পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আমেরিকার বাড়িতে উদ্ধার কেরলের দম্পতি ও যমজ পুত্রসন্তানের দেহ - কেরলের দম্পতির মৃত্যু আমেরিকায়

Kerala Couple, Twin Sons Found Dead in USA: আমেরিকার বাড়ি থেকে উদ্ধার হল কেরলের এক দম্পতি ও তাঁদের যমজ পুত্রসন্তানের দেহ ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 4:22 PM IST

নিউইয়র্ক, 14 ফেব্রুয়ারি: এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতি ও তাঁদের 4 বছরের যমজ দুই ছেলের রহস্যমৃত্যু ৷ ক্যালিফোর্নিয়ায় তাঁদের বাড়িতে মিলেছে চারজনের মৃতদেহ ৷ এটি হত্যা নাকি আত্মহত্যার ঘটনা, তার তদন্ত করে দেখছে পুলিশ ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় কমিউনিটির মধ্যে ৷

এনবিসি বে এরিয়ার প্রতিবেদনে জানা গিয়েছে, নিহতদের পরিচয় জানিয়েছেন তাঁদের বন্ধুরা ৷ মৃত্যু হয়েছে আনন্দ সুজিত হেনরি, তাঁর স্ত্রী অ্যালিস প্রিয়াঙ্কা এবং তাঁদের 4 বছর বয়সি যমজ দুই ছেলের ৷ এই পরিবারটি কেরলের বাসিন্দা । তবে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ । সোমবার সান মাতেওতে ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে ৷

পুলিশ বলেছে যে, সোমবার 911-এ কল করে একটি জায়গা থেকে জানানো হয় যে, স্থানীয়রা সেখানকার একটি আবাসনের কারও কোনও সাড়া শব্দ পাচ্ছেন না ৷ এরপরই বিষয়টি খতিয়ে দেখতে সেই বাড়িতে যায় পুলিশ ৷ তারা গিয়ে দেখে জোর করে বাড়িতে প্রবেশের কোনও চিহ্ন নেই ৷ সান মাতেও পুলিশ বিভাগের পাবলিক ইনফরমেশন অফিসার জেরামি সুরাট জানিয়েছেন, "দুর্ভাগ্যবশত, আমরা বাড়ির ভিতরে চারজন মৃত ব্যক্তিকে খুঁজে পেয়েছি । একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, একজন প্রাপ্তবয়স্ক মহিলা এবং দুটি শিশু ৷"

পুলিশ মঙ্গলবার জানিয়েছে, হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করা হচ্ছে । আদালতের নথি অনুসারে, স্বামী 2016 সালের ডিসেম্বরে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করলেও পরে আর সেদিকে এগোননি ৷ দুটি ছোট শিশুকে একটি বেডরুমের মধ্যে পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে । সুরাট মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বলেন, "শিশুদের কোনও গুলিবিদ্ধ হওয়ার ক্ষত ছিল না । দুর্ভাগ্যবশত, তাঁদের মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ তাই (শিশুদের) মৃত্যুর কারণ বের করার জন্য ময়নাতদন্ত করতে হবে ৷"

তদন্তের প্রত্যক্ষ জ্ঞান রয়েছে এমন সূত্রগুলি বলেছে যে, পুলিশের সন্দেহ শিশুদের শ্বাসরোধ করা হয়েছিল বা কোনও ওভারডোজ দেওয়া হয়েছিল ৷ কারণ তাদের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না ৷ পুলিশ জানিয়েছে, ওই পুরুষ ও মহিলাকে একটি বাথরুমের মধ্যে পাওয়া গিয়েছে । তাঁদের দুজনেরই গুলি লেগেছে । পুলিশ জানিয়েছে, বাথরুমে একটি 9 মিলিমিটার পিস্তল এবং একটি লোডড ম্যাগাজিন পাওয়া গিয়েছে ।

পুলিশ জানিয়েছে, এই মৃত্যু একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে এবং জনসাধারণের জন্য কোনও বিপদ নেই । পুলিশ এক বিবৃতিতে বলেছে, "আমরা নিশ্চিত যে অপরাধী বাড়ির মধ্যেই ছিল । এটি কারও জন্য একটি সাধারণ ঘটনা নয় । এটি পরিবার, সম্প্রদায়, কর্মকর্তাদের জন্য দুঃখজনক । সত্যিই সবাই জড়িত ৷" সোমবার রাতে স্টেট অফ দ্য সিটির ঠিকানায় সান মাতেওর মেয়র লিসা দিয়াজ ন্যাশ ওই বাড়িতে মৃত চারজনের জন্য এক মুহূর্ত নীরবতা পালন করেন ।

সাম্প্রতিক মাসগুলিতে সে দেশে সাত জন ভারতীয় বা ভারতীয়-আমেরিকানের মৃত্যু হয়েছে । 10 ফেব্রুয়ারি ওয়াশিংটনের একটি রেস্তোরাঁর বাইরে একটি হামলার ঘটনায় 41 বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত আইটি এক্সিকিউটিভের মৃত্যু হয় । এর আগে, শিকাগোতে ডাকাতদের হামলার শিকার হন সৈয়দ মাজাহির আলি নামে এক ভারতীয় ছাত্র ।

এর আগে, 25 বছর বয়সি ভারতীয় ছাত্র বিবেক সাইনি জর্জিয়া রাজ্যের লিথোনিয়া শহরে একজন গৃহহীন মাদকাসক্তের দ্বারা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিলেন । ওহিয়োতে 19 বছর বয়সি শ্রেয়াস রেড্ডি বেনিগার নামে অপর এক ছাত্রকে মৃত অবস্থায় পাওয়া যায় ।

আরও পড়ুন:

  1. মোদির হাতে আজ দরজা খুলছে, জেনে নিন আবুধাবির বিএপিএস হিন্দু মন্দিরের বিশেষত্ব
  2. 'ভাইয়ের কাছে কৃতজ্ঞ', ইউএই প্রেসিডেন্টের আতিথেয়তায় আপ্লুত মোদি; বুধে মন্দির উদ্বোধন
  3. তরুণী স্ত্রী'কে কুপিয়ে হত্যা, আদালতে দায় স্বীকার লন্ডন নিবাসী ভারতীয় বংশোদ্ভূতের

ABOUT THE AUTHOR

...view details