ETV Bharat / state

অবশেষে মুক্তি ! বাংলাদেশ থেকে ছাড়া পাচ্ছেন কাকদ্বীপের 95 মৎস্যজীবী - BANGLADESH TO FREE INDIAN FISHERMEN

তিনমাসের অপেক্ষা শেষ ৷ ঘরে ফিরতে চলেছেন বাংলাদেশের জেলে বন্দি থাকা 95 জন মৎস্যজীবী ৷

95 Indian Fishermen will Released from Bangladesh
জলসীমা লঙ্ঘন করায় বন্দি, বাংলাদেশ থেকে মুক্তি পাচ্ছেন 95 ভারতীয় মৎস্যজীবী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2025, 12:58 PM IST

কাকদ্বীপ, 1 জানুয়ারি: অবশেষে বাংলাদেশ থেকে ছাড়া পাচ্ছেন কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী । একইসঙ্গে ছাড়া পাচ্ছে মৎস্যজীবীদের ছ'টি ট্রলার । প্রায় তিন মাস ধরে বাংলাদেশের জেলে বন্দি ছিলেন এই মৎস্যজীবীরা ৷ আদৌ বাংলাদেশ সরকার তাদের ছাড়বে কী না, তা নিয়ে বারবার আলোচনা চলছিল । এই টানাপোড়েনের মধ্যে ওই জেলবন্দি মৎস্যজীবী পরিবারের লোকজনও ক্ষোভ উগড়ে দিয়েছিল সরকারের বিরুদ্ধে ।

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের 12 জন মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন ৷ তারপর তাদের ছেড়েও দেওয়া হয় । সেই ঘটনার পরই বাংলাদেশ সরকারের টনক নড়ে । বাংলার সমস্ত মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ।

বাংলাদেশ থেকে মুক্তি পাচ্ছেন 95 ভারতীয় মৎস্যজীবী (ইটিভি ভারত)

প্রায় তিন মাস আগে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করার অভিযোগে 6টি ট্রলার-সহ কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশ প্রশাসন । তারপর থেকেই চিন্তায় ছিল ওই মৎস্যজীবীদের পরিবার । একদিকে অশান্ত বাংলাদেশ অন্যদিকে আইনি জটিলতার ফলেই সুন্দরবনের মৎস্যজীবীরা কবে ছাড়া পাবে তার সদুত্তর কারওর কাছেই সেভাবে ছিল না ।

এরই মধ্যে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছিলেন যত শীঘ্র সম্ভব সুন্দরবনের মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে । অবশেষে জল্পনার অবসান হতে চলেছে । বাংলাদেশের জেলে আটকে থাকার পর ছাড়া পেতে চলেছে ওই 95 জন মৎস্যজীবী-সহ 6টি ট্রলার । এমনটাই জানিয়েছেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা । আর এতেই খুশির হাওয়া ওই মৎস্যজীবী পরিবারের সদস্যদের মধ্যে ।

কাকদ্বীপ, 1 জানুয়ারি: অবশেষে বাংলাদেশ থেকে ছাড়া পাচ্ছেন কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী । একইসঙ্গে ছাড়া পাচ্ছে মৎস্যজীবীদের ছ'টি ট্রলার । প্রায় তিন মাস ধরে বাংলাদেশের জেলে বন্দি ছিলেন এই মৎস্যজীবীরা ৷ আদৌ বাংলাদেশ সরকার তাদের ছাড়বে কী না, তা নিয়ে বারবার আলোচনা চলছিল । এই টানাপোড়েনের মধ্যে ওই জেলবন্দি মৎস্যজীবী পরিবারের লোকজনও ক্ষোভ উগড়ে দিয়েছিল সরকারের বিরুদ্ধে ।

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের 12 জন মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন ৷ তারপর তাদের ছেড়েও দেওয়া হয় । সেই ঘটনার পরই বাংলাদেশ সরকারের টনক নড়ে । বাংলার সমস্ত মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ।

বাংলাদেশ থেকে মুক্তি পাচ্ছেন 95 ভারতীয় মৎস্যজীবী (ইটিভি ভারত)

প্রায় তিন মাস আগে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করার অভিযোগে 6টি ট্রলার-সহ কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশ প্রশাসন । তারপর থেকেই চিন্তায় ছিল ওই মৎস্যজীবীদের পরিবার । একদিকে অশান্ত বাংলাদেশ অন্যদিকে আইনি জটিলতার ফলেই সুন্দরবনের মৎস্যজীবীরা কবে ছাড়া পাবে তার সদুত্তর কারওর কাছেই সেভাবে ছিল না ।

এরই মধ্যে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছিলেন যত শীঘ্র সম্ভব সুন্দরবনের মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে । অবশেষে জল্পনার অবসান হতে চলেছে । বাংলাদেশের জেলে আটকে থাকার পর ছাড়া পেতে চলেছে ওই 95 জন মৎস্যজীবী-সহ 6টি ট্রলার । এমনটাই জানিয়েছেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা । আর এতেই খুশির হাওয়া ওই মৎস্যজীবী পরিবারের সদস্যদের মধ্যে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.