ETV Bharat / state

80 কোটি টাকায় ফুলিয়ায় হ্যান্ডলুম কলেজ, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর হাতে উদ্বোধন 4 জানুয়ারি - IIHT COLLEGE CAMPUS IN PHULIYA

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং একাধিক বিধায়ক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির উদ্বোধনে হাজির থাকবেন ফুলিয়ায় ৷

IIHT COLLEGE CAMPUS IN PHULIYA
ফুলিয়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2024, 4:51 PM IST

শান্তিপুর, 29 ডিসেম্বর: 80 কোটি টাকা ব্যয়ে তৈরি হল অত্যাধুনিক মানের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি । নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় এটি গড়ে উঠেছে ৷ আগামী বছরের 4 জানুয়ারি এই কলেজের উদ্বোধন হবে ৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির (আইআইএইচটি) উদ্বোধন করবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং ৷ এমনটাই ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে ।

রবিবার ফুলিয়ায় বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে কলেজ উদ্বোধনের কথা জানালেন বিজেপি নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী । বিজেপির তরফে জানা গিয়েছে, 2015 সাল থেকে ফুলিয়া আইটিআই (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট) কাম্পাসে এই কলেজের ডিপ্লোমা কোর্সের পঠন পাঠন শুরু হয় । 2017 সালে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক ফুলিয়া আইটিআই কাম্পাসের পাশেই এই কলেজের মেন কাম্পাস তৈরির সিদ্ধান্ত নেন । সেই মতো বরাদ্দ করা হয় 80 কোটি টাকা । ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির কাম্পাস তৈরির কাজ শেষ হয়েছে ৷ এবার দেশের সকল ছাত্রছাত্রী এই কলেজে বিটেক পড়াশোনা করার সুযোগ পাবে ।

4 জানুয়ারি আইআইএইচটি ক্যাম্পাসের উদ্বোধন (ইটিভি ভারত)

শুধু তাই নয়, এত বড় আর্থিক প্রকল্প ফুলিয়ায় প্রথম বলে দাবি বিজেপি নেতৃত্বের । কেবল কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং নন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং একাধিক বিধায়ক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির উদ্বোধনে উপস্থিত থাকবেন ৷

একদিকে যখন সংকটে শান্তিপুরের তাঁত শিল্প, তখনই বস্ত্রশিল্প নিয়ে এত বড় কলেজ করছে কেন্দ্রীয় সরকার ৷ এই প্রসঙ্গে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, "তাঁত শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে রাজ্য সরকার । তাঁত শিল্পীদের পাশে নেই এই সরকার ৷ তাঁত শিল্প সম্পর্কে উদাসীন তারা ৷ সে জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে হস্তশিল্পকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথায় ফুলিয়ার কথা আছে বলেই এখানে এত বড় কলেজ তৈরি হচ্ছে শুধুমাত্র টেক্সটাইল টেকনোলজির উপরে ৷"

তাঁর কথায়, "এই কলেজ হলে মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসবে ৷ নতুন নতুন কিছু উদ্ভাবন হবে ৷ এতে সারা দেশে ফুলিয়ার গুরুত্ব বাড়বে ৷ গবেষণার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে ফুলিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি ৷"

শান্তিপুর, 29 ডিসেম্বর: 80 কোটি টাকা ব্যয়ে তৈরি হল অত্যাধুনিক মানের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি । নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায় এটি গড়ে উঠেছে ৷ আগামী বছরের 4 জানুয়ারি এই কলেজের উদ্বোধন হবে ৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির (আইআইএইচটি) উদ্বোধন করবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং ৷ এমনটাই ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে ।

রবিবার ফুলিয়ায় বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে কলেজ উদ্বোধনের কথা জানালেন বিজেপি নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী । বিজেপির তরফে জানা গিয়েছে, 2015 সাল থেকে ফুলিয়া আইটিআই (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট) কাম্পাসে এই কলেজের ডিপ্লোমা কোর্সের পঠন পাঠন শুরু হয় । 2017 সালে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক ফুলিয়া আইটিআই কাম্পাসের পাশেই এই কলেজের মেন কাম্পাস তৈরির সিদ্ধান্ত নেন । সেই মতো বরাদ্দ করা হয় 80 কোটি টাকা । ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির কাম্পাস তৈরির কাজ শেষ হয়েছে ৷ এবার দেশের সকল ছাত্রছাত্রী এই কলেজে বিটেক পড়াশোনা করার সুযোগ পাবে ।

4 জানুয়ারি আইআইএইচটি ক্যাম্পাসের উদ্বোধন (ইটিভি ভারত)

শুধু তাই নয়, এত বড় আর্থিক প্রকল্প ফুলিয়ায় প্রথম বলে দাবি বিজেপি নেতৃত্বের । কেবল কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং নন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং একাধিক বিধায়ক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির উদ্বোধনে উপস্থিত থাকবেন ৷

একদিকে যখন সংকটে শান্তিপুরের তাঁত শিল্প, তখনই বস্ত্রশিল্প নিয়ে এত বড় কলেজ করছে কেন্দ্রীয় সরকার ৷ এই প্রসঙ্গে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, "তাঁত শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে রাজ্য সরকার । তাঁত শিল্পীদের পাশে নেই এই সরকার ৷ তাঁত শিল্প সম্পর্কে উদাসীন তারা ৷ সে জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে হস্তশিল্পকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথায় ফুলিয়ার কথা আছে বলেই এখানে এত বড় কলেজ তৈরি হচ্ছে শুধুমাত্র টেক্সটাইল টেকনোলজির উপরে ৷"

তাঁর কথায়, "এই কলেজ হলে মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসবে ৷ নতুন নতুন কিছু উদ্ভাবন হবে ৷ এতে সারা দেশে ফুলিয়ার গুরুত্ব বাড়বে ৷ গবেষণার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে ফুলিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.