ওয়াশিংটন ডিসি (মার্কিন যুক্তরাষ্ট্র), 28 ডিসেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই বৈঠক হয় ৷
দুই নেতার মধ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিশ্বের বর্তমান বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় ৷ জয়শঙ্কর জানিয়েছেন, ওয়াল্টজের সঙ্গে কাজ করার জন্য তিনি উদগ্রীব হয়ে রয়েছেন ৷
Delighted to meet Rep. @michaelgwaltz this evening.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 28, 2024
Enjoyed a wide-ranging conversation on our bilateral partnership as well as current global issues. Look forward to working with him.
🇮🇳 🇺🇸 pic.twitter.com/ngRUnH0AIF
এই বৈঠক নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ সেখানে তিনি লেখেন, "আজ সন্ধ্যায় রিপাবলিকান মাইকেল ওয়াল্টজের সঙ্গে দেখা করে আনন্দিত । আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের পাশাপাশি বর্তমান বৈশ্বিক সমস্যাগুলির উপর একটি বিস্তারিত কথোপকথন উপভোগ করেছি । তাঁর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছি ।"
উল্লেখ্য, জয়শঙ্কর দু’দিনের সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন ৷ এদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসাল জেনারেলের আধিকারিকদের সঙ্গে বৈঠক করাই তাঁর প্রাথমিক উদ্দেশ্য ৷ ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্ক কোন পথে যাবে, সেই নিয়েই আলোচনা হয়েছে বলে সোশাল মিডিয়ায় করা এক পোস্টে জানিয়েছেন জয়শঙ্কর ৷
Concluded a very useful two day conference of team @IndianEmbassyUS and our Consuls General in Washington DC today.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 27, 2024
Confident from the deliberations that the continuous growth of the 🇮🇳 🇺🇸 partnership will be accelerated. pic.twitter.com/JtcLF0DojK
তবে পরবর্তী মার্কিন প্রশাসনও এই দ্বিপাক্ষিক সম্পর্ককে কোনদিকে এগিয়ে যেতে চায়, তা অনুমান করতেই সম্ভবত ওয়াল্টজের সঙ্গে বৈঠক সেরেছেন জয়শঙ্কর ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প ৷ মার্কিন রীতি অনুযায়ী, নিজের টিম ইতিমধ্য়েই সাজিয়ে নিয়েছেন ট্রাম্প ৷ সেই টিমে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইকেল ওয়াল্টজকে বেছে নিয়েছেন ট্রাম্প ৷
A productive day with team @IndianEmbassyUS and our Consul Generals based in New York, Chicago, San Francisco, Seattle, Houston and Atlanta.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 27, 2024
Discussed opportunities for deepening 🇮🇳 🇺🇸 partnership, focusing on technology, trade and investments. Also shared views on better… pic.twitter.com/CcOTOvRI9W
এখন ওই পদে রয়েছেন জ্যাক সুল্লিভিয়ান ৷ ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সুল্লিভিয়ানের পদে বসবেন ওয়াল্টজ ৷ সেই সুল্লিভিয়ানের সঙ্গে বৃহস্পতিবারই বৈঠক সারেন ভারতের বিদেশমন্ত্রী ৷ সেখানেও ভারত-মার্কিন দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক নিয়েও আলোচনা সারেন তিনি ৷ একই সঙ্গে মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গেও তিনি বৈঠক করেন ৷
Delighted to meet @SecBlinken yesterday evening in Washington D.C.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 27, 2024
Reviewed the advancement of 🇮🇳 🇺🇸 partnership over the last four years. Agreed that our cooperation has strengthened in many domains, just as our comfort levels have grown correspondingly.
Confident that…
এই নিয়েই সোশাল মিডিয়ায় পোস্টও করেন জয়শঙ্কর ৷ সেখানে তিনি লিখেছেন, "গতকাল সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি-তে বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে দেখা করে আনন্দিত । গত চার বছরে ভারত-মার্কিন অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে । আমরা একমত যে আমাদের সহযোগিতা অনেক ক্ষেত্রেই শক্তিশালী হয়েছে, ঠিক যেমন আমাদের স্বাচ্ছন্দ্যের মাত্রা একইভাবে বেড়েছে । আমরা আত্মবিশ্বাসী যে ভারত-মার্কিন সম্পর্ক আমাদের পারস্পরিক স্বার্থের পাশাপাশি বৈশ্বিক কল্যাণে কাজ করবে ।"