ETV Bharat / international

ট্রাম্পের বেছে নেওয়া পরবর্তী মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক জয়শঙ্করের - JAISHANKAR MEETS TRUMP NSA

ভারত-মার্কিন সম্পর্ক থেকে বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা জয়শঙ্কর ও মাইকেল ওয়াল্টজের বৈঠকে ৷

Jaishankar meets Trump NSA
জয়শঙ্কর ও মাইকেল ওয়াল্টজ (এএনআই)
author img

By ANI

Published : 15 hours ago

ওয়াশিংটন ডিসি (মার্কিন যুক্তরাষ্ট্র), 28 ডিসেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই বৈঠক হয় ৷

দুই নেতার মধ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিশ্বের বর্তমান বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় ৷ জয়শঙ্কর জানিয়েছেন, ওয়াল্টজের সঙ্গে কাজ করার জন্য তিনি উদগ্রীব হয়ে রয়েছেন ৷

এই বৈঠক নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ সেখানে তিনি লেখেন, "আজ সন্ধ্যায় রিপাবলিকান মাইকেল ওয়াল্টজের সঙ্গে দেখা করে আনন্দিত । আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের পাশাপাশি বর্তমান বৈশ্বিক সমস্যাগুলির উপর একটি বিস্তারিত কথোপকথন উপভোগ করেছি । তাঁর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছি ।"

উল্লেখ্য, জয়শঙ্কর দু’দিনের সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন ৷ এদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসাল জেনারেলের আধিকারিকদের সঙ্গে বৈঠক করাই তাঁর প্রাথমিক উদ্দেশ্য ৷ ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্ক কোন পথে যাবে, সেই নিয়েই আলোচনা হয়েছে বলে সোশাল মিডিয়ায় করা এক পোস্টে জানিয়েছেন জয়শঙ্কর ৷

তবে পরবর্তী মার্কিন প্রশাসনও এই দ্বিপাক্ষিক সম্পর্ককে কোনদিকে এগিয়ে যেতে চায়, তা অনুমান করতেই সম্ভবত ওয়াল্টজের সঙ্গে বৈঠক সেরেছেন জয়শঙ্কর ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প ৷ মার্কিন রীতি অনুযায়ী, নিজের টিম ইতিমধ্য়েই সাজিয়ে নিয়েছেন ট্রাম্প ৷ সেই টিমে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইকেল ওয়াল্টজকে বেছে নিয়েছেন ট্রাম্প ৷

এখন ওই পদে রয়েছেন জ্যাক সুল্লিভিয়ান ৷ ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সুল্লিভিয়ানের পদে বসবেন ওয়াল্টজ ৷ সেই সুল্লিভিয়ানের সঙ্গে বৃহস্পতিবারই বৈঠক সারেন ভারতের বিদেশমন্ত্রী ৷ সেখানেও ভারত-মার্কিন দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক নিয়েও আলোচনা সারেন তিনি ৷ একই সঙ্গে মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গেও তিনি বৈঠক করেন ৷

এই নিয়েই সোশাল মিডিয়ায় পোস্টও করেন জয়শঙ্কর ৷ সেখানে তিনি লিখেছেন, "গতকাল সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি-তে বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে দেখা করে আনন্দিত । গত চার বছরে ভারত-মার্কিন অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে । আমরা একমত যে আমাদের সহযোগিতা অনেক ক্ষেত্রেই শক্তিশালী হয়েছে, ঠিক যেমন আমাদের স্বাচ্ছন্দ্যের মাত্রা একইভাবে বেড়েছে । আমরা আত্মবিশ্বাসী যে ভারত-মার্কিন সম্পর্ক আমাদের পারস্পরিক স্বার্থের পাশাপাশি বৈশ্বিক কল্যাণে কাজ করবে ।"

ওয়াশিংটন ডিসি (মার্কিন যুক্তরাষ্ট্র), 28 ডিসেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই বৈঠক হয় ৷

দুই নেতার মধ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিশ্বের বর্তমান বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় ৷ জয়শঙ্কর জানিয়েছেন, ওয়াল্টজের সঙ্গে কাজ করার জন্য তিনি উদগ্রীব হয়ে রয়েছেন ৷

এই বৈঠক নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ সেখানে তিনি লেখেন, "আজ সন্ধ্যায় রিপাবলিকান মাইকেল ওয়াল্টজের সঙ্গে দেখা করে আনন্দিত । আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের পাশাপাশি বর্তমান বৈশ্বিক সমস্যাগুলির উপর একটি বিস্তারিত কথোপকথন উপভোগ করেছি । তাঁর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছি ।"

উল্লেখ্য, জয়শঙ্কর দু’দিনের সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন ৷ এদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসাল জেনারেলের আধিকারিকদের সঙ্গে বৈঠক করাই তাঁর প্রাথমিক উদ্দেশ্য ৷ ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্ক কোন পথে যাবে, সেই নিয়েই আলোচনা হয়েছে বলে সোশাল মিডিয়ায় করা এক পোস্টে জানিয়েছেন জয়শঙ্কর ৷

তবে পরবর্তী মার্কিন প্রশাসনও এই দ্বিপাক্ষিক সম্পর্ককে কোনদিকে এগিয়ে যেতে চায়, তা অনুমান করতেই সম্ভবত ওয়াল্টজের সঙ্গে বৈঠক সেরেছেন জয়শঙ্কর ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প ৷ মার্কিন রীতি অনুযায়ী, নিজের টিম ইতিমধ্য়েই সাজিয়ে নিয়েছেন ট্রাম্প ৷ সেই টিমে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইকেল ওয়াল্টজকে বেছে নিয়েছেন ট্রাম্প ৷

এখন ওই পদে রয়েছেন জ্যাক সুল্লিভিয়ান ৷ ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সুল্লিভিয়ানের পদে বসবেন ওয়াল্টজ ৷ সেই সুল্লিভিয়ানের সঙ্গে বৃহস্পতিবারই বৈঠক সারেন ভারতের বিদেশমন্ত্রী ৷ সেখানেও ভারত-মার্কিন দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক নিয়েও আলোচনা সারেন তিনি ৷ একই সঙ্গে মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গেও তিনি বৈঠক করেন ৷

এই নিয়েই সোশাল মিডিয়ায় পোস্টও করেন জয়শঙ্কর ৷ সেখানে তিনি লিখেছেন, "গতকাল সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি-তে বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে দেখা করে আনন্দিত । গত চার বছরে ভারত-মার্কিন অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে । আমরা একমত যে আমাদের সহযোগিতা অনেক ক্ষেত্রেই শক্তিশালী হয়েছে, ঠিক যেমন আমাদের স্বাচ্ছন্দ্যের মাত্রা একইভাবে বেড়েছে । আমরা আত্মবিশ্বাসী যে ভারত-মার্কিন সম্পর্ক আমাদের পারস্পরিক স্বার্থের পাশাপাশি বৈশ্বিক কল্যাণে কাজ করবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.