হায়দরাবাদ, 1 জানুয়ারি: বিয়ের দু'বছরের মাথায় খুশির খবর শোনালেন অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার ৷ নতুন বছরের পয়লা দিনেই ঘোষণা করলেন বড় খবর ৷ জানালেন জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা ৷
'চ্যাম্পিয়ন', 'তুমি আসবে বলে', 'কুসুমদোলা', 'কে আপন কে পর'-এর মতো একাধিক ধারাবাহিকের পরিচিত মুখ সুদীপ ৷ অন্যদিকে 'গুড্ডি', 'ধুলোকণা', 'পটলকুমার গানওয়ালা', 'ভুতু', 'করুণাময়ী রাণী রাসমণি'-র মতো হিট সিরিয়ালে কাজ করেছেন অনিন্দিতা ৷ 2022 সালের 26 জানুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারকা জুটি ৷ এবার দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা ৷
বুধবার সকালে অনিন্দিতা নিজের সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ৷ যেখানে দেখা গিয়েছে চারিদিকে ফুলের সাজ ৷ দুইদিকে দুই পোষ্য ৷ মাঝখানে শিশুদের ঘুমানোর দোলনা ৷ সেখান থেকে বেরিয়ে এসেছে ছোট্ট একটা হাত ৷ সেখানে লেখা, "দেখা হচ্ছে বন্ধুরা ৷" পোস্টে লেখা 'মার্চ 2025' ৷ এই ছবি পোস্ট করে অনিন্দিতা ক্যাপশনে ভালোবাসা, ইভিল আই ও নমস্কারের ইমোজি ব্যবহার করেছেন ৷
খুশির খবর সামনে আসতেই টেলিভিশন জগতের তারকারা অভিনন্দন ও শুভচ্ছে জানিয়েছেন বাবা-মা হতে যাওয়া অনিন্দিতা-সুদীপকে ৷ শ্রুতি দাস লেখেন, "দারুণ খবর, অভিনন্দন ৷" অভিনেত্রী মিমি দত্ত ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন ৷ পাশাপাশি তারকা জুটির অগণিত ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন আগামীর জন্য ৷
ছোট পর্দার পরিচিত মুখ অনিন্দিতা-সুদীপ ৷ সম্প্রতি অনিন্দিতাকে দেখা যাচ্ছে নীম ফুলের মধু ধারাবাহিকে ৷ এছাড়াও তেঁতুলপাতা ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে ৷ 'ক্রিসক্রস' বা 'বিসমিল্লাহ' ছবিতেও কাজ করেছেন অনিন্দিতা ৷ অন্যদিকে, সুদীপ ব্যস্ত রয়েছেন 'আলতা ফড়িং' ধারাবাহিক নিয়ে ৷ হাতে রয়েছে 'রুদ্রবীণার অভিশাপ'-এর দ্বিতীয় সিজনের কাজ, 'সোনা রোদের গান' ধারাবাহিক ৷