঁদের মধ্য গাজার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর ৷

মৃতদেহগুলি নুসেইরতের আল-আওদা ও দেইর-আল-বালার আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, আইডিএফ-র হামলায় এখনও পর্যন্ত 42 হাজার প্যাসেস্তিনীয় প্রাণ হারিয়েছেন ৷ তবে এদের মধ্যে কে হামাসের সদস্য, কে সাধারণ নাগরিক সেই তথ্য মন্ত্রকের জানা নেই ৷

উল্লেখ্য, শনিবারও উত্তর গাজার একাধিক এলাকায় এয়ার স্ট্রাইক চালায় আইডিএফ ৷ গাজার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় কমপক্ষে 22 জন মারা গিয়েছেন ৷ অন্যদিকে, এদিন দক্ষিণ লেবাননে ইজরায়েলি হামলায় রাষ্ট্রসংঘের কার্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ৷

একের পর এক ইজরায়েলি হামলার জবাবে পাল্টা আক্রমণ শুরু করেছে হিজবুল্লা ৷ আইডিএফ জানিয়েছে, রবিবার মধ্য ইজরায়েলে সেনার বেস ক্যাম্পে ড্রোন হামলা চালায় হিজবুল্লা ৷ হামলায় আইডিএফ-র 4 জন জওয়ান প্রাণ হারিয়েছেন বলে খবর ৷ সেই সঙ্গে, বেশ কয়েকজন গুরুতর আহত হন বলেও জানিয়েছে আইডিএফ ৷

এদিকে, এই আবহে ইজরায়েলকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করছে পেন্টাগন ৷ আইডিএফ-কে টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স ব্যাটারি (THAAD) দিয়ে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেনের প্রশাসন ৷ অত্যাধুনিক এই মিসাইল সিস্টেম পরিচালনার জন্য বেশ কয়েকজন মার্কিন সেনা আধিকারিকও পাঠাচ্ছে পেন্টাগন ৷

আরও পড়ুন:

ইজরায়েল-হামাস যুদ্ধের এক বছর, রইল টাইমলাইন

বাবা নিখোঁজ, যুদ্ধের মাঝে ছেলে আটকে ইজরায়েলে ! দুশ্চিন্তায় পরিবার

ABOUT THE AUTHOR

...view details