হায়দরাবাদ, 1 জানুয়ারি: বছরের শুরুটা কোথায় আনন্দ করে হৈ-হৈ করে কাটাবে তা নয়, সাত সকালে লেখিকার সঙ্গে আড়ি করে বসলেন অভিনেতা জীতু কমল ৷ একী কাণ্ড বলুন তো! লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে অদ্ভুত অভিযোগ জীতু কমলের ৷
অভিযোগ, জীতু কমলের মনের কথা নাকি আগেই জনসমক্ষে বলে দিয়েছেন আমার মেয়েবেলা, লজ্জা খ্যাত লেখিকা ৷ কেস কি তবে গুরু গম্ভীর? তাহলে অনুরাগীরা আশস্ত হতে পারেন ৷ আসলে তসলিমার এক পোস্টে জীতু কমলের মন্তব্যই বেশ মজাদার ৷
2025 সালের পয়লা দিন লেখিকা সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ তিনি লেখেন, "আমি 31 ডিসেম্বর মধ্যরাতে মদ্যপান করি না। বন্ধু বান্ধব নিয়ে হৈ হুল্লোড় করি না। ঘরের বাইরে গিয়ে ফায়ার ওয়ার্কস দেখি না। জানুয়ারির 1 তারিখে আমি কোনও নিউইয়ার রেজোলুশান তৈরি করি না, কাউকে হ্যাপি নিউ ইয়ার মেসেজ করি না, লোকদের হ্যাপি নিউ ইয়ার বলে বেড়াই না।"
এখনও পর্যন্ত লেখিকার এই মন্তব্য পড়ে বোঝাই যাচ্ছে, নতুন বছরকে স্বাগত জানানোর যে উদ্দীপনায় ভাসে দেশবাসী সেই স্রোতে গা ভাসান না তিনি ৷ লেখিকা লেখেন, "স্পেশাল কোনও খাবার খাই না। দুটো দিনই আমার কাছে যে কোনও দিনের মতো দিন। তবে 31 ডিসেম্বরে আমার দু একবার মনে হয় খুব দ্রুত বছরটা চলে গেল, অনেক কাজ করার ছিল, করা হয়নি।"
তসলিমার এমন পোস্ট সামনে আসার পর তাতে প্রতিক্রিয়া দেখা যায় জীতু কমলের ৷ অভিনেতা লেখেন, "আমার কথা গুলো আগে লিখে দিলেন, এই জন্যেই কিছু বলি না । যান আড়ি ৷" এমন মন্তব্য সামনে আসার পর স্বভাবতই অনুরাগীরাও মন্তব্য করেছেন ৷ আর জীতুর এই মজাদার মন্তব্যে ভালোবাসার ইমোজি দিয়েছেন তসলিমা ৷
জীবনবোধের অন্যরকম শিক্ষার পাঠ বরাবরই পড়ানোর চেষ্টা করে থাকেন তসলিমা নাসরিন ৷ সমসাময়িক বিষয় নিয়ে যেমন নিজের মত প্রকাশে কুণ্ঠাবোধ করেন না তেমনই সহজ সরল ভাষায় এমন কিছু বলে দেন যা ঘা দেয় মনের অন্দরে ৷ তবে বছরের শুরুটা আর পাঁচটা দিনের মতো সাধারণ হলেও আগামী দিনে তা সকলের মঙ্গলার্থে অসাধারণ হয়ে উঠুক, কায় মনে থাকুক এই প্রার্থনা ৷