মেলবোর্ন, 29 ডিসেম্বর: বক্সিং-ডে টেস্টে ভারতের ভাগ্য এখনও ঝুলে রয়েছে ৷ এই ম্যাচের ফলাফলের উপর অনেকাংশে নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার বিষয়টি ৷ তবে ভারতের পরিস্থিত যাই হোক না কেন, বল হাতে আপন মহিমায় ভাস্বর জসপ্রীত বুমরা ৷ মেলবোর্নে চতুর্থদিনও চার উইকেট তুলে নিয়ে ভারতকে ম্য়াচে রেখেছিলেন রোহিত শর্মার ডেপুটি ৷ একইসঙ্গে নাম তুলে ফেলেন অনন্য নজিরে ৷
অজি ব্যাটার ট্রাভিস হেডকে ফিরিয়ে এদিন ক্রিকেটের কুলীন ফর্ম্য়াটে 200 উইকেটের ঝুলি পূর্ণ করেন গুজরাত পেসার ৷ ভারতীয় বোলার হিসেবে দ্রুততম (বলের নিরিখে) এই নজির গড়লেন তো বটেই, বুমরা এদিন গড়ে ফেললেন বিশ্বরেকর্ডও ৷ যে দৌড়ে তিনি পিছনে ফেললেন ক্য়ারিবিয়ান কিংবদন্তি জোয়েল গার্নারকে ৷ পাঁচদিনের ক্রিকেটে সবচেয়ে ভালো বোলিং গড়ে (20.34) দু'শো উইকেটের মালিক এ যাবৎ ছিলেন গার্নারই ৷ তাঁকে ছাপিয়ে 19.56 গড়ে টেস্টে 200 উইকেটের মালিক হলেন বুমরা ৷
পাশাপাশি ভারতের সহঅধিনায়ক এদিন ছাপিয়ে গেলেন দেশের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের একটি নজির ৷ অস্ট্রেলিয়ার মাটিতে একটি সিরিজে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় পেসার হিসেবে এতদিন সবার উপরে ছিল কপিল দেবের নাম ৷ তাঁর 25 উইকেটের নজির টপকে এদিন চলতি সিরিজে 26টি উইকেট নেওয়ার নজির গড়লেন পারথে ভারতকে নেতৃত্ব দেওয়া ফাস্ট বোলার ৷ ডেলিভারির নিরিখে দ্রুততম হলেও ম্য়াচের হিসেবে 200 উইকেট নেওয়া দ্বিতীয় দ্রুততম হলেন বুমরা ৷ তালিকায় যুগ্মভাবে রবীন্দ্র জাদেজার সঙ্গে রয়েছেন বুমরা ৷ 44 টেস্টে এই নজির গড়লেন বুমরা ৷ যেখানে 37টি টেস্টে এই কৃতিত্ব ছুঁয়েছিলেন সদ্য অবসরে যাওয়া অশ্বিন ৷
We only believe in Jassi bhai 😎
— BCCI (@BCCI) December 29, 2024
200 Test Wickets for Boom Boom Bumrah 🔥🔥
He brings up this milestone with the big wicket of Travis Head.#TeamIndia #AUSvIND @Jaspritbumrah93 pic.twitter.com/QiiyaCi7BX
এদিন মেলবোর্নে 8484 ডেলিভারিতে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে দু'শোতম উইকেট এল বুমরার ঝুলিতে ৷ সার্বিকভাবে বিশ্বের চতুর্থ দ্রুততম পেসার হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন গুজরাত পেসার ৷ বুমরার আগে রয়েছেন পাকিস্তানের ওয়াকার ইউনিস, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন এবং কাগিসো রাবাদা ৷
বুমরার চার এবং মহম্মদ সিরাজের তিন উইকেট সত্ত্বেও অবশ্য চতুর্থদিন দ্বিতীয় ইনিংসে অজিদের অলআউট করতে ব্যর্থ ভারতীয় দল ৷ 91 রানে ছয় উইকেট হারানোর পরেও টেল-এন্ডারদের প্রতিরোধে দিনের শেষ নয় উইকেটে অস্ট্রেলিয়ার 228 রান ৷ ব্য়াগি গ্রিন শিবির এগিয়ে 333 রানে ৷